ETV Bharat / entertainment

বিয়ের রাত কাটতেই না কাটতেই হাসপাতালে পরমপত্নী, কী হল পিয়ার ? - পরমব্রতর স্ত্রী পিয়া

Piya Chakraborty Hospitalized: বিয়ের রাত কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হল পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তীকে ৷ আজ বিকেলেই অপারেশন ৷

Etv Bharat
হাসপাতালে ভর্তি পরমের স্ত্রী পিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 3:29 PM IST

Updated : Nov 28, 2023, 4:30 PM IST

কলকাতা, 28 নভেম্বর: বিয়ের একদিন কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হল পরমব্রত'র স্ত্রী পিয়া চক্রবর্তীকে। সূত্রের খবর, এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরমের স্ত্রী । জানা গিয়েছে, কিডনিতে পাথর রয়েছে তাঁর। বিয়ের আগের দিনও এই কারণে হাসপাতালে যেতে হয়েছিল পিয়াকে। কেননা কিডনির এই পাথরটি অনেকদিন ধরেই ভোগাচ্ছে তাঁকে। জানা গিয়েছে এর আগে চেক আপ করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। শুক্রবারই বিকেলে পিয়ার অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন পরমব্রত।

সূত্রের খবর, পিয়া অনেকদিন ধরেই ভুগছিলেন কিডনিতে পাথরের সমস্যায়। শারীরিক অস্বস্তি নিয়েই 27 নভেম্বর আইনি বিবাহ সারেন পিয়া চক্রবর্তী। পরম-পিয়ার বিয়েতে নিমন্ত্রিত হিসেবে ছিলেন তাঁদের খুব কাছের আত্মীয়স্বজন এবং জনাকয়েক বন্ধুবান্ধব। পরম এদিন সাংবাদিকদের বলেন, "এটা খুব ব্যক্তিগত একটা ব্যাপার। তাই ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। পরে বড় করে কিছু অনুষ্ঠান করার ইচ্ছা আছে।"

পিয়ার সাজপোশাকেও বিশেষ আড়ম্বর ছিল না বিয়ের দিন। সকালে সাদা হ্যান্ডলুম শাড়ি আর রাতেও খুব ছিমছাম সাজেই সেজেছিলেন পিয়া। তবে আনন্দের আবহে আচমকাই তাল কাটে ৷ রাত পোহাতে না পোহাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে ৷ আজ বিকেলেই হবে অস্ত্রোপচার। নতুন জীবন জমিয়ে শুরু করার আগে কিডনির এই অযাচিত পাথরটিকে সরিয়ে ফেলতে চান পিয়া। ব্যথা বেদনা দূরে ঠেলে এরপর শুধুই ভালো থাকা।

উল্লেখ্য, সোমবার আচমকাই টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রতর বিয়ের খবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ কিনতু সেই খবর আদৌ কতটা সত্য, তা নিয়ে সকলেই হয়ে পড়েন বেশ সন্দিহান ৷ কারণ এর আগেও পরমব্রতর বিয়ের ভুয়ো খবর ছড়িয়েছে ৷ তবে শেষপর্যন্ত আইবুড়ো তকমা ঘুচিয়েছেন অভিনেতা পরম ৷

আরও পড়ুন:

1. সাজগোজে নেই চাকচিক্য, ছিমছাম পোশাকে বিয়ে সারলেন 'পরমপিয়া'; দেখে নিন নয়া টলি লাভবার্ডস'কে

2. টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা

3. 16 বছর পর কফি কাউচে রানি-কাজল, করণকে 'এক্সপোজ' করার হুমকি!

কলকাতা, 28 নভেম্বর: বিয়ের একদিন কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হল পরমব্রত'র স্ত্রী পিয়া চক্রবর্তীকে। সূত্রের খবর, এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরমের স্ত্রী । জানা গিয়েছে, কিডনিতে পাথর রয়েছে তাঁর। বিয়ের আগের দিনও এই কারণে হাসপাতালে যেতে হয়েছিল পিয়াকে। কেননা কিডনির এই পাথরটি অনেকদিন ধরেই ভোগাচ্ছে তাঁকে। জানা গিয়েছে এর আগে চেক আপ করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। শুক্রবারই বিকেলে পিয়ার অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন পরমব্রত।

সূত্রের খবর, পিয়া অনেকদিন ধরেই ভুগছিলেন কিডনিতে পাথরের সমস্যায়। শারীরিক অস্বস্তি নিয়েই 27 নভেম্বর আইনি বিবাহ সারেন পিয়া চক্রবর্তী। পরম-পিয়ার বিয়েতে নিমন্ত্রিত হিসেবে ছিলেন তাঁদের খুব কাছের আত্মীয়স্বজন এবং জনাকয়েক বন্ধুবান্ধব। পরম এদিন সাংবাদিকদের বলেন, "এটা খুব ব্যক্তিগত একটা ব্যাপার। তাই ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। পরে বড় করে কিছু অনুষ্ঠান করার ইচ্ছা আছে।"

পিয়ার সাজপোশাকেও বিশেষ আড়ম্বর ছিল না বিয়ের দিন। সকালে সাদা হ্যান্ডলুম শাড়ি আর রাতেও খুব ছিমছাম সাজেই সেজেছিলেন পিয়া। তবে আনন্দের আবহে আচমকাই তাল কাটে ৷ রাত পোহাতে না পোহাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে ৷ আজ বিকেলেই হবে অস্ত্রোপচার। নতুন জীবন জমিয়ে শুরু করার আগে কিডনির এই অযাচিত পাথরটিকে সরিয়ে ফেলতে চান পিয়া। ব্যথা বেদনা দূরে ঠেলে এরপর শুধুই ভালো থাকা।

উল্লেখ্য, সোমবার আচমকাই টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রতর বিয়ের খবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ কিনতু সেই খবর আদৌ কতটা সত্য, তা নিয়ে সকলেই হয়ে পড়েন বেশ সন্দিহান ৷ কারণ এর আগেও পরমব্রতর বিয়ের ভুয়ো খবর ছড়িয়েছে ৷ তবে শেষপর্যন্ত আইবুড়ো তকমা ঘুচিয়েছেন অভিনেতা পরম ৷

আরও পড়ুন:

1. সাজগোজে নেই চাকচিক্য, ছিমছাম পোশাকে বিয়ে সারলেন 'পরমপিয়া'; দেখে নিন নয়া টলি লাভবার্ডস'কে

2. টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা

3. 16 বছর পর কফি কাউচে রানি-কাজল, করণকে 'এক্সপোজ' করার হুমকি!

Last Updated : Nov 28, 2023, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.