ETV Bharat / entertainment

Pushpa 2 New Poster: 'পুষ্পা 2'-এর পোস্টারে চমক আল্লুর, নয়া অবতার ঝড় সোশাল দুনিয়ায় - Pushpa 2 New Poster

প্রকাশিত হয়েছে 'পুষ্পা:দ্য রুল'-এর পোস্টার ৷ সেখানে আল্লু আর্জুনের নয়া অবতার চমকে দিয়েছে দর্শকদের ৷

Etv Bharat
প্রকাশ্যে 'পুষ্পা:দ্য রুল'-এর নতুন পোস্টার
author img

By

Published : Apr 7, 2023, 9:56 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: 'যদি জঙ্গলে বাঘও দু'কদম পিছিয়ে যায়, বুঝতে হবে পুষ্পা এসেছে ৷' প্রতীক্ষার অবসান ৷ ফের একবার বড় পর্দায় রাজ করতে চলে এসেছে পুষ্পা ৷ প্রকাশ্যে এসেছে 'পুষ্পা:দ্য রুল'-এ সুপারস্টার আল্লু অর্জুনের লুক ৷ তার সঙ্গে সামনে এসেছে ছবির প্রথম পোস্টারও ৷ যা ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে নেটদুনিয়াকে ৷ আল্লুর নতুন লুক চমকে দিয়েছে দর্শকদের ৷ সোশাল মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন পর্দার 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুন ৷

জন্মদিনের একদিন আগেই অনুরাগীদের চমকে দিয়েছেন আল্লু ৷ নীল রঙের জরিপাড় শাড়ি, ব্লাউজে বাজুবন্ধ, গলায় ভারী হার, তার সঙ্গে লেবু ও গন্ধরাজফুলের মালা ৷ ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, দু'হাতে চুরি ৷ কিন্তু তাতে কী ! হাতে বন্দুক নিতে ভোলেননি পুষ্পা ৷ আল্লুর এই নয়া অবতার কয়েক সেকেন্ডের মধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷

শুক্রবার সকালেই মুক্তি পেয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবির দ্বিতীয় টিজার ৷ রশ্মিকা মন্দানার জন্মদিনে সামনে এসেছিল ছবির প্রথম ঝলক ৷ সেই টিজারে বড় প্রশ্ন ছিল পুষ্পা কোথায় ? সেই খোঁজ শেষ হয়েছে অবশেষে ৷ চন্দন কাঠের চোরা চালানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য় ৷ চোর-পুলিশ খেলায় পুষ্পার উত্থান তো ছিল কিন্তু তারপর ? দেখা যায় পুষ্পা নিখোঁজ ৷ পুলিশ তাকে খুঁজছে জঙ্গলে ৷ তিরুপতি জেল থেকে পালিয়েছে সে ৷ এরপর তাকে আর কোথাও দেখা যায়নি ৷ আটটা গুলি লেগেছে তার ৷ ফলে পুলিশ জানিয়ে দেয়, সে মৃত ৷ এরপর ? গল্পের নয়া মোড় দেখিয়ে দিয়েছে 'পুষ্পা : দ্য রুল' ছবির দ্বিতীয় টিজার ৷ পুষ্পা মারা যায়নি, বেঁচে রয়েছে ৷ টিজারের পর এবার পোস্টার সামনে আসতেই তা ট্রেন্ডিং সোশাল মাধ্যমে ৷ সেই লুক শেয়ার করে ক্যাপশনে আল্লু লিখেছেন, " পুষ্পা 2: দ্য রুল বিগিনস !"

আরও পড়ুন: আল্লুর জন্মদিনের আগেই মিলল নিখোঁজ পুষ্পার খবর

2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা: দ্যা রাইজ ৷ সুকুমার পরিচালিত এই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে ৷ প্রায় 373 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি ৷ এবার পুষ্পারাজ কতদূর পর্যন্ত যেতে পারে, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 7 এপ্রিল: 'যদি জঙ্গলে বাঘও দু'কদম পিছিয়ে যায়, বুঝতে হবে পুষ্পা এসেছে ৷' প্রতীক্ষার অবসান ৷ ফের একবার বড় পর্দায় রাজ করতে চলে এসেছে পুষ্পা ৷ প্রকাশ্যে এসেছে 'পুষ্পা:দ্য রুল'-এ সুপারস্টার আল্লু অর্জুনের লুক ৷ তার সঙ্গে সামনে এসেছে ছবির প্রথম পোস্টারও ৷ যা ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে নেটদুনিয়াকে ৷ আল্লুর নতুন লুক চমকে দিয়েছে দর্শকদের ৷ সোশাল মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন পর্দার 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুন ৷

জন্মদিনের একদিন আগেই অনুরাগীদের চমকে দিয়েছেন আল্লু ৷ নীল রঙের জরিপাড় শাড়ি, ব্লাউজে বাজুবন্ধ, গলায় ভারী হার, তার সঙ্গে লেবু ও গন্ধরাজফুলের মালা ৷ ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, দু'হাতে চুরি ৷ কিন্তু তাতে কী ! হাতে বন্দুক নিতে ভোলেননি পুষ্পা ৷ আল্লুর এই নয়া অবতার কয়েক সেকেন্ডের মধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷

শুক্রবার সকালেই মুক্তি পেয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবির দ্বিতীয় টিজার ৷ রশ্মিকা মন্দানার জন্মদিনে সামনে এসেছিল ছবির প্রথম ঝলক ৷ সেই টিজারে বড় প্রশ্ন ছিল পুষ্পা কোথায় ? সেই খোঁজ শেষ হয়েছে অবশেষে ৷ চন্দন কাঠের চোরা চালানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য় ৷ চোর-পুলিশ খেলায় পুষ্পার উত্থান তো ছিল কিন্তু তারপর ? দেখা যায় পুষ্পা নিখোঁজ ৷ পুলিশ তাকে খুঁজছে জঙ্গলে ৷ তিরুপতি জেল থেকে পালিয়েছে সে ৷ এরপর তাকে আর কোথাও দেখা যায়নি ৷ আটটা গুলি লেগেছে তার ৷ ফলে পুলিশ জানিয়ে দেয়, সে মৃত ৷ এরপর ? গল্পের নয়া মোড় দেখিয়ে দিয়েছে 'পুষ্পা : দ্য রুল' ছবির দ্বিতীয় টিজার ৷ পুষ্পা মারা যায়নি, বেঁচে রয়েছে ৷ টিজারের পর এবার পোস্টার সামনে আসতেই তা ট্রেন্ডিং সোশাল মাধ্যমে ৷ সেই লুক শেয়ার করে ক্যাপশনে আল্লু লিখেছেন, " পুষ্পা 2: দ্য রুল বিগিনস !"

আরও পড়ুন: আল্লুর জন্মদিনের আগেই মিলল নিখোঁজ পুষ্পার খবর

2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা: দ্যা রাইজ ৷ সুকুমার পরিচালিত এই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে ৷ প্রায় 373 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি ৷ এবার পুষ্পারাজ কতদূর পর্যন্ত যেতে পারে, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.