ETV Bharat / entertainment

Parineeti-Raghav at Mumbai Airport: হালকা হাসিতে মুম্বই বিমানবন্দরে কীসের ইঙ্গিত দিলেন পরিণীতি-রাঘব ? - পরিণীতি চোপড়া

রবিবার মুম্বই বিমানবন্দরে হাসিমুখে পাপারাৎজিদের লেন্সবন্দি হলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা । দু'জনের প্রেম এখন বি-টাউনের চর্চিত বিষয় ৷ তবে কবে দু'জনের চারহাত এক হবে তাঁর খবর না থাকলেও, জানা গিয়েছে খুব শীঘ্রই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা করবেন রাঘব ৷

Parineeti Raghav at Mumbai Airport ETV Bharat
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা
author img

By

Published : Apr 2, 2023, 7:30 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল: বিয়ের গুঞ্জনের মাঝেই মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা মিলল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার ৷ হাসি মুখে রবিবার সকালে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন পিগি চপসের বোন ৷ গত বুধবার দিল্লি যান পরিণীতি ৷ এরপর আজ তিনি রাঘবের সঙ্গে ফিরলেন মুম্বইয়ে ৷ তাঁরা দুজন শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন বলে সিনে জগতের আকাশে বাতাসে খবর ৷ যদিও পরিণীতি ও রাঘব কেউই তাঁদের বিয়ে নিয়ে মুখ খোলেননি ৷ তবে তাঁদের সম্পর্কের উপর সিলমোহর দিয়েছেন আপ নেতা সঞ্জীব আরোরা ৷ কিন্তু বিয়ের খবর নিশ্চিত না হলেও এই জুটিকে প্রায়শই দেখা যাচ্ছে একসঙ্গে ৷ মিডিয়ার সামনেও আসতে তাঁরা দ্বিধাবোধ করছেন না ।

তবে এর আগেও পরিণীতি ও রাঘবকে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছে । পাপারাৎজিদের ক্যামেরার সামনে খোশ মেজাজেই পরিণীতি ও রাঘব বিমানবন্দর থেকে বের হন । এদিন এই জনপ্রিয় অভিনেত্রীকে একটি কালো শার্টের সঙ্গে ম্যাচিং টি-শার্ট, নীল ডেনিম, সাদা স্নিকারস ও কালো চশমায় দেখা গিয়েছে । অন্যদিকে রাঘব ডেনিমের সঙ্গে একটি গ্রে রঙের শার্ট পরেছিলেন ।

বিমানবন্দরে পরিণীতি ও রাঘবকে দেখে পাপারাৎজিদের উন্মাদনার শেষ ছিল না ৷ দু'জনকে একসঙ্গে পেয়ে তারা পোজ দিতে বলছিলেন ৷ কিন্তু দু'জনের কেউই দাঁড়িয়ে পোজ দেননি ৷ বরং বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা পরিণীতিকে গাড়িতে উঠতে দেখা যায় ৷ এমনকী একজন অনুরাগী অভিনেত্রীর সঙ্গে সেলফি তুললে চাইলেও তিনি তা দিতে রাজি হননি ৷ তাঁকে এড়িয়ে সোজা গাড়িতে বসে রাঘবের সঙ্গে বেরিয়ে যান ৷

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আপ নেতা রাঘবের সঙ্গে পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর আমেরিকান স্বামী নিক জোনাসের দেখা করার সম্ভাবনা রয়েছে । কারণ এখন মুম্বইতেই রয়েছেন নিক-ইয়াঙ্কা ৷ নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (NMACC) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে এসেছেন এই তারকা দম্পতি । সূত্রের খবর, এটাই প্রিয়াঙ্কার সঙ্গে রাঘবের প্রথম দেখা হবে ৷ তাহলে এরপরেই কী বাজতে চলেছে বিয়ের সানাই ? সেই খবরেরই অপেক্ষায় ভক্তকূল ৷

আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি! দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ, 2 এপ্রিল: বিয়ের গুঞ্জনের মাঝেই মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা মিলল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার ৷ হাসি মুখে রবিবার সকালে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন পিগি চপসের বোন ৷ গত বুধবার দিল্লি যান পরিণীতি ৷ এরপর আজ তিনি রাঘবের সঙ্গে ফিরলেন মুম্বইয়ে ৷ তাঁরা দুজন শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন বলে সিনে জগতের আকাশে বাতাসে খবর ৷ যদিও পরিণীতি ও রাঘব কেউই তাঁদের বিয়ে নিয়ে মুখ খোলেননি ৷ তবে তাঁদের সম্পর্কের উপর সিলমোহর দিয়েছেন আপ নেতা সঞ্জীব আরোরা ৷ কিন্তু বিয়ের খবর নিশ্চিত না হলেও এই জুটিকে প্রায়শই দেখা যাচ্ছে একসঙ্গে ৷ মিডিয়ার সামনেও আসতে তাঁরা দ্বিধাবোধ করছেন না ।

তবে এর আগেও পরিণীতি ও রাঘবকে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছে । পাপারাৎজিদের ক্যামেরার সামনে খোশ মেজাজেই পরিণীতি ও রাঘব বিমানবন্দর থেকে বের হন । এদিন এই জনপ্রিয় অভিনেত্রীকে একটি কালো শার্টের সঙ্গে ম্যাচিং টি-শার্ট, নীল ডেনিম, সাদা স্নিকারস ও কালো চশমায় দেখা গিয়েছে । অন্যদিকে রাঘব ডেনিমের সঙ্গে একটি গ্রে রঙের শার্ট পরেছিলেন ।

বিমানবন্দরে পরিণীতি ও রাঘবকে দেখে পাপারাৎজিদের উন্মাদনার শেষ ছিল না ৷ দু'জনকে একসঙ্গে পেয়ে তারা পোজ দিতে বলছিলেন ৷ কিন্তু দু'জনের কেউই দাঁড়িয়ে পোজ দেননি ৷ বরং বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা পরিণীতিকে গাড়িতে উঠতে দেখা যায় ৷ এমনকী একজন অনুরাগী অভিনেত্রীর সঙ্গে সেলফি তুললে চাইলেও তিনি তা দিতে রাজি হননি ৷ তাঁকে এড়িয়ে সোজা গাড়িতে বসে রাঘবের সঙ্গে বেরিয়ে যান ৷

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আপ নেতা রাঘবের সঙ্গে পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর আমেরিকান স্বামী নিক জোনাসের দেখা করার সম্ভাবনা রয়েছে । কারণ এখন মুম্বইতেই রয়েছেন নিক-ইয়াঙ্কা ৷ নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (NMACC) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে এসেছেন এই তারকা দম্পতি । সূত্রের খবর, এটাই প্রিয়াঙ্কার সঙ্গে রাঘবের প্রথম দেখা হবে ৷ তাহলে এরপরেই কী বাজতে চলেছে বিয়ের সানাই ? সেই খবরেরই অপেক্ষায় ভক্তকূল ৷

আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি! দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.