লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: প্রথম ভারতীয় গান হিসাবে সেরা মৌলিক গানের বিভাগে এর আগেই 'গোল্ডেন গ্লোবস' পুরস্কার জিতে নিয়েছিল 'আরআরআর' ছবির 'নাতু নাতু' গানটি ৷ রাহুল শিপলিগঞ্জ এবং কালা ভৈরবের গাওয়া এই গানটি আরও একবার ইতিহাস সৃষ্টি করল ৷ প্রথম ভারতীয় গান হিসাবে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার পুরস্কারও জয় করল 'নাতু নাতু' ৷ 'আরআরআর' টিমের পক্ষ থেকে এদিন মঞ্চে পুরস্কার নেন সুরকার এমএম কীরাবাণী এবং গীতিকার চন্দ্র বোস ৷
'নাতু নাতু' গানটির পুরস্কার জয়ের বিভিন্ন মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল ৷ ক্যামেরা বন্দি হয়েছে পুরস্কার ঘোষণার মুহূর্তটিও ৷ উপস্থাপক জেনেল মোনা এবং কেট হাডসন এই ঘোষণা করা মাত্রই যেন সমুদ্র তরঙ্গ ছড়িয়ে পড়ে 'আরআরআর' টিমের মধ্য়ে ৷ পরিচালক রাজামৌলিও আর বসে থাকতে পারেননি ৷ তিনি লাফিয়ে উঠে আনন্দ প্রকাশ করেন 'নাতু নাতু'র অস্কার জয়ের পর ( Rajamouli Reaction as Naatu Naatu wins Oscar)৷ ছবির অন্যান্য় সদস্য়রাও আনন্দ ব্যক্ত করতে কোনও খামতি রাখেননি ৷
পরিচালকের পরিবারের সদস্য়রাও এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ৷ এদিন কীরাবাণীর জয়ে সকলেই আনন্দ উদযাপনে মেতে ওঠেন ৷ তাঁদের আচরণ নজর কেড়েছে হলিউডি সংবাদ মাধ্য়মেরও ৷ তারা তো এও লিখেছে, পুরস্কার জয়ের আনন্দে লাগামছাড়া হয়ে উঠেছিল আরআরআর টিম ৷ উপস্থাপক হিসাবে অনুষ্ঠানের অন্যতম অংশ ছিলেন দীপিকা পাড়ুকোনও ৷ এদিন তাঁর চোখও জলে ভরে যায় ঘোষণাটি সামনে আসার পর ৷ দীপিকা অবশ্য় তাঁর স্বাগত ভাষণের মাধ্য়মে সকলের সঙ্গে 'নাতু নাতু' গানটির পরিচয়ও করিয়ে দেন ৷ খুশির অশ্রুতে ভেসেছেন 'নাতু নাতু'র আরও অনেক অনুরাগীই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: নাতু নাতু কে অস্কার জিততেই হত, প্রতিক্রিয়া সঙ্গীত পরিচালক কীরাবাণীর
ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা অজয় দেবগণ এবং অভিনেত্রী আলিয়া ভাট ৷ তাঁরা অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন না ঠিকই কিন্তু 'নাতু নাতু' গানটির অস্কার জয়ের পর রাজামৌলি এবং ছবির টিমকে অভিনন্দন জানিয়েছেন দু'জনেই ৷ বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিবীও অভিনন্দন জানিয়েছেন রাজামৌলি এবং সুরকার কীরাবাণীকে ৷