ETV Bharat / entertainment

Parineeti-Raghav Relation Confirmed: রাঘব-পরিণীতির সম্পর্কে সিলমোহর আপ নেতা সঞ্জীব অরোরার - রাঘব পরিণীতির প্রেমে সিলমোহর

রাঘব-পরিণীতির প্রেম নিয়ে অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন আপ নেতা সঞ্জীব অরোরা ৷ দুই 'ছুপারুস্তম' পরিণীতি-রাঘবকে (Lovebirds Parineeti Chopra and Raghav Chadha ) সোশাল মাধ্যমে আগামী জীবনের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালেন (Parineeti-Raghav Relation Confirmed) তিনি ৷

Etv Bharat
রাঘব-পরিণীতির প্রেমে সিলমোহর
author img

By

Published : Mar 28, 2023, 5:07 PM IST

হায়দরাবাদ, 28 মার্চ: প্রেমের ভ্রমর মনে গুণগুণ করলেও জনসমক্ষে সেকথা স্বীকার করেননি কেউই ৷ রাজনীতির ময়দানে যিনি গলার স্বর চড়ান সেই আপ নেতা রাঘবও (Raghav Chadha) বলেছিলেন, "রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয় ৷" আবার, 'উচাই' অভিনেত্রী পরিণীতি ( Parineeti Chopra) বিটাউনের পর্দায় যতটা 'শুদ্ধ দেশী রোমান্স' দেখিয়েছেন বাস্তবে ততটাই প্রেম নিয়ে চুপ থেকেছেন ৷ তবে আর চুপ থাকেলেন না রাঘবের সহযোগী আপ নেতা সঞ্জীব অরোরা (Rajya Sabha Member Sanjeev Arora) ৷ অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি ৷ দুই 'ছুপারুস্তম'কে (Lovebirds Parineeti Chopra and Raghav Chadha ) সোশাল মাধ্যমে আগামী জীবনের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালেন (Parineeti-Raghav Relation Confirmed) সঞ্জীব অরোরা ৷

সোমবার সোশাল মাধ্যমে আপ নেতা একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, "আমার আন্তরিক অভিনন্দন রাঘব ও পরিণীতিকে ৷ তাঁদের প্রেম-ভালোবাসা পরিপূর্ণতা পাক ৷" এই খবর সামনে আসতেই পরিণীতির পুরুষ অনুরাগীদের হৃদয় ভাঙলেও জীবনের নতুন ইনিংস শুরুর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সকলে ৷

চর্চা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই ৷ প্রথমবার যখন লাঞ্চ ও ডিনার ডেটে একসঙ্গে যান রাজ্যসভার কনিষ্ঠ সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ প্রেমের গুঞ্জন শুরু সেই দিন থেকেই ৷ কখনো মুম্বইয়ের ওয়েস্ট ইন হোটেলে আবার কখনো বান্দ্রার কোনও রেস্টুরেন্টে, একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে এই 'লাভবার্ড'-কে ৷ সেই আগুনে ঘি দেওয়ার মতো কাজ করেছে, যখন পরিণীতিকে দেখা গিয়েছে ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে ৷ সেই মুহূর্তকে লেন্সবন্দী করতে এতটুকু দেরি করেননি পাপারাৎজিরা ৷ শোনা গিয়েছে, নিজেদের কাজ থেকে ছুটি পেলেই এনগেজমেন্ট সেরে ফেলবেন রাঘব-পরিণীতি ৷

আরও পড়ুন: বিয়ের লেহেঙ্গা পছন্দ করতে মণীশ মলহোত্রার বাড়িতে পরিণীতি ? গুঞ্জন বি-টাউনে

বর্তমানে পরিণীতি ব্যস্ত রয়েছেন ইমতিয়াজ আলি পরিচালিত 'চমকিলা'র ছবির শুটিং নিয়ে ৷ প্রথমবার ইমতিয়াজের সঙ্গে কাজ অভিনেত্রীর ৷ তাঁর বিপরীতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ৷

হায়দরাবাদ, 28 মার্চ: প্রেমের ভ্রমর মনে গুণগুণ করলেও জনসমক্ষে সেকথা স্বীকার করেননি কেউই ৷ রাজনীতির ময়দানে যিনি গলার স্বর চড়ান সেই আপ নেতা রাঘবও (Raghav Chadha) বলেছিলেন, "রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয় ৷" আবার, 'উচাই' অভিনেত্রী পরিণীতি ( Parineeti Chopra) বিটাউনের পর্দায় যতটা 'শুদ্ধ দেশী রোমান্স' দেখিয়েছেন বাস্তবে ততটাই প্রেম নিয়ে চুপ থেকেছেন ৷ তবে আর চুপ থাকেলেন না রাঘবের সহযোগী আপ নেতা সঞ্জীব অরোরা (Rajya Sabha Member Sanjeev Arora) ৷ অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি ৷ দুই 'ছুপারুস্তম'কে (Lovebirds Parineeti Chopra and Raghav Chadha ) সোশাল মাধ্যমে আগামী জীবনের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালেন (Parineeti-Raghav Relation Confirmed) সঞ্জীব অরোরা ৷

সোমবার সোশাল মাধ্যমে আপ নেতা একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, "আমার আন্তরিক অভিনন্দন রাঘব ও পরিণীতিকে ৷ তাঁদের প্রেম-ভালোবাসা পরিপূর্ণতা পাক ৷" এই খবর সামনে আসতেই পরিণীতির পুরুষ অনুরাগীদের হৃদয় ভাঙলেও জীবনের নতুন ইনিংস শুরুর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সকলে ৷

চর্চা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই ৷ প্রথমবার যখন লাঞ্চ ও ডিনার ডেটে একসঙ্গে যান রাজ্যসভার কনিষ্ঠ সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ প্রেমের গুঞ্জন শুরু সেই দিন থেকেই ৷ কখনো মুম্বইয়ের ওয়েস্ট ইন হোটেলে আবার কখনো বান্দ্রার কোনও রেস্টুরেন্টে, একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে এই 'লাভবার্ড'-কে ৷ সেই আগুনে ঘি দেওয়ার মতো কাজ করেছে, যখন পরিণীতিকে দেখা গিয়েছে ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে ৷ সেই মুহূর্তকে লেন্সবন্দী করতে এতটুকু দেরি করেননি পাপারাৎজিরা ৷ শোনা গিয়েছে, নিজেদের কাজ থেকে ছুটি পেলেই এনগেজমেন্ট সেরে ফেলবেন রাঘব-পরিণীতি ৷

আরও পড়ুন: বিয়ের লেহেঙ্গা পছন্দ করতে মণীশ মলহোত্রার বাড়িতে পরিণীতি ? গুঞ্জন বি-টাউনে

বর্তমানে পরিণীতি ব্যস্ত রয়েছেন ইমতিয়াজ আলি পরিচালিত 'চমকিলা'র ছবির শুটিং নিয়ে ৷ প্রথমবার ইমতিয়াজের সঙ্গে কাজ অভিনেত্রীর ৷ তাঁর বিপরীতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.