ETV Bharat / entertainment

Palak Muchhal Wedding: সুরকার মিঠুনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পলক - who attended their wedding reception

বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন জনপ্রিয় গায়িকা পলক মুছল(Singer Palak Muchhal tied the knot) ৷ রবিবার মুম্বইতে তাঁর দীর্ঘদিনের প্রেমিক তথা সুরকার মিঠুন শর্মাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন তিনি(Palak Muchhal tied the knot with Mithoon Sharma) ৷

Etv Bharat
সুরকার প্রেমিক মিঠুনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পলক
author img

By

Published : Nov 7, 2022, 9:30 AM IST

Updated : Nov 7, 2022, 9:50 AM IST

মুম্বই, 7 নভেম্বর: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন জনপ্রিয় গায়িকা পলক মুছল (Singer Palak Muchhal tied the knot) ৷ রবিবার মুম্বইতে তাঁর দীর্ঘদিনের প্রেমিক তথা সুরকার মিঠুন শর্মাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন তিনি (Palak Muchhal tied the knot with Mithoon Sharma) ৷ স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানটি ছিল তারকা খচিত ৷ সোনু নিগম, কৈলাশ খের, রশ্মি দেশাই-সহ একাধিক বিটাউন সেলেবরা উপস্থিত ছিলেন এই রিসেপশনে ৷

রবিবার বেশ জমকালো সাজে ক্যামেরার সামনে এলেন নব-দম্পতি ৷ একদিকে যেমন পলককে দেখা গেল বিয়ের স্পেশাল লাল লেহেঙ্গায় তেমনই অন্যদিকে মিঠুন এদিন ক্যামেরার সামনে এলেন ঝলমলে শেরওয়ানিতে ৷ তাঁদের এই নতুন জীবন শুরুর খবর সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন ফ্য়ানেরা ৷

বিয়ের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেখা মিলল অভিনেত্রী রুবিনা দিলাইক এবং তাঁর স্বামী অভিনব শুক্লারও (Rubina Dilaik and Abhinav Shukla were spotted)৷ ক্যামেরার সামনে এদিন হাসিমুখে পোজও দিলেন তাঁরা ৷ একইসঙ্গে সঙ্গীত প্রযোজক ভূষণ কুমার দুয়াও (Indian film and music producer Bhushan Kumar Dua) উপস্থিত ছিলেন তাঁর পুরো পরিবারের সঙ্গে ৷ হাজির ছিলেন ডেইজি শাহ, গায়িকা নীতি মোহন, গায়ক শান-সহ আরও একাধিক পরিচিত মুখ ৷ মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকেও দেখা গেল এই অনুষ্ঠানে ৷ উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের আরেক বিখ্য়াত নাম উদিত নারায়ণও ৷ তাঁর সঙ্গে এদিন স্ত্রী দীপা নারায়ন, পুত্র আদিত্য নারায়ন এবং পুত্রবধূ শ্বেতা আগরওয়ালকেও এই অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় ৷ হাজির ছিলেন আরমান মালিকও ৷

আরও পড়ুন: মুশকিল আসানে তাঁর জীবনের মন্ত্র কী ? জানালেন শাহরুখ

'চাহু ম্যায় ইয়া না', 'জুম্মে কি রাত', 'প্রেম রতন ধন পায়ো'-সহ একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন পলক ৷ হিন্দি গানের অনুরাগীদের কাছে তাঁর গলা সুপরিচিত ৷ অন্য়দিকে মিঠুন 'দ্য ট্রেন', 'লমহা', 'জিসম 2', 'আশিকি 2', 'এক ভিলেন', 'সনম রে'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে সুরকার হিসাবে দায়িত্ব সামলেছেন ৷

মুম্বই, 7 নভেম্বর: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন জনপ্রিয় গায়িকা পলক মুছল (Singer Palak Muchhal tied the knot) ৷ রবিবার মুম্বইতে তাঁর দীর্ঘদিনের প্রেমিক তথা সুরকার মিঠুন শর্মাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন তিনি (Palak Muchhal tied the knot with Mithoon Sharma) ৷ স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানটি ছিল তারকা খচিত ৷ সোনু নিগম, কৈলাশ খের, রশ্মি দেশাই-সহ একাধিক বিটাউন সেলেবরা উপস্থিত ছিলেন এই রিসেপশনে ৷

রবিবার বেশ জমকালো সাজে ক্যামেরার সামনে এলেন নব-দম্পতি ৷ একদিকে যেমন পলককে দেখা গেল বিয়ের স্পেশাল লাল লেহেঙ্গায় তেমনই অন্যদিকে মিঠুন এদিন ক্যামেরার সামনে এলেন ঝলমলে শেরওয়ানিতে ৷ তাঁদের এই নতুন জীবন শুরুর খবর সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন ফ্য়ানেরা ৷

বিয়ের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেখা মিলল অভিনেত্রী রুবিনা দিলাইক এবং তাঁর স্বামী অভিনব শুক্লারও (Rubina Dilaik and Abhinav Shukla were spotted)৷ ক্যামেরার সামনে এদিন হাসিমুখে পোজও দিলেন তাঁরা ৷ একইসঙ্গে সঙ্গীত প্রযোজক ভূষণ কুমার দুয়াও (Indian film and music producer Bhushan Kumar Dua) উপস্থিত ছিলেন তাঁর পুরো পরিবারের সঙ্গে ৷ হাজির ছিলেন ডেইজি শাহ, গায়িকা নীতি মোহন, গায়ক শান-সহ আরও একাধিক পরিচিত মুখ ৷ মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকেও দেখা গেল এই অনুষ্ঠানে ৷ উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের আরেক বিখ্য়াত নাম উদিত নারায়ণও ৷ তাঁর সঙ্গে এদিন স্ত্রী দীপা নারায়ন, পুত্র আদিত্য নারায়ন এবং পুত্রবধূ শ্বেতা আগরওয়ালকেও এই অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় ৷ হাজির ছিলেন আরমান মালিকও ৷

আরও পড়ুন: মুশকিল আসানে তাঁর জীবনের মন্ত্র কী ? জানালেন শাহরুখ

'চাহু ম্যায় ইয়া না', 'জুম্মে কি রাত', 'প্রেম রতন ধন পায়ো'-সহ একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন পলক ৷ হিন্দি গানের অনুরাগীদের কাছে তাঁর গলা সুপরিচিত ৷ অন্য়দিকে মিঠুন 'দ্য ট্রেন', 'লমহা', 'জিসম 2', 'আশিকি 2', 'এক ভিলেন', 'সনম রে'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে সুরকার হিসাবে দায়িত্ব সামলেছেন ৷

Last Updated : Nov 7, 2022, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.