ETV Bharat / entertainment

Ranbir Alia: জীবনের সেরা সময় উপভোগ করছেন, সাদা-কালো ছবিতে বোঝালেন রণলিয়া - মিষ্টি ও আবেগঘন সাদা কালো ছবি শেয়ার আলিয়ার

সম্প্রতি মুক্তি পেয়েছে রণলিয়ার ব্রহ্মাস্ত্র (Brahmastra) ৷ রবিবার, আলিয়া একটি মিষ্টি ও আবেগঘন ছবি তাঁর ইনস্টাতে শেয়ার করেছেন ৷ ছবিটি সাদা-কালো ৷ তাতে রণবীর আলিয়াকে নাকে চুম্বন করছেন ৷ হবু বাবা, মা এখন তাদের রোমান্টিক সময় উপভোগ করছেন (Parents to be Ranbir Alia Post Adorable Pics on Social Media) ৷

Ranbir Alia
মিষ্টি ও আবেগঘন সাদা-কালো ছবি শেয়ার আলিয়ার
author img

By

Published : Sep 18, 2022, 11:10 PM IST

মুম্বই, 18 সেপ্টেম্বর: জীবনের সেরা সময়টা চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর । রবিবার ইনস্টাতে একটি মিষ্টি সাদা-কালো ছবি শেয়ার করে জানান দিলেন বলি সেলেব জুটি। সেখানে রণবীর আলিয়ার (Ranbir Alia) নাকে চুম্বন করছেন। ছবিতেই স্পষ্ট দু'জনের মুহুর্ত এখন কেমন আবেগঘন কাটছে (Parents to be Ranbir Alia Post Adorable Pics on Social Media) ৷

সোশাল মিডিয়ায় পোস্চ করা রোমান্টিক এই ছবিটিতে আলিয়া ও রণবীর দু'জনেই চোখ বন্ধ করে রয়েছেন। রণলিয়া দম্পতির ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) সম্প্রতি মুক্তি পেয়েছে ৷ এই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রণলিয়ার লাভ স্টোরি ৷ এখান থেকেই তাঁদের প্রেম জার্নি স্টার্ট ৷ তাঁর ইনস্টাতে ছবি শেয়ারের পর ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, 'হোম'। পাশাপাশি ক্যাপশনে একটি ইনফিনিটির ইমোজিও দিয়েছেন। অর্থাই রণপত্নী এখন বাড়িতেই কাটাচ্ছেন সুন্দর মুহুর্তগুলো ৷ হবু বাবা, মায়ের এই ছবি ক্যামেরাবন্দি করেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকড় ৷

এই একই ছবি ইনস্টাতে শেয়ার করেছেন অবিনাশও ৷ তিনি লিখেছেন, 'রণবীর আলিয়া'। পাশাপাশি ক্যাপশনে দিয়েছেন লাভ ইমোজি এবং হ্যাশট্যাগ দিয়েছেন 'পোস্ট প্যাক-আপ শট'। এই ছবি শেয়ারের পর ফ্যানরা কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন ৷ কমেন্ট থেকে বাদ পড়েনি অন্যান্য অভিনেতা থেকে অভিনেত্রীরা ৷ অভিনেত্রী সইফ আলি খানের বোন, সাবা আলি খান আলিয়ার পোস্টের নীচে লিখেছেন, 'সুন্দর'৷ একজন ফ্যান লিখেছেন, 'তোমরা দু'জন দু'জনেরই যত্ন নিও।'

আরও পড়ুন: কেউ একটি ছবিকে মর্ফ করেছে, নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলায় বয়ান রণবীরের

মুম্বই, 18 সেপ্টেম্বর: জীবনের সেরা সময়টা চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর । রবিবার ইনস্টাতে একটি মিষ্টি সাদা-কালো ছবি শেয়ার করে জানান দিলেন বলি সেলেব জুটি। সেখানে রণবীর আলিয়ার (Ranbir Alia) নাকে চুম্বন করছেন। ছবিতেই স্পষ্ট দু'জনের মুহুর্ত এখন কেমন আবেগঘন কাটছে (Parents to be Ranbir Alia Post Adorable Pics on Social Media) ৷

সোশাল মিডিয়ায় পোস্চ করা রোমান্টিক এই ছবিটিতে আলিয়া ও রণবীর দু'জনেই চোখ বন্ধ করে রয়েছেন। রণলিয়া দম্পতির ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) সম্প্রতি মুক্তি পেয়েছে ৷ এই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রণলিয়ার লাভ স্টোরি ৷ এখান থেকেই তাঁদের প্রেম জার্নি স্টার্ট ৷ তাঁর ইনস্টাতে ছবি শেয়ারের পর ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, 'হোম'। পাশাপাশি ক্যাপশনে একটি ইনফিনিটির ইমোজিও দিয়েছেন। অর্থাই রণপত্নী এখন বাড়িতেই কাটাচ্ছেন সুন্দর মুহুর্তগুলো ৷ হবু বাবা, মায়ের এই ছবি ক্যামেরাবন্দি করেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকড় ৷

এই একই ছবি ইনস্টাতে শেয়ার করেছেন অবিনাশও ৷ তিনি লিখেছেন, 'রণবীর আলিয়া'। পাশাপাশি ক্যাপশনে দিয়েছেন লাভ ইমোজি এবং হ্যাশট্যাগ দিয়েছেন 'পোস্ট প্যাক-আপ শট'। এই ছবি শেয়ারের পর ফ্যানরা কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন ৷ কমেন্ট থেকে বাদ পড়েনি অন্যান্য অভিনেতা থেকে অভিনেত্রীরা ৷ অভিনেত্রী সইফ আলি খানের বোন, সাবা আলি খান আলিয়ার পোস্টের নীচে লিখেছেন, 'সুন্দর'৷ একজন ফ্যান লিখেছেন, 'তোমরা দু'জন দু'জনেরই যত্ন নিও।'

আরও পড়ুন: কেউ একটি ছবিকে মর্ফ করেছে, নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলায় বয়ান রণবীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.