ETV Bharat / entertainment

রহস্য রোমাঞ্চের জগতে একসঙ্গে পরম-শুভশ্রী, মুক্তি পেল 'ডক্টর বক্সি'র ট্রেলার - Subhashree New Film

Subhashree New Film: মুক্তি পেল শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'ডক্টর বক্সি'র ট্রেলার ৷ রহস্য-রোমাঞ্চে ভরপুর এক টানটান কাহিনি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক সপ্তাশ্ব বসু ৷

Parambrata Chattopadhyay Subhashree Ganguly
মুক্তি পেল 'ডক্টর বক্সি'র ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:32 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন 'বৌদি ক্যান্টিন' ছবিতে ৷ এক মধ্যবিত্ত নারীর উত্থানের এই গল্প নজর কেড়েছিল দর্শকের ৷ এবার ফের একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সঙ্গে থাকছেন বনি সেনগুপ্ত, শ্বাশত চট্টোপাধ্য়ায়ের মতো অভিনেতারাও ৷ সপ্তাশ্ব বসু পরিচালিত এই নতুন ছবির নাম 'ডক্টর বক্সি' ৷ খুন, রক্তপাত আর রহস্য মিশিয়ে একটি টানটান থ্রিলার নিয়ে আড্ডা টাইমস-এর মঞ্চে হাজির হতে চলেছেন সপ্তাশ্ব ৷ শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

ছবিতে শুভশ্রীকে দেখা যাবে একজন লেখিকার চরিত্রে ৷ তবে চরিত্রটির অনেকগুলি স্তর রয়েছে ৷ রোমাঞ্চের সঙ্গে কিছুটা মিশিয়ে দেওয়া হয়েছে কল্পবিজ্ঞানকেও ৷ মূল কাহিনির সঙ্গে তাই জড়িয়ে গিয়েছে ব্রেন অল্টারেশন শব্দটি ৷ পরমব্রতকে এখানে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে ৷ যে একটা সেটআপ গড়ে তুলেছে বক্সি নামে ৷ এই সেটআপেই হয় ব্রেন অল্টারেশন ৷ কারণ এই চরিত্রটি মনে করে, একজন অপরাধীর সবচেয়ে বড় শাস্তি তখন যখন সে বুঝতে পারে সে অপরাধী ৷

সেটাই কি তাকে বোঝাবে এই ব্রেন অল্টারেশন ৷ জানা যাবে ছবিটি দেখলে ৷ তবে একটু ঠিক যে গল্পে রয়েছে জটিল রহস্য ৷ ছবির ট্রেলারে বনিকে প্রথমেই দেখা যায় একটি খুন করতে ৷ আবার তাঁকে দেখা যায় একটি চেজিং-এর দৃশ্য়েও ৷ বোঝাই যায় তাঁর চরিত্রটি বেশ রাফ অ্যান্ড টাফ ৷ ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি ৷

পরমব্রত নিজেকে বারবার মেলে ধরছেন নানাভাবে ৷ কখনও তাঁকে দেখা যাচ্ছে ফেলুদার চরিত্রে ৷ আবার কখনও অভিনয় করছেন হিন্দি সিরিজে ৷ এবার এই রহস্যময় চরিত্রে কীভাবে মেলে ধরেন তিনি তা জানতে উৎসুক দর্শক ৷ পাশাপাশি 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর মতো কাজের পর শুভশ্রীকে নিয়েও আগ্রহ তুঙ্গে ৷

আরও পড়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত
  3. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত

কলকাতা, 29 ডিসেম্বর: এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন 'বৌদি ক্যান্টিন' ছবিতে ৷ এক মধ্যবিত্ত নারীর উত্থানের এই গল্প নজর কেড়েছিল দর্শকের ৷ এবার ফের একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সঙ্গে থাকছেন বনি সেনগুপ্ত, শ্বাশত চট্টোপাধ্য়ায়ের মতো অভিনেতারাও ৷ সপ্তাশ্ব বসু পরিচালিত এই নতুন ছবির নাম 'ডক্টর বক্সি' ৷ খুন, রক্তপাত আর রহস্য মিশিয়ে একটি টানটান থ্রিলার নিয়ে আড্ডা টাইমস-এর মঞ্চে হাজির হতে চলেছেন সপ্তাশ্ব ৷ শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

ছবিতে শুভশ্রীকে দেখা যাবে একজন লেখিকার চরিত্রে ৷ তবে চরিত্রটির অনেকগুলি স্তর রয়েছে ৷ রোমাঞ্চের সঙ্গে কিছুটা মিশিয়ে দেওয়া হয়েছে কল্পবিজ্ঞানকেও ৷ মূল কাহিনির সঙ্গে তাই জড়িয়ে গিয়েছে ব্রেন অল্টারেশন শব্দটি ৷ পরমব্রতকে এখানে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে ৷ যে একটা সেটআপ গড়ে তুলেছে বক্সি নামে ৷ এই সেটআপেই হয় ব্রেন অল্টারেশন ৷ কারণ এই চরিত্রটি মনে করে, একজন অপরাধীর সবচেয়ে বড় শাস্তি তখন যখন সে বুঝতে পারে সে অপরাধী ৷

সেটাই কি তাকে বোঝাবে এই ব্রেন অল্টারেশন ৷ জানা যাবে ছবিটি দেখলে ৷ তবে একটু ঠিক যে গল্পে রয়েছে জটিল রহস্য ৷ ছবির ট্রেলারে বনিকে প্রথমেই দেখা যায় একটি খুন করতে ৷ আবার তাঁকে দেখা যায় একটি চেজিং-এর দৃশ্য়েও ৷ বোঝাই যায় তাঁর চরিত্রটি বেশ রাফ অ্যান্ড টাফ ৷ ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি ৷

পরমব্রত নিজেকে বারবার মেলে ধরছেন নানাভাবে ৷ কখনও তাঁকে দেখা যাচ্ছে ফেলুদার চরিত্রে ৷ আবার কখনও অভিনয় করছেন হিন্দি সিরিজে ৷ এবার এই রহস্যময় চরিত্রে কীভাবে মেলে ধরেন তিনি তা জানতে উৎসুক দর্শক ৷ পাশাপাশি 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর মতো কাজের পর শুভশ্রীকে নিয়েও আগ্রহ তুঙ্গে ৷

আরও পড়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত
  3. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.