হায়দরাবাদ, 24 মার্চ: পরিচালক প্রদীপ সরকারের জীবনাবসান ৷ 67 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন এই প্রবাদপ্রতীম নির্মাতা ৷ শুক্রবার সকালে এই দুঃসংবাদটি সকলকে জানিয়েছেন পরিচালক হনসল মেহেতা ৷ হনসল এদিন প্রদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেন, 'প্রদীপ সরকার দাদা আপনার আত্মার শান্তি কামনা করি ৷' বর্ষীয়াণ এই পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা ৷ শোকের ছায়া নেমেছে বলিউডেও (Pradeep Sarkar Passes Away) ৷ 1955 সালের 30 এপ্রিল অভিনেতার জন্ম। দীর্ঘদিন ধরে একটু একটু করে টিনসেল টাউনে নিজের জায়গা তৈরি করেছিলেন এই বাঙালি পরিচালক। শুক্রবার আচমকাই শেষ হল সেই 'সুহানা সফর'।
খবরটি সোশাল মিডিয়ায় সামনে আসার পর পরিচালককে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ীও ৷ তিনি জানিয়েছেন এই খবর শুনে তিনি চুড়ান্ত আঘাত পেয়েছেন ৷ তিনি লেখেন,' প্রদীপ সত্যিই বিস্ময়কর ৷ আপনার আত্মার শান্তি কামনা করি দাদা ৷' শোক জ্ঞাপন করেছেন অজয় দেবগণও ৷ প্রাথমিক খবর অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্য়ু হয় এই নির্মাতার ৷ তাঁর ডায়ালিসিস চলছিল বেশ কিছু দিন ধরে। সেইসঙ্গে নেমে গিয়েছিল পটাশিয়াম লেভেলও ৷"
-
Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023
বলিউডকে বহু মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন এই বাঙালি পরিচালক ৷ প্রদীপ সরকারের হাত ধরেই বলিউড উপহার পেয়েছে 'পরিণীতা', 'হেলিকপ্টার ইলা', 'লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ ওম্যান', 'লাফাঙ্গে পারিন্দে' এবং 'মর্দানি'-এর মতো ছবি ৷ তাঁর একাধিক ছবিতে কাজ করেছেন বাঙালি অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায় ৷ 'লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ ওম্যান' এবং 'মর্দানি' তো রানির আলাদা পরিচিতিই গড়ে দিয়েছে বলিউডে ৷
-
The news of Pradeep Sarkar’s demise, ‘Dada’ to some of us is still hard to digest.
— Ajay Devgn (@ajaydevgn) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
My deepest condolences 💐. My prayers are with the departed and his family. RIP Dada 🙏
">The news of Pradeep Sarkar’s demise, ‘Dada’ to some of us is still hard to digest.
— Ajay Devgn (@ajaydevgn) March 24, 2023
My deepest condolences 💐. My prayers are with the departed and his family. RIP Dada 🙏The news of Pradeep Sarkar’s demise, ‘Dada’ to some of us is still hard to digest.
— Ajay Devgn (@ajaydevgn) March 24, 2023
My deepest condolences 💐. My prayers are with the departed and his family. RIP Dada 🙏
আরও পড়ুন: রাজর্ষির ছবিতে শ্রাবন্তীর ডবল ধামাকা ! পর্দায় প্রথমবার দেবালয়ের সঙ্গে পজিটিভ চরিত্রে শ্রাবন্তী
জানা গিয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজ শশ্মানে শুক্রবার বিকেল চারটে নাগাদ পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে ৷ অভিনেত্রী নীতু চন্দ্রাও শোক জ্ঞাপন করেছেন এই পরিচালকের উদ্দেশ্য়ে ৷ 2005 সালে 'পরিণীতা' ছবির হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই পরিচালকের ৷ এই ছবিই তাঁকে আলাদা পরিচিতি দেয় বলিউডে ৷ পরে 2014 সালে মুক্তি পেয়েছিল তাঁর 'মর্দানি' ছবিটি ৷