ETV Bharat / entertainment

Raghav-Parineeti invitation Card: প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে-বিদাই - রাঘব চাড্ডা

Parineeti-Raghav Wedding:বিয়ের বাকি আর মাত্র কয়েকটা দিন ৷ বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং নিয়ে এখন সোশাল মিডিয়ায় জোর চর্চা ৷ আর হবে নাই বা কেন ! আপ নেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের নিমন্ত্রণ পত্র ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ গায়ে হলুদ থেকে ফেরা নেওয়ার সময় সূচী এল প্রকাশ্যে ৷

Raghav-Parineeti invitation Card
প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 3:15 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: 10 দিন পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ দুই বাড়িতেই এখন চরম ব্যস্ততা ৷ বিয়ের সাজ থেকে মণ্ডপ সজ্জা কেমন হবে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই ৷ তার মধ্যেই প্রকাশ্যে এসেছে তারকাদের নিমন্ত্রণ পত্র ৷ যে নিমন্ত্রণ পত্রে উল্লেখ রয়েছে বিয়ে থেকে বিদাইয়ের সময় সূচী ৷ তবে প্রশ্ন ছিল, কোথায় হচ্ছে এই ডেস্টিনেশন ওয়েডিং? তাও এবার ভাইরাল ৷

Raghav-Parineeti invitation Card
রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র

এখন নজরে দেখে নেওয়া যাক, কী কী তথ্য উঠে এসেছে নিমন্ত্রণ পত্র থেকে ৷

23 সেপ্টেম্বর

যেহেতু 24 সেপ্টেম্বর বিয়ে, তাই প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল শুরু হবে একদিন আগেই ৷ বিয়ের বেশিরভাগ নিয়ম-অনুষ্ঠান হবে উদয়পুরের লীলা প্যালেসে ৷ তবে বিয়ের মণ্ডপ বসবে তাজ লেকে ৷ 23 সেপ্টেম্বর সকাল 10 টায় শুরু হবে কনে পরিনীতি চোপড়ার চূড়া সেরেমনি ৷ তারপর অতিথিদের জন্য লাঞ্চ-টাইম ঠিক করা হয়েছে দুপুর 12টা থেকে 4টে ৷ এরপর রাতে আসর জমাবেন পাত্রীপক্ষ ও পাত্রপক্ষ ৷ সঙ্গীতানুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7টা থেকে ৷ আর এই অনুষ্ঠানের থিম ঠিক করা হয়েছে নয়ের দশকের নস্ট্যালজিয়াকে মাথায় রেখে ৷ নাম ঠিক করা হয়েছে, 'লেটস পার্টি লাইক ইটস 90 ৷'

24 সেপ্টেম্বর

রাঘবের 'শেহরাবন্দি' অর্থাৎ পাগড়ি বাঁধা শুরু হবে দুপুর 1টায় ৷ এই অনুষ্ঠানের থিম রাখা হয়েছে 'থ্রেডস অফ ব্লেসিং ৷' তাজ লেক প্যালেসে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের ৷

এরপর 'বারাত' বা দ্য রয়্যাল প্রসেশন তাজ লেক শুরু হবে দুপুর 2টোয় ৷

এরপর লীলা প্যালেসে বর রাঘব ও পরিণীতিকে হাজির করা হবে বিয়ের আসরে ৷ লীলা প্যালেসে বিয়ের থিম ঠিক করা হয়েছে 'আ পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং' ৷ এরপর 'জয়মালা' বা মালাবদল হবে ঠিক দুপুর 3.30টেতে ৷ 'ফেরে' বা সাত পাক ঘোরা শুরু হবে বিকেল 4টের সময় ৷ এরপর বিদাই হবে সন্ধ্যে 6.30টায় ৷

