মুম্বই, 21 ফেব্রুয়ারি: আজ হোক বা কাল, বাকি সব রেকর্ডের মতো এই রেকর্ডটা ঝুলিতে আসা ছিল সময়ের অপেক্ষা ৷ অবশেষে ছবিমুক্তির পর চতুর্থ সোমবারে সেই অপেক্ষার অবসান হল ৷ গতকাল অর্থাৎ সোমবার আয়ের নিরিখে বিশ্বব্যাপী বক্স অফিসে 1000 কোটি টাকার ব্যবসা সম্পূর্ণ করে ফেলল শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' ৷ প্রত্যাবর্তনে এমন মুগ্ধ করলেন শাহরুখ, যা হয়তো অনন্তকাল মনে রাখবে বলিউড ৷ প্রথম হিন্দি সিনেমা হিসেবে বিশ্বব্যাপী আয়ে সহস্র-কোটির ক্লাবে পা রাখল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি (Pathaan becomes first Hindi film to cross Rs 1000 crore in worldwide gross) ৷
তবে ভারতীয় ছবি হিসেবে এই তালিকায় রয়েছে আরও কয়েকটি নাম ৷ বিশ্বব্যাপী আয়ে 1000 কোটির ক্লাবে রয়েছে বাহুবলী 2 (1747 কোটি), কেজিএফ2 (1188 কোটি), আরআরআর (1174 কোটি) ৷ হিন্দি ছবি হিসেবে বক্স অফিসে 1000 কোটি আয়ের মাইলস্টোন গড়েছিল 2015 আমির খান অভিনীত ছবি 'দঙ্গল'ও ৷ তবে সেই অংকটা চিনে পুনরায় মুক্তি পাওয়ার পর ৷ সেক্ষেত্রে 'পাঠান'কেই প্রথম হিন্দি সিনেমা হিসেবে এই তালিকাভুক্ত করা হচ্ছে ৷
গত 25 ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙা এবং গড়ার খেলায় মেতেছে শাহরুখ-দীপিকা-জন অভিনীত স্পাই থ্রিলর ৷ আর 27তম দিনের শেষে 1001 কোটি আয় করে ফেলল ছবিটি ৷ ছবির নির্মাতা যশরাজ ফিল্মসের তরফে যে তথ্য শেয়ার করা হয়েছে, সেই তথ্য মোতাবেক চতুর্থ সোমবার দেশের বক্স অফিসে আয় করেছে 1.25 কোটি ৷ একটি প্রেস বিজ্ঞপ্ততিতে ওয়াইআরএফ বিশ্বব্যাপী কালেকশনের ব্রেক-আপও প্রকাশ করেছে ৷ সেখানে তারা জানিয়েছে, সোমবার পর্যন্ত দেশে 623 কোটি এবং বিদেশে বক্স অফিসে পাঠান-এর সংগ্রহ 377 কোটি টাকা ৷
-
💥 #Pathaan hits 1000 crores worldwide 💥
— Yash Raj Films (@yrf) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd
">💥 #Pathaan hits 1000 crores worldwide 💥
— Yash Raj Films (@yrf) February 21, 2023
Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd💥 #Pathaan hits 1000 crores worldwide 💥
— Yash Raj Films (@yrf) February 21, 2023
Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd
আরও পড়ুন: বাহুবলী 2-এর রেকর্ডের খুব কাছে পাঠান, কমছে টিকিটের দাম
উল্লেখ্য, চার বছর পর বলিউডে প্রত্যাবর্তনে টাইগার (সলমন খান), কবীরের (হৃত্বিক রোশন) সঙ্গে স্পাই ইউনিভার্সে সামিল হয়েছেন 'পাঠান' শাহরুখ ৷ ছবিতে টাইগারের ক্যামিও কিছুটা হলেও বাড়তি প্রভাব ফেলেছে বক্স অফিসে ৷ টাইগার সিরিজের পরবর্তী ছবিতে ক্যামিও করবেন 'পাঠান' শাহরুখ, এমনটাই মনে করা হচ্ছে ৷