ETV Bharat / entertainment

Ponniyin Selvan 2 BO Collection: প্রথম দিনে বক্স অফিসে কেমন রিপোর্ট ঐশ্বর্যর 'পন্নিয়ান সেলভান 2' ছবির? - বক্স অফিসে কেমন রিপোর্ট ঐশ্বর্য পিএস 2 ছবির

প্রথম দিনেই 32 কোটি টাকা ঘরে তুলল মনি রত্নমের মহাকাব্যিক ছবি 'পন্নিয়ান সেলভান 2' । গত 28 এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি ।

Ponniyin Selvan 2 Box Office Collection
প্রথম দিনেই 32 কোটির ব্যবসা করে ফেলল পন্নিয়ান সেলভান 2
author img

By

Published : Apr 29, 2023, 7:46 PM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল: পরিচালক মনিরত্নমের তৈরি মহাকাব্যিক ছবি 'পন্নিয়ান সেলভান'-এর পরবর্তী পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার । এই ছবি নিয়ে সমালোচকদের মত ছিল বেশ ভালো আর এবার দেখা গেল প্রথম দিনে বক্স অফিসেও বেশ ভালোই আয় করল এই ছবি । প্রথম দিনেই 32 কোটি টাকার ব্য়বসা দিয়েছে ঐশ্বর্যর এই ছবি । দক্ষিণ ভারতে অবশ্য বিপুল সাফল্য় পেয়েছিল এই ছবির প্রথম ভাগও । এবার দ্বিতীয় পর্বটিও নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছে বক্স অফিসে ।

ইন্ডাস্ট্রি ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, 'পিএস 2' তামিল বলয়ে প্রায় 59.94 শতাংশ 'হল অকুপেন্সি' পেয়েছে । অন্য়দিকে হিন্দি বলয়ে সেই হার মাত্র 10.20 শতাংশ আবার মালয়ালম বলয়ে 'হল অকুপেন্সি' 33.23 শতাংশ । এবছরের নিরিখে দেখতে হলে প্রথম দিনে দক্ষিণী বলয়ে 'থুনিভি' ছবির পর সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি । তবে এই ছবি ইতিমধ্য়েই 'ভারিসু'-র মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছে ।

ট্রেড অ্য়ানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, 'পন্নিয়ান সেলভান 2' আমেরিকায় শুক্রবারে মুক্তি পাওয়া সেরা দশটি ছবির তালিকাতে রয়েছে তিন নম্বরে । এছাড়া মালেশিয়া, সিঙ্গাপুর এবং আরব আমিরশাহীতেও বেশ ভালো ব্য়বসা করছে এই ছবি । এই ছবির প্রথম পর্বটি তৈরি হয়েছিল কল্কি কৃষ্ণমূর্তির 'পন্নিয়ান সেলভান' উপন্যাস থেকে । গতবছর সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল এই ছবিটি ।

চোল রাজ বংশের এই কাহিনি রীতিমতো মন কেড়েছিল দর্শকের । প্রথম দক্ষিণী ছবি হিসাবে শুধুমাত্র বিদেশে 80 কোটি টাকা আয় করেছিল মনিরত্নমের এই ব্লকবাস্টার । শুধু তাই নয় সারা বিশ্বের আয় মিলিয়ে দেখলে 500 কোটিরও বেশি আয় করেছিল এই ছবি । এখন 'পিএস 2' নিয়েও বেশ উচ্ছ্বসিত দর্শকরা । অনেকেরই আশা এই ছবি বেশ ভালো আয়ই করবে বক্স অফিসে ।

আরও পড়ুন: সীতা নবমীতে সামনে এল জানকী রূপী কৃতির নতুন পোস্টার

হায়দরাবাদ, 29 এপ্রিল: পরিচালক মনিরত্নমের তৈরি মহাকাব্যিক ছবি 'পন্নিয়ান সেলভান'-এর পরবর্তী পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার । এই ছবি নিয়ে সমালোচকদের মত ছিল বেশ ভালো আর এবার দেখা গেল প্রথম দিনে বক্স অফিসেও বেশ ভালোই আয় করল এই ছবি । প্রথম দিনেই 32 কোটি টাকার ব্য়বসা দিয়েছে ঐশ্বর্যর এই ছবি । দক্ষিণ ভারতে অবশ্য বিপুল সাফল্য় পেয়েছিল এই ছবির প্রথম ভাগও । এবার দ্বিতীয় পর্বটিও নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছে বক্স অফিসে ।

ইন্ডাস্ট্রি ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, 'পিএস 2' তামিল বলয়ে প্রায় 59.94 শতাংশ 'হল অকুপেন্সি' পেয়েছে । অন্য়দিকে হিন্দি বলয়ে সেই হার মাত্র 10.20 শতাংশ আবার মালয়ালম বলয়ে 'হল অকুপেন্সি' 33.23 শতাংশ । এবছরের নিরিখে দেখতে হলে প্রথম দিনে দক্ষিণী বলয়ে 'থুনিভি' ছবির পর সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি । তবে এই ছবি ইতিমধ্য়েই 'ভারিসু'-র মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছে ।

ট্রেড অ্য়ানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, 'পন্নিয়ান সেলভান 2' আমেরিকায় শুক্রবারে মুক্তি পাওয়া সেরা দশটি ছবির তালিকাতে রয়েছে তিন নম্বরে । এছাড়া মালেশিয়া, সিঙ্গাপুর এবং আরব আমিরশাহীতেও বেশ ভালো ব্য়বসা করছে এই ছবি । এই ছবির প্রথম পর্বটি তৈরি হয়েছিল কল্কি কৃষ্ণমূর্তির 'পন্নিয়ান সেলভান' উপন্যাস থেকে । গতবছর সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল এই ছবিটি ।

চোল রাজ বংশের এই কাহিনি রীতিমতো মন কেড়েছিল দর্শকের । প্রথম দক্ষিণী ছবি হিসাবে শুধুমাত্র বিদেশে 80 কোটি টাকা আয় করেছিল মনিরত্নমের এই ব্লকবাস্টার । শুধু তাই নয় সারা বিশ্বের আয় মিলিয়ে দেখলে 500 কোটিরও বেশি আয় করেছিল এই ছবি । এখন 'পিএস 2' নিয়েও বেশ উচ্ছ্বসিত দর্শকরা । অনেকেরই আশা এই ছবি বেশ ভালো আয়ই করবে বক্স অফিসে ।

আরও পড়ুন: সীতা নবমীতে সামনে এল জানকী রূপী কৃতির নতুন পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.