ETV Bharat / entertainment

সিনেপর্দায় প্রভাসের প্রত্যাবর্তন, 'সালার' ছবি মুক্তির পরেই দেশজুড়ে উচ্ছ্বাস অনুরাগীদের - Salaar Part 1 Ceasefire

Prabhas' Salaar Release: বক্সঅফিসে অনেকগুলি ছবি মুখ থুবড়ে পড়ায় চাপ ছিল দক্ষিণী তারকা প্রভাসের ৷ তারমধ্যে আবার রয়েছে শাহরুখ খানের ডাঙ্কির সঙ্গে প্রতিযোগিতা ৷ তবে দর্শকদের ভালোবাসায় সালার হয়ে উঠেছে প্রভাসের কামব্যাক ছবি ৷ শুক্রবার ছবি মুক্তি পেতেই ভালোবাসায় ভরালেন অনুরাগীরা ৷

Etv Bharat
সিনেপর্দায় প্রভাসের প্রত্যাবর্তন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 12:23 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: শুক্রবার মুক্তি পেল প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি 'সালার পার্ট ওয়ান–সিজফায়ার' ৷ সকাল থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে অনুরাগীদের ভিড় নজর কেড়েছে ৷ প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি মন কেড়েছে দর্শকদের ৷ অনুরাগীদের উচ্ছাস ও প্রতিক্রিয়া দেখে মনে করা হচ্ছে ফ্লপের খড়া কাটিয়ে ভালো ব্যবসার মুখ দেখতে চলেছে প্রভাসের সালার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবি ঘিরে দর্শকদের যা প্রতিক্রিয়া তা দেখে বোঝাই যাচ্ছে এই উইকএন্ডে সালার বক্সঅফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হবে ৷ হায়দরাবাদে সালার প্রেক্ষাগৃহে মুক্তির আগে এক অনুরাগী একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন ৷ সেখানে তিনি তুলে ধরেন কীভাবে দর্শকরা ছবির উৎসব আনন্দ উদযাপনে নাচ করছেন ৷ সালার কাটআউটের সামনে পোজ দেওয়া থেকে শুরু করে আতসবাজি ফাটানো, সবকিছুই ধরা পড়েছে ভিডিয়োটিতে ৷

সোশাল মিডিয়ায় সালার রিভিউতে এক অনুরাগী লিখেছেন, "স্পেকটাকুলার এই ছবি ৷ দেবার চরিত্রে প্রভাসের জার্নি অসাধারণ ৷ টিপিক্যাল অ্যাকশন জার্নি থেকে বেরিয়ে পরিচালক প্রশান্ত নীল অন্য ধারা তুলে ধরেছেন ৷ ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত ৷ জগপতি বাবু ও সুকুমারন স্ক্রিনে নিজের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ৷"

আর এক অনুরাগী লিখেছেন, "এটা শুধু ছবি নয়, এটা একটা ইমোশন ৷ প্রভাসের মাস স্ক্রিন প্রেজেন্স, অ্যাকশন সিকোয়েন্স মুগ্ধ করবে সকলকে ৷" আবার কেউ লিখেছেন, "সিনে পর্দায় আবার ফিরে এসেছেন প্রভাস ৷ বছর শেষে ব্লকব্লাস্টার হতে চলেছে এই ছবি ৷"

'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের এই ছবি পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ৷ অর্থাৎ প্যান-ইন্ডিয়া এই ছবি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেয়েছে ৷ প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমরন ও শ্রুতি হাসানকে দেখা গিয়েছে মুখ্যচরিত্রে ৷ ছবির গল্পে ধরা দিয়েছে খানসার এলাকায় দেবা-বরধার জার্নি, যে চরিত্রে দেখা গিয়েছে প্রভাস ও সুকুমরনকে৷ ছবিতে বেশ কিছু নৃশংস দৃশ্য দেখানোর কারণে, সেন্সর বোর্ড থেকে দেওয়া হয়েছে এ সার্টিফিকেট ৷ সালার দেখার পর দর্শকদের দাবি, 'বাহুবলি'র পর এটি প্রভাসের অন্যতম একটি ছবি ৷

