ETV Bharat / entertainment

Paran Bandyopadhyay on Sandip Roy : "মানিকদার চেয়ে পাঁচ নম্বর বেশি পাবে বাবু", মত পরাণ বন্দ্যোপাধ্যায়ের - মাণিকদার চেয়ে বাবু পাঁচ নম্বর বেশি পাবে হত্যাপুরীর লুক প্রকাশে এসে জানালেন পরাণ বন্দ্যোপাধ্যায়

সত্যজিৎ রায়ের থেকেও সন্দীপ রায়কে পাঁচ নম্বর বেশি দিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু কেন ? 'হত্যাপুরী'-র লুক প্রকাশের অনুষ্ঠানে এসে জানালেন অভিনেতা স্বয়ং (Paran Bandyopadhyay New Film Hatyapuri)৷

Paran Bandyopadhyay on Sandip Roy
"মাণিকদার চেয়ে পাঁচ নম্বর বেশি পাবে বাবু"- মত পরাণ বন্দ্যোপাধ্যায়ের
author img

By

Published : Jun 15, 2022, 10:06 AM IST

কলকাতা, 15 জুন: 'ফেলুদা' তৈরি হচ্ছে আর সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন না, তা কি হয় ? চলতি বছরের বড়দিনেই বড় পর্দায় আসছে সন্দীপ রায়ের আগামী ছবি 'হত্যাপুরী' । সেখানে দুর্গাপতি সেন বা ডিজি সেনের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandyopadhyay New Film Hatyapuri)। এদিন 'হত্যাপুরী'র আনুষ্ঠানিক লুক প্রকাশে হাজির হয়ে আবেগে চোখ ভিজে যায় এই বর্ষীয়ান অভিনেতার । এর আগে 'বাদশাহী আংটি' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ৷

পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বাবু ছবি বানাবে আর আমি থাকব না তা হয় নাকি ? বাবুর ঘরে আমার পাকাপাকি বাস ।" সত্যজিৎ রায়ের সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলেন তিনি । কিংবদন্তি পরিচালক সেদিন তাঁকে বলেছিলেন, "কী করছ এখন?" পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বি.কম পড়ছি।" উত্তরে মানিকবাবু বলেন, "বি.কম পাশ করে এসো ।"

অভিনেতার কথায়, "সেদিন ঠিক করেছিলাম আমি জীবনে আর কোনওদিন সেখানে যাব না । বি.কম পাশ না করলে কি অভিনয় করা যায় না ?" এরপর অনেকদিন কেটে গিয়েছে । কিংবদন্তি পরিচালকের কাছ থেকে ডাক এসেছিল তাঁর কাছে । অভিনেতা এদিন বলেন, "মানিকদার চেয়ে বাবু পাঁচ নম্বর বেশি পাবে ।" এই কথায় খানিকটা চমকে গিয়েছিলেন সন্দীপ রায় স্বয়ং । অবাক চোখে তাকিয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে ।

Paran Bandyopadhyay on Sandip Roy
সত্যজিৎ রায়ের থেকেও সন্দীপ রায়কে পাঁচ নম্বর বেশি দিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়

পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কথা শুনলেই সবার মনে হয় এই লোকটা কমেডি করে । বাবু আমাকে ভিন্ন স্বাদের চরিত্রে আবিষ্কার করেছিল । যখন বাবু আমাকে অন্য চরিত্রে ভাবল তখন অনেক প্রশ্ন উঠেছিল । ওই একমাত্র বুঝেছিল, কমেডি ছাড়াও আমার দ্বারা অন্য কিছু হতে পারে । সবাইকে বলেছিল, "দেখই না কী হয় ।" বাবুর দেখার চোখটা অনেক দূর অবধি বিস্তৃত । সেটা মানিকদার কাছ থেকেই পেয়েছে । মানিকদার সময়ে দাঁড়িয়ে যেটা সম্ভব ছিল না সেটা বাবুর সময়ে সম্ভব হয়েছে । সেই পরিবেশ এবং পরিস্থিতি বাবু পেয়েছে এবং সময়ের অপব্যবহার করেনি । তাই ওকে আমি মানিকদার থেকে পাঁচ নম্বর বেশি দেব । আসলে পাওয়ার কথা মানিকদার । কিন্তু আমি বাবুকে দিলাম ।"

আরও পড়ুন : 'তৃতীয় বিশ্বের সমাজ কবি-শিল্পী-সাহিত্যিকের গুরুত্ব বোঝে না'- জীবনানন্দ চরিত্র প্রসঙ্গে ব্রাত্য

