ETV Bharat / entertainment

Police Stop Rahman Concert: পুনেতে মঞ্চে উঠে রহমানের কনসার্ট থামাল পুলিশ, কেন ?

পুনেতে মঞ্চে উঠে গিয়ে অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমানের কনসার্ট থামিয়ে দিল পুলিশ ৷ রাত 10টার ডেডলাইন পেরিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠান থামানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

Rahman Concert ETV Bharat
এআর রহমান
author img

By

Published : May 1, 2023, 8:01 PM IST

পুনে, 1 মে: রাত 10টা পর্যন্ত ছিল ডেডলাইন ৷ তার মধ্যেই শেষ করতে হবে শো ৷ তবে মঞ্চে যখন অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান, তখন কী আর ঘড়ির দিকে খেয়াল থাকে ? ফলে যা হওয়ার তাই হল ৷ পেরিয়ে গেল ঘড়ির কাঁটা ৷ আর সেই কারণে পুনেতে মাঝপথেই রহমানের কনসার্ট বন্ধ করে দিল পুলিশ ৷ অনুষ্ঠানের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন ৷ পুলিশ আয়োজকদের না বলে, সরাসরি মঞ্চে উঠে রহমানের মতো সংগীতশিল্পীকে গান বন্ধ করতে বলায় এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে অনেকের মধ্যে ৷

রবিবার পুনেতে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার পরে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, একজন পুলিশ অফিসার মঞ্চে হেঁটে গিয়ে রহমান ও অন্যান্য শিল্পী এবং সংগঠকদের গানের অনুষ্ঠানটি বন্ধ করতে বলেছেন ৷ কারণ ততক্ষণে 10টা বেজে গিয়েছে । পেরিয়ে গিয়েছে ডেডলাইন ৷

পুনের রাজা বাহাদুর মিলস-এ অনুষ্ঠিত এআর রহমানের লাইভ কনসার্টে তিল ধারণের জায়গা ছিল না ৷ বান্ডগার্ডেন থানার ইনস্পেক্টর সন্তোষ পাতিল বলেন, "রাত 10টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় আমরা তাঁকে (রহমান) এবং অন্যান্য শিল্পীদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলি । তাঁরা নির্দেশ অনুসরণ করেন এবং শো বন্ধ করে দেন ৷" এই পুলিশকর্মীকেই ভিডিয়োতে দেখা গিয়েছে, যিনি রহমানকে ও অন্যান্য শিল্পীদের শো বন্ধ করতে বলেন । সেই সময় ঘড়ির দিকে ইঙ্গিত করে সময় দেখান তিনি ৷

এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা । সোমবার এই কনসার্টের কথা টুইটারে তুলে ধরেছেন 56 বছর বয়সি শিল্পী ৷ তিনি কনসার্টের ছবি পোস্ট করে "একটি রোলার কোস্টার কনসার্ট" চলাকালীন "সমস্ত ভালোবাসা এবং উচ্ছ্বাস" এর জন্য পুনেকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু শো বন্ধ হওয়ার ঘটনাটি উল্লেখ করেননি তিনি।

টুইটে তিনি লিখেছেন, "পুনে ! গত রাতে সমস্ত ভালোবাসা এবং উচ্ছ্বাসের জন্য আপনাদের ধন্যবাদ ! এমন একটি রোলার কোস্টার কনসার্ট ছিল ! আশ্চর্যের কিছু নেই যে পুনে শাস্ত্রীয় সঙ্গীতের আবাস ! আমরা শীঘ্রই আবার আপনাদের সঙ্গে গান গাইতে ফিরে আসব !"

রহমানের ঘনিষ্ঠ একজন সহকারী অবশ্য বলেছেন যে, সংগীতের জন্য বিশ্বজুড়ে পরিচিত পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রহমানকে সরাসরি শো বন্ধ করতে বলার পরিবর্তে পুলিশ আয়োজকদের সঙ্গে কথা বলতে পারত ৷ ওই সহকারীর কথায়, "কারফিউ টাইম ছিল 10টা কিন্তু তাঁরা বলেন যে, এটি শেষ গান এবং মাত্র এক মিনিট বাকি । পুলিশ কর্মকর্তা মঞ্চে গিয়ে তাঁর দিকে আঙুল তুলে রহমানকে সরাসরি থামতে বললেন । পুলিশের আয়োজক বা অন্য কন্ট্রোল বুথের সঙ্গে কথা বলা উচিত ছিল ।"

