হায়দরাবাদ, 23 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপাতত রয়েছেন আমেরিকা সফরে ৷ সম্প্রতি আমেরিকার হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল ৷ এর ঠিক আগেই এদিন মার্কিন পার্লামেন্টে ভাষণও দেন প্রধানমন্ত্রী মোদি । ভাষণে তিনি যেমন দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করেন তেমনই উল্লেখ করেন বেশকিছু ছবির কথাও ৷ দক্ষিণি পরিচালক এসএস রাজামৌলির 'আরআরআর' ছবির অস্কার বিজয়ী গান 'নাতু-নাতু'র পাশাপাশি এদিন 'স্পাইডারম্যান' ছবির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷
রাষ্ট্রীয় নৈশভোজের আগে মার্কিন পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি । তাঁর ভাষণে প্রধানমন্ত্রী জানান, আজকাল আমেরিকার বাচ্চারা তো 'নাতু-নাতু' গানের রীতিমতো ভক্ত হয়ে উঠেছে ৷ তারা যেমন এই গানে নাচছে তেমনই আবার অন্যদিকে ভারতীয় বাচ্চারা স্পাইডারম্যানের ভক্ত হয়ে উঠেছে ৷ তারাও হ্যালোউইন অনুষ্ঠান উদযাপন করছে স্পাইডারম্যানের পোশাক পড়ে ৷ তাই দুই দেশের সংস্কৃতি এভাবেই মিলে মিশে এক হয়ে গিয়েছে ৷
প্রধানমন্ত্রীর এই বক্তব্য এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ প্রসঙ্গত, এবছর ভারতে এসেছে দু'টি অস্কার পুরস্কার ৷ একদিকে যেমন প্রযোজক গুনিত মোঙ্গা এবং পরিচালক কার্তিকি গোনসালভেসের শর্ট ডকুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবিটি অস্কার জিতে নিয়েছে ৷ আবার তেমনই অন্য়দিকে 'সেরা মৌলিক গান' হিসাবে অস্কার জিতেছে 'নাতু-নাতু'ও ৷ অবশ্য শুধু অস্কারই নয় 'আরআরআর' ছবির এই গান আরও বেশ কতকগুলি পুরস্কার জিতে নিয়েছে এই বছর ৷
আরও পড়ুন:'বাঘা যতীন' ছবির হিন্দি পোস্টার নিয়ে হাজির দেব, টিনসেল টাউনে পাড়ি মহানায়কের ?
আর তারপর থেকেই 'আরআরআর' ছবি এবং এই ছবির বিখ্যাত গান 'নাতু-নাতু' এখন দেশ-বিদেশ জুড়ে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এখন ভারত শুধু নয় বিদেশেও বেশ পরিচিত নাম রাজামৌলি ৷ এবার প্রধানমন্ত্রীর মুখেও দুই দেশের সম্প্রীতি সংক্রান্ত আলোচনায় উঠে এল এই গানটির কথা ৷ একইসঙ্গে 'স্পাইডারম্য়ান' ছবির জনপ্রিয়তার কথাও উল্লেখ করতে ভুল করেননি তিনি ৷