হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: 10 দিন পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ দুই বাড়িতেই এখন চরম ব্যস্ততা ৷ বিয়ের সাজ থেকে মণ্ডপ সজ্জা কেমন হবে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই ৷ তার মধ্যেই প্রকাশ্যে এসেছে তারকাদের নিমন্ত্রণ পত্র ৷ যে নিমন্ত্রণ পত্রে উল্লেখ রয়েছে বিয়ে থেকে বিদাইয়ের সময় সূচী ৷ তবে প্রশ্ন ছিল, কোথায় হচ্ছে এই ডেস্টিনেশন ওয়েডিং? তাও এবার ভাইরাল ৷
এখন নজরে দেখে নেওয়া যাক, কী কী তথ্য উঠে এসেছে নিমন্ত্রণ পত্র থেকে ৷
23 সেপ্টেম্বর
যেহেতু 24 সেপ্টেম্বর বিয়ে, তাই প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল শুরু হবে একদিন আগেই ৷ বিয়ের বেশিরভাগ নিয়ম-অনুষ্ঠান হবে উদয়পুরের লীলা প্যালেসে ৷ তবে বিয়ের মণ্ডপ বসবে তাজ লেকে ৷ 23 সেপ্টেম্বর সকাল 10 টায় শুরু হবে কনে পরিনীতি চোপড়ার চূড়া সেরেমনি ৷ তারপর অতিথিদের জন্য লাঞ্চ-টাইম ঠিক করা হয়েছে দুপুর 12টা থেকে 4টে ৷ এরপর রাতে আসর জমাবেন পাত্রীপক্ষ ও পাত্রপক্ষ ৷ সঙ্গীতানুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7টা থেকে ৷ আর এই অনুষ্ঠানের থিম ঠিক করা হয়েছে নয়ের দশকের নস্ট্যালজিয়াকে মাথায় রেখে ৷ নাম ঠিক করা হয়েছে, 'লেটস পার্টি লাইক ইটস 90 ৷'
24 সেপ্টেম্বর
রাঘবের 'শেহরাবন্দি' অর্থাৎ পাগড়ি বাঁধা শুরু হবে দুপুর 1টায় ৷ এই অনুষ্ঠানের থিম রাখা হয়েছে 'থ্রেডস অফ ব্লেসিং ৷' তাজ লেক প্যালেসে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের ৷
এরপর 'বারাত' বা দ্য রয়্যাল প্রসেশন তাজ লেক শুরু হবে দুপুর 2টোয় ৷
-
24 सितंबर को AAP सांसद राघव चड्ढा और परिणीति चोपड़ा की शादी होगी। ये शादी राजस्थान के उदयपुर में होगी।@AamAadmiParty @raghav_chadha @ParineetiChopra pic.twitter.com/F7kZEg1Jtb
— P N Himanshu (@pn_himanshu) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">24 सितंबर को AAP सांसद राघव चड्ढा और परिणीति चोपड़ा की शादी होगी। ये शादी राजस्थान के उदयपुर में होगी।@AamAadmiParty @raghav_chadha @ParineetiChopra pic.twitter.com/F7kZEg1Jtb
— P N Himanshu (@pn_himanshu) September 13, 202324 सितंबर को AAP सांसद राघव चड्ढा और परिणीति चोपड़ा की शादी होगी। ये शादी राजस्थान के उदयपुर में होगी।@AamAadmiParty @raghav_chadha @ParineetiChopra pic.twitter.com/F7kZEg1Jtb
— P N Himanshu (@pn_himanshu) September 13, 2023
এরপর লীলা প্যালেসে বর রাঘব ও পরিণীতিকে হাজির করা হবে বিয়ের আসরে ৷ লীলা প্যালেসে বিয়ের থিম ঠিক করা হয়েছে 'আ পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং' ৷ এরপর 'জয়মালা' বা মালাবদল হবে ঠিক দুপুর 3.30টেতে ৷ 'ফেরে' বা সাত পাক ঘোরা শুরু হবে বিকেল 4টের সময় ৷ এরপর বিদাই হবে সন্ধ্যে 6.30টায় ৷
রিসেপশন গালা রয়েছে ওই রাতেই ৷ থিম 'আ নাইট অফ আমোর ৷ লীলা প্যালেসের কোর্টইয়ার্ডে' সন্ধ্যে 8.30 মিনিট থেকে শুরু হবে হবু নবদম্পতি রাঘব-পরিণীতির নতুন জার্নি ৷ এরপর 30 সেপ্টেম্বর চণ্ডিগড়েও হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷
আরও পড়ুন: রাঘব-পরিণীতির বিয়েতে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়