মুম্বই, 24 জানুয়ারি: অগ্রিম বুকিংয়ে দর্শকদের উত্সাহ দেখে শিল্প বিশেষজ্ঞরা নিশ্চিত যে, শাহরুখ খানের পাঠান বক্স অফিসে 45 থেকে 50 কোটি টাকার ব্যবসা দিয়ে খাতা খুলবে । 2018-এর জিরো-এর পর, যশ রাজ ফিল্মসের এই ফিল্মে মুখ্য চরিত্রে প্রত্যাবর্তন ঘটছে বলিউডের বাদশার ৷ সাধারণতন্ত্র দিবসের এক দিন আগে প্রেক্ষাগৃহে আসছে পাঠান (Pathan to break KGF records)৷
পাঠানের জন্য অগ্রিম বুকিং 20 জানুয়ারি খুলেছিল যশ রাজ ফিল্মস ৷ ফিল্মটি ভারত জুড়ে 5,000 স্ক্রিনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে । এটি শাহরুখ খানের প্রথম ছবি যেখানে সকাল 6টায় শো রয়েছে । বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেছেন, পাঠান (Pathaan Advance Booking) বলিউডকে পুনরুজ্জীবিত করবে এবং কোভিডকালের পর ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি চমত্কার 2023-এর সূচনা করবে ৷
পাঠানের উদ্বোধনী দিন বক্স অফিস প্রেডিকশন: বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, পাঠান বক্স অফিসে ঐতিহাসিক সূচনা করতে চলেছে । গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে পাঠানের উদ্বোধনী দিনের সংগ্রহ প্রায় 45 থেকে 50 কোটি টাকা হবে । পাঠান দিয়ে বক্স অফিসের পুনরুজ্জীবন শুরু হবে ৷ এই ছবির অগ্রিম বুকিং দেখে এমনটাই মনে হচ্ছে ৷
মাল্টিপ্লেক্স চেইনে অসাধারণ অগ্রিম বুকিং: পিভিআর লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব কুমার বিজলি বলেছেন, তাঁরা ভারত জুড়ে তাঁদের 903টি চেইনে একটি অসাধারণ অগ্রিম বুকিং লক্ষ্য করেছেন ।
1 মিলিয়নের বেশি টিকিট বুক করা হয়েছে: শীর্ষস্থানীয় টিকিটিং প্ল্যাটফর্ম বুক মাই শো (BMS) অনুসারে, এক মিলিয়নেরও বেশি টিকিট বুক করা হয়েছে । পাঠানের অগ্রিম বিক্রয় পর্যায়ক্রমে বিএমএস-এ 3,500 টিরও বেশি স্ক্রিনের সঙ্গে শুরু হয়েছে ৷ পাশাপাশি সকালের শোগুলি খোলার চাহিদা বাড়ছে ।
আরও পড়ুন: পাঠানে 32 বছরের স্বপ্ন পূরণ শাহরুখের, কেন তাঁর হৃদয়ের এত কাছে এই ফিল্ম !
কেজিএফের রেকর্ড ভাঙার পথে পাঠান ! লিডিং মাল্টিপ্লেক্স চেইন আইনক্স আশাবাদী যে পাঠান কেজিএফ-এর রেকর্ড ভাঙবে । এটি ভারত জুড়ে তাদের 722 স্ক্রিনে আইনক্সের সেরা অগ্রিম বুকিংগুলির মধ্যে একটি । আইনক্স শুধুমাত্র বুধবারের জন্য 1.5 লক্ষেরও বেশি টিকিট এবং রবিবার পর্যন্ত 3.5 লক্ষেরও বেশি টিকিট বিক্রি করেছে ৷ মাল্টিপ্লেক্স চেইন আইনক্সের চিফ প্রোগ্রামিং অফিসার রাজেন্দ্র সিং জায়ালা বলেন, "এই ছবিটি কেজিএফ 2'-এর অগ্রিম বুকিং ভাঙতে চলেছে এবং 45 থেকে 50 কোটি টাকার ব্যবসা করবে ৷"
সিঙ্গল স্ক্রিনেও বাম্পার অগ্রিম বুকিং: শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গল স্ক্রিন থিয়েটারেও ছবিটি বাম্পার অগ্রিম বুকিং হয়েছে । মুম্বইয়ের জনপ্রিয় সিঙ্গল-স্ক্রিন থিয়েটার গেইটি, গ্যালাক্সি এবং মারাঠা মন্দিরের টিকিট বুকিং 70 থেকে 80 শতাংশ । প্রথমবারের মতো সকাল 9টা থেকে শাহরুখের ফ্যান ক্লাবের জন্য সকালের শো রাখা হয়েছে ৷ তার প্রায় পুরো হল বুক হয়ে গিয়েছে ৷" টিকিটের দাম 130 থেকে 160 টাকার মধ্যে রাখা হয়েছে ৷
দক্ষিণ থেকেও ভালো সাড়া পাচ্ছে পাঠান: পাঠান বলিউডের প্রথম চলচ্চিত্রগুলির মধ্যে একটি যা দেশের দক্ষিণাঞ্চলেও অগ্রিম বুকিং চার্টে নেতৃত্ব দিচ্ছে । দক্ষিণ ভারত বিশেষভাবে হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত সামগ্রিক অগ্রিম বিক্রয়ের প্রায় 30 শতাংশ অবদান রেখেছে । দক্ষিণ ভারতের পাঠান অগ্রিম বুকিং সাড়া খুবই উৎসাহব্যঞ্জক । মুভিটি তামিল এবং তেলুগুতেও মুক্তি পাচ্ছে এবং কেরলে এর হিন্দি ভার্সানও ভালো সাড়া পাচ্ছে ৷
পাঠান 25 জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগুতে বড় পর্দায় আসছে ।