সন্দীপ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি । 'বাদশাহী আংটি' তো ছিলই, এছাড়াও 'চার', 'যেখানে ভূতের ভয়', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'টিনটোরেটোর যিশু', 'বোম্বাইয়ের বোম্বেটে'তে তাঁর অভিনয় আলাদা জায়গা পেয়েছে দর্শকমনে । এমনকী সত্যজিৎ রায়ের তৈরি অনবদ্য চরিত্র তারিণী খুড়োকেও পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ তাঁকে দিয়েছেন সন্দীপ রায় ৷ এদিন ছবিতে নিজের চরিত্র নিয়ে বিশেষ কিছু ভাঙলেন না অভিনেতা । বরং ভাসলেন আবেগে, স্মৃতিতে ।

কলকাতা, 15 জুন: 'ফেলুদা' তৈরি হচ্ছে আর সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন না, তা কি হয় ? চলতি বছরের বড়দিনেই বড় পর্দায় আসছে সন্দীপ রায়ের আগামী ছবি 'হত্যাপুরী' । সেখানে দুর্গাপতি সেন বা ডিজি সেনের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandyopadhyay New Film Hatyapuri)। এদিন 'হত্যাপুরী'র আনুষ্ঠানিক লুক প্রকাশে হাজির হয়ে আবেগে চোখ ভিজে যায় এই বর্ষীয়ান অভিনেতার । এর আগে 'বাদশাহী আংটি' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ৷

পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বাবু ছবি বানাবে আর আমি থাকব না তা হয় নাকি ? বাবুর ঘরে আমার পাকাপাকি বাস ।" সত্যজিৎ রায়ের সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলেন তিনি । কিংবদন্তি পরিচালক সেদিন তাঁকে বলেছিলেন, "কী করছ এখন?" পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বি.কম পড়ছি।" উত্তরে মানিকবাবু বলেন, "বি.কম পাশ করে এসো ।"

অভিনেতার কথায়, "সেদিন ঠিক করেছিলাম আমি জীবনে আর কোনওদিন সেখানে যাব না । বি.কম পাশ না করলে কি অভিনয় করা যায় না ?" এরপর অনেকদিন কেটে গিয়েছে । কিংবদন্তি পরিচালকের কাছ থেকে ডাক এসেছিল তাঁর কাছে । অভিনেতা এদিন বলেন, "মানিকদার চেয়ে বাবু পাঁচ নম্বর বেশি পাবে ।" এই কথায় খানিকটা চমকে গিয়েছিলেন সন্দীপ রায় স্বয়ং । অবাক চোখে তাকিয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে ।

Paran Bandyopadhyay on Sandip Roy
সত্যজিৎ রায়ের থেকেও সন্দীপ রায়কে পাঁচ নম্বর বেশি দিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়

পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কথা শুনলেই সবার মনে হয় এই লোকটা কমেডি করে । বাবু আমাকে ভিন্ন স্বাদের চরিত্রে আবিষ্কার করেছিল । যখন বাবু আমাকে অন্য চরিত্রে ভাবল তখন অনেক প্রশ্ন উঠেছিল । ওই একমাত্র বুঝেছিল, কমেডি ছাড়াও আমার দ্বারা অন্য কিছু হতে পারে । সবাইকে বলেছিল, "দেখই না কী হয় ।" বাবুর দেখার চোখটা অনেক দূর অবধি বিস্তৃত । সেটা মানিকদার কাছ থেকেই পেয়েছে । মানিকদার সময়ে দাঁড়িয়ে যেটা সম্ভব ছিল না সেটা বাবুর সময়ে সম্ভব হয়েছে । সেই পরিবেশ এবং পরিস্থিতি বাবু পেয়েছে এবং সময়ের অপব্যবহার করেনি । তাই ওকে আমি মানিকদার থেকে পাঁচ নম্বর বেশি দেব । আসলে পাওয়ার কথা মানিকদার । কিন্তু আমি বাবুকে দিলাম ।"

আরও পড়ুন : 'তৃতীয় বিশ্বের সমাজ কবি-শিল্পী-সাহিত্যিকের গুরুত্ব বোঝে না'- জীবনানন্দ চরিত্র প্রসঙ্গে ব্রাত্য

সন্দীপ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি । 'বাদশাহী আংটি' তো ছিলই, এছাড়াও 'চার', 'যেখানে ভূতের ভয়', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'টিনটোরেটোর যিশু', 'বোম্বাইয়ের বোম্বেটে'তে তাঁর অভিনয় আলাদা জায়গা পেয়েছে দর্শকমনে । এমনকী সত্যজিৎ রায়ের তৈরি অনবদ্য চরিত্র তারিণী খুড়োকেও পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ তাঁকে দিয়েছেন সন্দীপ রায় ৷ এদিন ছবিতে নিজের চরিত্র নিয়ে বিশেষ কিছু ভাঙলেন না অভিনেতা । বরং ভাসলেন আবেগে, স্মৃতিতে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.