মুম্বই, 17 জানুয়ারি: শাহরুখ খানের ফিল্ম পাঠান প্রেক্ষাগৃহে মুক্তির পাঁচ দিন আগেই অগ্রিম টিকিট (Pathaan Advance Booking) বুক করা যাবে ৷ প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) 20 জানুয়ারিতেই এই ছবির টিকিট অগ্রিম বুকিং করার সুযোগ নিয়ে এসেছে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান নিয়ে ইতিমধ্যেই দারুণ উৎসাহ তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ৷
20 জানুয়ারি থেকে অগ্রিম বুকিং: পাঠানকে নিয়ে দর্শকদের উৎসাহের কথা মাথায় রেখে এই ছবির অগ্রিম টিকিট বুকিং-এর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা ৷ ওয়াইআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট রোহন মালহোত্রা জানিয়েছেন, "পাঠানের 2ডি ভার্সানের হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণের জন্য ভারতে অগ্রিম বুকিং শুরু হবে 20 জানুয়ারি থেকে (Pathaan Advance Booking Date)৷ হিন্দির জন্য আইম্যাক্স, 4ডিএক্স, ডি বক্স ও আইসিই সংস্করণগুলির মতো প্রিমিয়াম ফর্ম্যাটেরও টিকিট অগ্রিম বুকিং করা যাবে ৷ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবির মুক্তি নিয়ে ওয়াইআরএফ-এর উন্মাদনা তুঙ্গে ৷ এই ছবিতে ভারতের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজিতে একযোগে দেখা যাবে সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
পাঠানের ট্রেলারে উচ্ছ্বসিত ভক্তরা: সম্প্রতি নির্মাতারা ছবিটির (Pathaan News) ট্রেলার উন্মোচন করেছেন, যা দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা অর্জন করেছে । দুই মিনিটের ট্রেলারে শাহরুখ এবং দীপিকাকে একটি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গুপ্তচর এজেন্ট হিসাবে দেখানো হয়েছে ৷ জন আব্রাহামের চরিত্রটি ভারতে একটি বড় হামলার পরিকল্পনা করছে । ছবিটির জন্য কিং খান এবং দীপিকা বরফের উপর বাইক চালানো ও ট্রেনের উপরে চড়া-সহ যুদ্ধের নানা কঠোর প্রশিক্ষণ নিয়েছেন । তাঁরা এই ছবিটির জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসুও শিখেছেন ৷
আরও পড়ুন: পাঠানের স্পেশাল স্ক্রিনিং করলেন শাহরুখ, সুহানা-আরিয়ান-সহ গোটা পরিবারের ছবি ভাইরাল
পাঠানে বিশেষ চরিত্রে সলমন: আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের মধ্যে সলমন খান ও ক্যাটরিনা কাইফের এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায়ের পাশাপাশি হৃতিক রোশনের ওয়ারও রয়েছে । টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসছে ডিসেম্বরে । পাঠান ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সলমন খান । আগামী 25 জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান ৷ ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে ৷