ETV Bharat / entertainment

Pathaan box office collection: সতেরো দিনে 900 কোটির ক্লাবে 'পাঠান', বক্স অফিসে অব্যাহত কিং খান ম্যাজিক - shah rukh khan news

17 দিন ধরে বক্স অফিসে রাজ করে চলেছে 'পাঠান' ৷ এবার 900 কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি ৷ 17 দিনে বিশ্বব্যাপী এই ছবি আয় করেছে মোট 901 কোটি টাকা (Pathaan worldwide gross box office )৷

Etv Bharat
17 দিন ধরে বক্স অফিসে রাজ করে চলেছে পাঠান
author img

By

Published : Feb 11, 2023, 9:41 PM IST

মুম্বই, 11 ফেব্রুয়ারি: 17তম দিনেও বক্স অফিসে অব্যাহত পাঠাননামা ৷ এবার বিশ্বব্যাপী আয়ের নিরিখে 900 কোটির ক্লাবেও জায়গা করে নিল শাহরুখের এই ছবি ৷ কিং খানের এই কামব্যাক অ্যাকশন এন্টারটেইনার নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ফ্যানেরা সকলেই ৷ কারণ এই ছবির সাফল্য় তো এসআরকের সাফল্য় নয় বরং গোটা বলিউডের ঘুরে দাঁড়ানোর মূর্চ্ছনা রয়েছে এই রয়েছে 'পাঠান'-এর সাফল্যে ৷ আর তাই শাহরুখের এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ প্রযোজনা সংস্থা যশরাজ রাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে, এই ছবি বিশ্ব ব্যাপী ইতিমধ্য়েই আয় করেছে 901 কোটি টাকা (Pathaan worldwide gross box office) ৷

শনিবার সোশাল মিডিয়ায় এই আয়ের হিসাব শেয়ার করেছেন নির্মাতারা ৷ রিপোর্ট কার্ড বলছে, বিশ্বব্যাপী মোট এই ছবি আয় করেছে 342.60 কোটি টাাকা ৷ আর অন্যদিকে শুধু ভারতে এই ছবির আয় 558.40 কোটি টাকা ৷ ওয়াইআরফের দাবি, হিন্দি ছবি হিসাবে বিদেশে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি ৷ শাহরুখ-দীপিকার সঙ্গেই এই ছবিতে আরও রয়েছেন জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া ৷

এই ছবির মাধ্যমে চতুর্থ স্পাই ইউনিভার্স তৈরি করল যশ রাজ ফিল্মস ৷ এর আগে সলমনকে দু'বার দেখা গিয়েছে গুপ্তচরের চরিত্রে ৷ 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' দুটি ছবিই ছিল সুপারহিট ৷ আর রয়েছেন কবীর অর্থাৎ হৃতিক রোশন ৷ 'ওয়ার' ছবিতে তিনিও অভিনয় করেছেন একজন গুপ্তচরের ভূমিকায় ৷ তাঁদের এই স্পাই ইউনিভার্স নিয়ে যথেষ্ট আশাবাদী এই প্রযোজনা সংস্থা তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা হবে কি না জানেন না, প্রমিস ডে-তে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ অঙ্কুশ

আর এই কারণেই 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে সলমনকেও ব্যবহার করেছিলেন তাঁরা ৷ আগামী সলমনের 'টাইগার 3' ছবিতেও দেখা যাবে শাহরুখকে ৷ শাহরুখের হাতে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে এই মুহূর্তে ৷ একদিকে যেমন তিনি দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'জওয়ান' ছবিতে, তেমনই তাঁকে তাপসী পান্নুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে 'ডানকি' ছবিতে ৷

মুম্বই, 11 ফেব্রুয়ারি: 17তম দিনেও বক্স অফিসে অব্যাহত পাঠাননামা ৷ এবার বিশ্বব্যাপী আয়ের নিরিখে 900 কোটির ক্লাবেও জায়গা করে নিল শাহরুখের এই ছবি ৷ কিং খানের এই কামব্যাক অ্যাকশন এন্টারটেইনার নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ফ্যানেরা সকলেই ৷ কারণ এই ছবির সাফল্য় তো এসআরকের সাফল্য় নয় বরং গোটা বলিউডের ঘুরে দাঁড়ানোর মূর্চ্ছনা রয়েছে এই রয়েছে 'পাঠান'-এর সাফল্যে ৷ আর তাই শাহরুখের এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ প্রযোজনা সংস্থা যশরাজ রাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে, এই ছবি বিশ্ব ব্যাপী ইতিমধ্য়েই আয় করেছে 901 কোটি টাকা (Pathaan worldwide gross box office) ৷

শনিবার সোশাল মিডিয়ায় এই আয়ের হিসাব শেয়ার করেছেন নির্মাতারা ৷ রিপোর্ট কার্ড বলছে, বিশ্বব্যাপী মোট এই ছবি আয় করেছে 342.60 কোটি টাাকা ৷ আর অন্যদিকে শুধু ভারতে এই ছবির আয় 558.40 কোটি টাকা ৷ ওয়াইআরফের দাবি, হিন্দি ছবি হিসাবে বিদেশে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি ৷ শাহরুখ-দীপিকার সঙ্গেই এই ছবিতে আরও রয়েছেন জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া ৷

এই ছবির মাধ্যমে চতুর্থ স্পাই ইউনিভার্স তৈরি করল যশ রাজ ফিল্মস ৷ এর আগে সলমনকে দু'বার দেখা গিয়েছে গুপ্তচরের চরিত্রে ৷ 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' দুটি ছবিই ছিল সুপারহিট ৷ আর রয়েছেন কবীর অর্থাৎ হৃতিক রোশন ৷ 'ওয়ার' ছবিতে তিনিও অভিনয় করেছেন একজন গুপ্তচরের ভূমিকায় ৷ তাঁদের এই স্পাই ইউনিভার্স নিয়ে যথেষ্ট আশাবাদী এই প্রযোজনা সংস্থা তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা হবে কি না জানেন না, প্রমিস ডে-তে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ অঙ্কুশ

আর এই কারণেই 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে সলমনকেও ব্যবহার করেছিলেন তাঁরা ৷ আগামী সলমনের 'টাইগার 3' ছবিতেও দেখা যাবে শাহরুখকে ৷ শাহরুখের হাতে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে এই মুহূর্তে ৷ একদিকে যেমন তিনি দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'জওয়ান' ছবিতে, তেমনই তাঁকে তাপসী পান্নুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে 'ডানকি' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.