আরও পড়ুন

1. ডাঙ্কি, সালার-এর ভিড়ে হারিয়ে না যায় বাংলা সিনেমা; হলে গিয়ে প্রধান-কাবুলিওয়ালা দেখার আর্জি অঙ্কুশ, জিতুর

2. বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী বলিউডের তারকা মেক-আপ আর্টিস্ট, রইল বিস্তারিত পরিচয়

3. সিলভার স্ক্রিনে পা রাখলেন বিটাউনের 'স্টারকিড'রা, কেমন ছিল সেই জার্নি, ফিরে দেখা 2023

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: শুক্রবার মুক্তি পেল প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি 'সালার পার্ট ওয়ান–সিজফায়ার' ৷ সকাল থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে অনুরাগীদের ভিড় নজর কেড়েছে ৷ প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি মন কেড়েছে দর্শকদের ৷ অনুরাগীদের উচ্ছাস ও প্রতিক্রিয়া দেখে মনে করা হচ্ছে ফ্লপের খড়া কাটিয়ে ভালো ব্যবসার মুখ দেখতে চলেছে প্রভাসের সালার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবি ঘিরে দর্শকদের যা প্রতিক্রিয়া তা দেখে বোঝাই যাচ্ছে এই উইকএন্ডে সালার বক্সঅফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হবে ৷ হায়দরাবাদে সালার প্রেক্ষাগৃহে মুক্তির আগে এক অনুরাগী একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন ৷ সেখানে তিনি তুলে ধরেন কীভাবে দর্শকরা ছবির উৎসব আনন্দ উদযাপনে নাচ করছেন ৷ সালার কাটআউটের সামনে পোজ দেওয়া থেকে শুরু করে আতসবাজি ফাটানো, সবকিছুই ধরা পড়েছে ভিডিয়োটিতে ৷

সোশাল মিডিয়ায় সালার রিভিউতে এক অনুরাগী লিখেছেন, "স্পেকটাকুলার এই ছবি ৷ দেবার চরিত্রে প্রভাসের জার্নি অসাধারণ ৷ টিপিক্যাল অ্যাকশন জার্নি থেকে বেরিয়ে পরিচালক প্রশান্ত নীল অন্য ধারা তুলে ধরেছেন ৷ ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত ৷ জগপতি বাবু ও সুকুমারন স্ক্রিনে নিজের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ৷"

আর এক অনুরাগী লিখেছেন, "এটা শুধু ছবি নয়, এটা একটা ইমোশন ৷ প্রভাসের মাস স্ক্রিন প্রেজেন্স, অ্যাকশন সিকোয়েন্স মুগ্ধ করবে সকলকে ৷" আবার কেউ লিখেছেন, "সিনে পর্দায় আবার ফিরে এসেছেন প্রভাস ৷ বছর শেষে ব্লকব্লাস্টার হতে চলেছে এই ছবি ৷"

'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের এই ছবি পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ৷ অর্থাৎ প্যান-ইন্ডিয়া এই ছবি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেয়েছে ৷ প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমরন ও শ্রুতি হাসানকে দেখা গিয়েছে মুখ্যচরিত্রে ৷ ছবির গল্পে ধরা দিয়েছে খানসার এলাকায় দেবা-বরধার জার্নি, যে চরিত্রে দেখা গিয়েছে প্রভাস ও সুকুমরনকে৷ ছবিতে বেশ কিছু নৃশংস দৃশ্য দেখানোর কারণে, সেন্সর বোর্ড থেকে দেওয়া হয়েছে এ সার্টিফিকেট ৷ সালার দেখার পর দর্শকদের দাবি, 'বাহুবলি'র পর এটি প্রভাসের অন্যতম একটি ছবি ৷

আরও পড়ুন

1. ডাঙ্কি, সালার-এর ভিড়ে হারিয়ে না যায় বাংলা সিনেমা; হলে গিয়ে প্রধান-কাবুলিওয়ালা দেখার আর্জি অঙ্কুশ, জিতুর

2. বিয়ে করছেন আরবাজ খান! পাত্রী বলিউডের তারকা মেক-আপ আর্টিস্ট, রইল বিস্তারিত পরিচয়

3. সিলভার স্ক্রিনে পা রাখলেন বিটাউনের 'স্টারকিড'রা, কেমন ছিল সেই জার্নি, ফিরে দেখা 2023

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.