আরও পড়ুন: স্ট্রিট হিপ-হপ ডান্সারদের সঙ্গে ছবির প্রথম গান উদযাপনে টিম 'আবার বিবাহ অভিযান'

পুনে, 1 মে: রাত 10টা পর্যন্ত ছিল ডেডলাইন ৷ তার মধ্যেই শেষ করতে হবে শো ৷ তবে মঞ্চে যখন অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান, তখন কী আর ঘড়ির দিকে খেয়াল থাকে ? ফলে যা হওয়ার তাই হল ৷ পেরিয়ে গেল ঘড়ির কাঁটা ৷ আর সেই কারণে পুনেতে মাঝপথেই রহমানের কনসার্ট বন্ধ করে দিল পুলিশ ৷ অনুষ্ঠানের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন ৷ পুলিশ আয়োজকদের না বলে, সরাসরি মঞ্চে উঠে রহমানের মতো সংগীতশিল্পীকে গান বন্ধ করতে বলায় এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে অনেকের মধ্যে ৷

রবিবার পুনেতে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার পরে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, একজন পুলিশ অফিসার মঞ্চে হেঁটে গিয়ে রহমান ও অন্যান্য শিল্পী এবং সংগঠকদের গানের অনুষ্ঠানটি বন্ধ করতে বলেছেন ৷ কারণ ততক্ষণে 10টা বেজে গিয়েছে । পেরিয়ে গিয়েছে ডেডলাইন ৷

পুনের রাজা বাহাদুর মিলস-এ অনুষ্ঠিত এআর রহমানের লাইভ কনসার্টে তিল ধারণের জায়গা ছিল না ৷ বান্ডগার্ডেন থানার ইনস্পেক্টর সন্তোষ পাতিল বলেন, "রাত 10টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় আমরা তাঁকে (রহমান) এবং অন্যান্য শিল্পীদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলি । তাঁরা নির্দেশ অনুসরণ করেন এবং শো বন্ধ করে দেন ৷" এই পুলিশকর্মীকেই ভিডিয়োতে দেখা গিয়েছে, যিনি রহমানকে ও অন্যান্য শিল্পীদের শো বন্ধ করতে বলেন । সেই সময় ঘড়ির দিকে ইঙ্গিত করে সময় দেখান তিনি ৷

এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা । সোমবার এই কনসার্টের কথা টুইটারে তুলে ধরেছেন 56 বছর বয়সি শিল্পী ৷ তিনি কনসার্টের ছবি পোস্ট করে "একটি রোলার কোস্টার কনসার্ট" চলাকালীন "সমস্ত ভালোবাসা এবং উচ্ছ্বাস" এর জন্য পুনেকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু শো বন্ধ হওয়ার ঘটনাটি উল্লেখ করেননি তিনি।

টুইটে তিনি লিখেছেন, "পুনে ! গত রাতে সমস্ত ভালোবাসা এবং উচ্ছ্বাসের জন্য আপনাদের ধন্যবাদ ! এমন একটি রোলার কোস্টার কনসার্ট ছিল ! আশ্চর্যের কিছু নেই যে পুনে শাস্ত্রীয় সঙ্গীতের আবাস ! আমরা শীঘ্রই আবার আপনাদের সঙ্গে গান গাইতে ফিরে আসব !"

রহমানের ঘনিষ্ঠ একজন সহকারী অবশ্য বলেছেন যে, সংগীতের জন্য বিশ্বজুড়ে পরিচিত পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রহমানকে সরাসরি শো বন্ধ করতে বলার পরিবর্তে পুলিশ আয়োজকদের সঙ্গে কথা বলতে পারত ৷ ওই সহকারীর কথায়, "কারফিউ টাইম ছিল 10টা কিন্তু তাঁরা বলেন যে, এটি শেষ গান এবং মাত্র এক মিনিট বাকি । পুলিশ কর্মকর্তা মঞ্চে গিয়ে তাঁর দিকে আঙুল তুলে রহমানকে সরাসরি থামতে বললেন । পুলিশের আয়োজক বা অন্য কন্ট্রোল বুথের সঙ্গে কথা বলা উচিত ছিল ।"

আরও পড়ুন: স্ট্রিট হিপ-হপ ডান্সারদের সঙ্গে ছবির প্রথম গান উদযাপনে টিম 'আবার বিবাহ অভিযান'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.