রিসেপশন গালা রয়েছে ওই রাতেই ৷ থিম 'আ নাইট অফ আমোর ৷ লীলা প্যালেসের কোর্টইয়ার্ডে' সন্ধ্যে 8.30 মিনিট থেকে শুরু হবে হবু নবদম্পতি রাঘব-পরিণীতির নতুন জার্নি ৷ এরপর 30 সেপ্টেম্বর চণ্ডিগড়েও হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷

আরও পড়ুন: রাঘব-পরিণীতির বিয়েতে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: 10 দিন পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ দুই বাড়িতেই এখন চরম ব্যস্ততা ৷ বিয়ের সাজ থেকে মণ্ডপ সজ্জা কেমন হবে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই ৷ তার মধ্যেই প্রকাশ্যে এসেছে তারকাদের নিমন্ত্রণ পত্র ৷ যে নিমন্ত্রণ পত্রে উল্লেখ রয়েছে বিয়ে থেকে বিদাইয়ের সময় সূচী ৷ তবে প্রশ্ন ছিল, কোথায় হচ্ছে এই ডেস্টিনেশন ওয়েডিং? তাও এবার ভাইরাল ৷

Raghav-Parineeti invitation Card
রাঘব-পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র

এখন নজরে দেখে নেওয়া যাক, কী কী তথ্য উঠে এসেছে নিমন্ত্রণ পত্র থেকে ৷

23 সেপ্টেম্বর

যেহেতু 24 সেপ্টেম্বর বিয়ে, তাই প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল শুরু হবে একদিন আগেই ৷ বিয়ের বেশিরভাগ নিয়ম-অনুষ্ঠান হবে উদয়পুরের লীলা প্যালেসে ৷ তবে বিয়ের মণ্ডপ বসবে তাজ লেকে ৷ 23 সেপ্টেম্বর সকাল 10 টায় শুরু হবে কনে পরিনীতি চোপড়ার চূড়া সেরেমনি ৷ তারপর অতিথিদের জন্য লাঞ্চ-টাইম ঠিক করা হয়েছে দুপুর 12টা থেকে 4টে ৷ এরপর রাতে আসর জমাবেন পাত্রীপক্ষ ও পাত্রপক্ষ ৷ সঙ্গীতানুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7টা থেকে ৷ আর এই অনুষ্ঠানের থিম ঠিক করা হয়েছে নয়ের দশকের নস্ট্যালজিয়াকে মাথায় রেখে ৷ নাম ঠিক করা হয়েছে, 'লেটস পার্টি লাইক ইটস 90 ৷'

24 সেপ্টেম্বর

রাঘবের 'শেহরাবন্দি' অর্থাৎ পাগড়ি বাঁধা শুরু হবে দুপুর 1টায় ৷ এই অনুষ্ঠানের থিম রাখা হয়েছে 'থ্রেডস অফ ব্লেসিং ৷' তাজ লেক প্যালেসে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের ৷

এরপর 'বারাত' বা দ্য রয়্যাল প্রসেশন তাজ লেক শুরু হবে দুপুর 2টোয় ৷

এরপর লীলা প্যালেসে বর রাঘব ও পরিণীতিকে হাজির করা হবে বিয়ের আসরে ৷ লীলা প্যালেসে বিয়ের থিম ঠিক করা হয়েছে 'আ পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং' ৷ এরপর 'জয়মালা' বা মালাবদল হবে ঠিক দুপুর 3.30টেতে ৷ 'ফেরে' বা সাত পাক ঘোরা শুরু হবে বিকেল 4টের সময় ৷ এরপর বিদাই হবে সন্ধ্যে 6.30টায় ৷

রিসেপশন গালা রয়েছে ওই রাতেই ৷ থিম 'আ নাইট অফ আমোর ৷ লীলা প্যালেসের কোর্টইয়ার্ডে' সন্ধ্যে 8.30 মিনিট থেকে শুরু হবে হবু নবদম্পতি রাঘব-পরিণীতির নতুন জার্নি ৷ এরপর 30 সেপ্টেম্বর চণ্ডিগড়েও হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷

আরও পড়ুন: রাঘব-পরিণীতির বিয়েতে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.