মুম্বই, 5 ফেব্রুয়ারি: শাহরুখ খানের পাঠানের (Pathaan Beats Dangal) দৌড় থামছেই না ৷ বরং আরও গতি বাড়িয়ে এগিয়ে চলেছে ৷ বিশ্বব্যাপী একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি ৷ ব্লকবাস্টারের গুরুত্বপূর্ণ দৌড়েও নেতৃত্ব দিচ্ছে । আর এ বার আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয় করা হিন্দি ফিল্ম হিসেবে নয়া রেকর্ড করল পাঠান । এই ছবি 10 দিনে বিশ্বব্যাপী 729 কোটি টাকা সংগ্রহ করেছে (Paathan box office collection)।
বিশ্বব্যাপী পাঠানের সংগ্রহ 729 কোটি টাকা: যশ রাজ ফিল্মস জানিয়েছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান ভারতে নেট 14 কোটি টাকার ব্যবসা করে (হিন্দি – 13.50 কোটি টাকা, ডাব করা সংস্করণ – 50 লাখ টাকা) 10 দিনে দেশে মোট 453 কোটি টাকা সংগ্রহ করেছে । বিদেশে ছবিটি সংগ্রহ করেছে 276 কোটি টাকা । ফলে বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে 729 কোটি টাকা ।
পাঠান উদযাপনের ডাক প্রযোজকের: ইনস্টাগ্রামে এই সুখবর দিয়ে যশ রাজ ফিল্মস লিখেছে, "অ্যাকশন অউর এন্টারটেইনমেন্ট কা কম্বো ৷ পাঠান বিশ্বজুড়ে ভালোবাসা পাচ্ছে ! এখন আপনার টিকিট বুক করুন ! আপনার কাছাকাছি বড় পর্দায় হিন্দি, তামিল এবং তেলুগুতে যশ রাজ ফিল্মের সঙ্গে পাঠান উদযাপন করুন ।"
আরও পড়ুন: পাঠান নিয়ে কুমন্তব্য, চটে গিয়ে আয়ুষ্মান বললেন, 'আমি নিজেও এসআরকেয়ান'
সামগ্রিক বিচারে এগিয়ে দঙ্গলই: দঙ্গলের সামগ্রিক বিশ্বব্যাপী সংগ্রহ 2000 কোটি টাকা বলে জানা যায় ৷ ফলে সে দিক থেকে এখনও এগিয়ে রয়েছে আমিরের ছবি ৷ আর এই বিপুল কালেকশন সম্ভব হয়েছিল 2017 সালে চিনা বক্স অফিসে দঙ্গল দারুণ সাফল্য পাওয়ায় ৷ পাঠান শুধুমাত্র হিন্দি সংস্করণের দৌড়ে দঙ্গলকে হারিয়েছে ৷ চিনে ম্যান্ডারিনে মুক্তিপ্রাপ্ত দঙ্গল প্রায় 1200 কোটি টাকা ব্যবসা করেছিল ।
আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি পাঠান: পাঠানে শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন । 2018 ফিল্ম জিরোর পর চার বছর বাদে শাহরুখের রুপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটেছে এই ছবিতে ৷ দীপিকার সঙ্গে এটা তাঁর চতুর্থ ছবি । সলমন খানের "এক থা টাইগার" এবং "টাইগার জিন্দা হ্যায়" এবং হৃতিক রোশনের সঙ্গে "ওয়ার"-এর পরে এটি প্রযোজক আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের চতুর্থ চলচ্চিত্র । পাঠানে টাইগারের চরিত্রে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন সলমনও ৷