ETV Bharat / entertainment

Parineeti-Raghav Engagement: শনিবার আংটি বদল, বাগদান পর্বে কার ডিজাইনের পোশাক পরছেন পরিণীতি ? - রাঘব চাড্ডা

বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী 13 মে বাগদান সারতে চলেছেন পরিণীতি-রাঘব ৷ বিয়ের জন্য ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাকে নিজেকে সাজাতে চলেছেন তিনি ৷

Parineeti Raghav Engagement
বাগদান সারছেন পরিনীতি রাঘব
author img

By

Published : May 10, 2023, 3:38 PM IST

হায়দরাবাদ, 10 মে: বলিসুন্দরীদের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক নতুন কিছু নয় ৷ কয়েকদিন আগেই স্বরা ভাস্করের সঙ্গে চার হাত এক হয়েছে ছাত্রনেতা তথা রাজনীতিবিদ ফাহাদ আহমেদের ৷ তারপর বি-টাউনে চর্চার কারণ হয়ে উঠেছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া ৷ কয়েকদিনের মধ্য়েই যে বাগদান সারতে চলেছেন দু'জনে, সে খবর অজানা নয় অনুরাগীদের ৷ রিপোর্ট বলছে, তারিখটা 13 মে ৷ এই দিনেই তাঁদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন এই তারকা জুটি ৷

গত কয়েকদিনে বেশ কয়েকবার পরিণীতিকে মনীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে ৷ যার জেরে অনেকেই ধারণা করছেন এই প্রখ্য়াত ডিজাইনারের পোশাকেই বাগদানের জন্য় নিজেকে সাজাবেন নায়িকা ৷ বাগদান পর্বে নিজেকে ক্লাসি লুকে সাজিয়ে তুলতে প্রস্তুত পরিণীতি ৷ তাই যদি ঝলমলে প্যাস্টেল রঙের পোশাকে যদি ক্যামেরার সামনে আসেন পরিণীতি তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই নানান খবর ছড়িয়েছে বাজারে ৷ কোনও কোনও খবরে তো এও বলা হয়েছে বি-টাউনের এই সেলিব্রেটি ইতিমধ্য়েই পোশাকের জন্য় মনীশের কাছে এসে বেশ কয়েকবার ট্রায়াল দিয়েছেন ৷ আর বাগদানের দিনে যে পোশাকটি পরতে চলেছেন তিনি তাও নির্বাচন করা হয়ে গিয়েছে ৷ মনীশের সঙ্গে পরিণীতির সম্পর্কের বিষয়ে বি-টাউনের সকলেই অবগত ৷ পরিণীতি বারদু'য়েক মনীশের শোয়ের শো-স্টপারও হয়েছিলেন ৷

ইতিমধ্যে রাঘব এবং পরিনীতিকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে ৷ কখনও আইপিএল ম্যাচে, কখনও বা ডিনার ডেটে একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা ৷ এমনকী দিল্লি বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা জুটি ৷ পাপারাৎজিরা এই আপ নেতা এবং বলিউড অভিনেত্রীর প্রশ্নবাণেও বিদ্ধ করেছেন বারবার ৷ তবে বিয়ে নিয়ে দু'জনের মুখেই কুলুপ ৷ মিষ্টি হাসি আর 'আপনাদের ধন্যবাদ' ছাড়া আর কোনও প্রতিক্রিয়াই দেননি পরিণীতি ৷

আরও পড়ুন: মনোজের ছবির বিরুদ্ধে আইনি নোটিশ জারি আশারাম বাপুর

হায়দরাবাদ, 10 মে: বলিসুন্দরীদের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক নতুন কিছু নয় ৷ কয়েকদিন আগেই স্বরা ভাস্করের সঙ্গে চার হাত এক হয়েছে ছাত্রনেতা তথা রাজনীতিবিদ ফাহাদ আহমেদের ৷ তারপর বি-টাউনে চর্চার কারণ হয়ে উঠেছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া ৷ কয়েকদিনের মধ্য়েই যে বাগদান সারতে চলেছেন দু'জনে, সে খবর অজানা নয় অনুরাগীদের ৷ রিপোর্ট বলছে, তারিখটা 13 মে ৷ এই দিনেই তাঁদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন এই তারকা জুটি ৷

গত কয়েকদিনে বেশ কয়েকবার পরিণীতিকে মনীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে ৷ যার জেরে অনেকেই ধারণা করছেন এই প্রখ্য়াত ডিজাইনারের পোশাকেই বাগদানের জন্য় নিজেকে সাজাবেন নায়িকা ৷ বাগদান পর্বে নিজেকে ক্লাসি লুকে সাজিয়ে তুলতে প্রস্তুত পরিণীতি ৷ তাই যদি ঝলমলে প্যাস্টেল রঙের পোশাকে যদি ক্যামেরার সামনে আসেন পরিণীতি তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই নানান খবর ছড়িয়েছে বাজারে ৷ কোনও কোনও খবরে তো এও বলা হয়েছে বি-টাউনের এই সেলিব্রেটি ইতিমধ্য়েই পোশাকের জন্য় মনীশের কাছে এসে বেশ কয়েকবার ট্রায়াল দিয়েছেন ৷ আর বাগদানের দিনে যে পোশাকটি পরতে চলেছেন তিনি তাও নির্বাচন করা হয়ে গিয়েছে ৷ মনীশের সঙ্গে পরিণীতির সম্পর্কের বিষয়ে বি-টাউনের সকলেই অবগত ৷ পরিণীতি বারদু'য়েক মনীশের শোয়ের শো-স্টপারও হয়েছিলেন ৷

ইতিমধ্যে রাঘব এবং পরিনীতিকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে ৷ কখনও আইপিএল ম্যাচে, কখনও বা ডিনার ডেটে একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা ৷ এমনকী দিল্লি বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা জুটি ৷ পাপারাৎজিরা এই আপ নেতা এবং বলিউড অভিনেত্রীর প্রশ্নবাণেও বিদ্ধ করেছেন বারবার ৷ তবে বিয়ে নিয়ে দু'জনের মুখেই কুলুপ ৷ মিষ্টি হাসি আর 'আপনাদের ধন্যবাদ' ছাড়া আর কোনও প্রতিক্রিয়াই দেননি পরিণীতি ৷

আরও পড়ুন: মনোজের ছবির বিরুদ্ধে আইনি নোটিশ জারি আশারাম বাপুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.