ETV Bharat / entertainment

Pathaan Pre Booking in Overseas: প্রি বুকিংয়ে সাড়া ফেলল শাহরুখ-দীপিকার 'পাঠান', টিকিট বিকোলো কত? - SRK New Action Film Pathaan

অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলল 'পাঠান' ৷ শাহরুখের এই নতুন ছবির প্রথম দিনের কয়েক হাজার টিকিট বিকোলো জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আরব আমিরশাহীতে (Pathaan box office Collection in overseas market) ৷

Pathaan Pre Booking in Overseas
বিদেশে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সাড়া ফেলল 'পাঠান'
author img

By

Published : Jan 18, 2023, 12:46 PM IST

হায়দরাবাদ, 18 জানুয়ারি: ভারতে 'পাঠান'-এর অগ্রিম বুকিং শুরু হবে আগামী 20 জানুয়ারি থেকে ৷ তবে বিদেশে এই ছবির অগ্রিম বুকিং ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ আর সেখানে দারুণ সাড়া ফেলল এসআরকের এই আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ৷ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আরব আমিরশাহীতে এই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে (Pathaan overseas advance booking )৷

জার্মানিতে এই ছবির প্রি-বুকিং একমাস আগেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল যশরাজ ফিল্মস (Pathaan box office Collection in overseas market )৷ জানা গিয়েছে যে সাড়া মিলেছে তা সত্যিই দারুণ ৷ জার্মানিতে ইতিমধ্য়েই 8500 টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ যার মধ্য়ে প্রথমদিনের জন্য়ই টিকিট বিক্রি হয়ে গিয়েছে 4000 ৷ এই টিকিটের মোট মূল্য হল 1,25000 ইউরো ৷ অন্যদিকে আরব আমরশাহীতেও প্রথম দিনের জন্য ইতিমধ্যেই 3500 টিকিট বিক্রি হয়েছে ৷ এমনিতেই দুবাই তথা আরব আমিরশাহীতে দারুণ ফ্যানবেস রয়েছে এসআরকের ৷

অস্ট্রেলিয়াতেও ভালো সাড়া ফেলেছে 'পাঠান' ৷ অস্ট্রেলিয়ায় 26 জানুয়ারি অর্থাৎ অস্ট্রেলিয়া দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সরকারি ছুটির দিনে শাহরুখের এই ছবি দেখতে ইতিমধ্য়ে টিকিট বুক করে ফেলেছেন তিন হাজারেরও বেশি মানুষ ৷ গত 10 জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক ভারতীয় গুপ্তচরের গল্প ৷ আর এই স্পাইয়ের চরিত্রেই অভিনয় করবেন বলিউডের বাদশা (SRK New Action Film Pathaan )৷

আরও পড়ুন: 'সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য নয়', বিজেপির নেতা কর্মীদের বার্তা মোদির

তাঁর বিপরীতে ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে ৷ জন এখানে অভিনয় করতে চলেছেন একটি নেগেটিভ চরিত্রে ৷ 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকাও ৷ এর আগে 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো ব্লক বাস্টার হিট ছবি উপহার দিয়েছে এই জুটি ৷ হিন্দি, তামিল এবং তেলুগু এই তিন ভাষায় আগামী 25 জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান'।

হায়দরাবাদ, 18 জানুয়ারি: ভারতে 'পাঠান'-এর অগ্রিম বুকিং শুরু হবে আগামী 20 জানুয়ারি থেকে ৷ তবে বিদেশে এই ছবির অগ্রিম বুকিং ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ আর সেখানে দারুণ সাড়া ফেলল এসআরকের এই আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ৷ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আরব আমিরশাহীতে এই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে (Pathaan overseas advance booking )৷

জার্মানিতে এই ছবির প্রি-বুকিং একমাস আগেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল যশরাজ ফিল্মস (Pathaan box office Collection in overseas market )৷ জানা গিয়েছে যে সাড়া মিলেছে তা সত্যিই দারুণ ৷ জার্মানিতে ইতিমধ্য়েই 8500 টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ যার মধ্য়ে প্রথমদিনের জন্য়ই টিকিট বিক্রি হয়ে গিয়েছে 4000 ৷ এই টিকিটের মোট মূল্য হল 1,25000 ইউরো ৷ অন্যদিকে আরব আমরশাহীতেও প্রথম দিনের জন্য ইতিমধ্যেই 3500 টিকিট বিক্রি হয়েছে ৷ এমনিতেই দুবাই তথা আরব আমিরশাহীতে দারুণ ফ্যানবেস রয়েছে এসআরকের ৷

অস্ট্রেলিয়াতেও ভালো সাড়া ফেলেছে 'পাঠান' ৷ অস্ট্রেলিয়ায় 26 জানুয়ারি অর্থাৎ অস্ট্রেলিয়া দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সরকারি ছুটির দিনে শাহরুখের এই ছবি দেখতে ইতিমধ্য়ে টিকিট বুক করে ফেলেছেন তিন হাজারেরও বেশি মানুষ ৷ গত 10 জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক ভারতীয় গুপ্তচরের গল্প ৷ আর এই স্পাইয়ের চরিত্রেই অভিনয় করবেন বলিউডের বাদশা (SRK New Action Film Pathaan )৷

আরও পড়ুন: 'সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য নয়', বিজেপির নেতা কর্মীদের বার্তা মোদির

তাঁর বিপরীতে ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে ৷ জন এখানে অভিনয় করতে চলেছেন একটি নেগেটিভ চরিত্রে ৷ 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকাও ৷ এর আগে 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো ব্লক বাস্টার হিট ছবি উপহার দিয়েছে এই জুটি ৷ হিন্দি, তামিল এবং তেলুগু এই তিন ভাষায় আগামী 25 জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.