ETV Bharat / entertainment

Resul Pookutty on RRR: আরআরআর 'সমকামী' প্রেমের গল্প, বেফাঁস মন্তব্য অস্কার-জয়ী রেসুল পুকুট্টির - rrr gay theme controversy

অস্কার বিজয়ী সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি সম্প্রতি 'আরআরআর' ছবি নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য় প্রচণ্ড ট্রোল হচ্ছেন সোশাল মিডিয়ায় ৷ সম্প্রতি তিনি মন্তব্য করেন এই ছবি আসলে 'একটা সমকামী প্রেমের গল্প...' ৷ অস্কার-জয়ী শিল্পীর এই ধরণের মন্তব্যে রীতিমত ক্ষেপে ওঠেন নেটিজেনরা (Resul Pookutty on RRR) ৷

Resul Pookutty on RRR
'আরআরআর' আসলে "সমকামী প্রেমের গল্প", বেফাঁস মন্তব্য অস্কার বিজয়ী রেসুল পুকুট্টির
author img

By

Published : Jul 5, 2022, 12:07 PM IST

চেন্নাই, 5 জুলাই: অস্কার-জয়ী সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি সম্প্রতি 'আরআরআর' ছবি নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য় প্রচণ্ড ট্রোল হচ্ছেন সোশাল মিডিয়ায় ৷ এস এস রাজামৌলি পরিচালিত এই ব্লকব্লাস্টার ছবি নিয়ে কার্যত একটি অস্বস্তিকর খোঁচা দিয়েছেন তিনি ৷ সোমবার টুইটারে এক ব্যক্তি লেখেন তিনি 30 মিনিট এই ছবি তিনি দেখেছেন এবং তাঁর কাছে এটি 'আবর্জনার স্তুপ' ছাড়া আর কিছুই নয় ৷ তাঁর এই পোস্টের নীচেই রেসুল পুকুট্টি এই বিতর্কিত মন্তব্যটি করেন (Resul Pookutty on RRR) ৷

তিনি লেখেন, "একটা সমকামী প্রেমের গল্প..." শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন, "আলিয়াকে একবারের প্রপসের মতই ব্যবহার করা হয়েছে ছবিতে ৷" অস্কার-জয়ী শিল্পীর এই ধরণের মন্তব্যে রীতিমত ক্ষেপে ওঠেন নেটিজেনরা ৷ এক নেটিজেন টুইটে লেখেন, "রেসুল আপনি 'আরআরআর'-কে হেয় করার জন্য আজ নিজের সম্মান হারাচ্ছেন ।" এরপরেই রেসুল জানান, পশ্চিমে এই ছবিকে যেভাবে দেখা হচ্ছে তিনি শুধু সেইভাবেই বিষয়টি তুলে ধরেছেন ৷ জবাবি টুইটে তিনি লেখেন, "পশ্চিমে তাঁরা এটাকে এভাবেই দেখছে । আমি শুধু তাঁদের কথা তুলে ধরেছি ৷"

Resul Pookutty on RRR
অস্কার বিজয়ী সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি সম্প্রতি 'আরআরআর' ছবি নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য় প্রচণ্ড ট্রোল হচ্ছেন সোশাল মিডিয়ায়

আরও পড়ুন : 27 বছর পর ফের বড়পর্দায় করণ-অর্জুন, স্ক্রিনশেয়ার করতে চলেছেন সলমন-শাহরুখ

রামচরণ এবং এনটিআরের বন্ধুত্বই রাজামৌলির এই গল্পের ইউএসপি বলা যেতে পারে ৷ কাহিনীর দিকে তাকালে আমরা দেখতে পাই, ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ইংরেজ সেনাবাহিনীর একজন ভারতীয় অফিসার হাত ধরেছে একজন বিপ্লবীর ৷ তাঁদের সম্পর্কের থেকেও এখানে অনেক বেশি গুরুত্ব পেয়েছে তাঁদের দেশপ্রেম ৷ আর সেই কারণেই রেসুলের এই মন্তব্যের বিরোধীতায় এখন রীতিমতো সরব সোশাল মিডিয়া ৷

চেন্নাই, 5 জুলাই: অস্কার-জয়ী সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি সম্প্রতি 'আরআরআর' ছবি নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য় প্রচণ্ড ট্রোল হচ্ছেন সোশাল মিডিয়ায় ৷ এস এস রাজামৌলি পরিচালিত এই ব্লকব্লাস্টার ছবি নিয়ে কার্যত একটি অস্বস্তিকর খোঁচা দিয়েছেন তিনি ৷ সোমবার টুইটারে এক ব্যক্তি লেখেন তিনি 30 মিনিট এই ছবি তিনি দেখেছেন এবং তাঁর কাছে এটি 'আবর্জনার স্তুপ' ছাড়া আর কিছুই নয় ৷ তাঁর এই পোস্টের নীচেই রেসুল পুকুট্টি এই বিতর্কিত মন্তব্যটি করেন (Resul Pookutty on RRR) ৷

তিনি লেখেন, "একটা সমকামী প্রেমের গল্প..." শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন, "আলিয়াকে একবারের প্রপসের মতই ব্যবহার করা হয়েছে ছবিতে ৷" অস্কার-জয়ী শিল্পীর এই ধরণের মন্তব্যে রীতিমত ক্ষেপে ওঠেন নেটিজেনরা ৷ এক নেটিজেন টুইটে লেখেন, "রেসুল আপনি 'আরআরআর'-কে হেয় করার জন্য আজ নিজের সম্মান হারাচ্ছেন ।" এরপরেই রেসুল জানান, পশ্চিমে এই ছবিকে যেভাবে দেখা হচ্ছে তিনি শুধু সেইভাবেই বিষয়টি তুলে ধরেছেন ৷ জবাবি টুইটে তিনি লেখেন, "পশ্চিমে তাঁরা এটাকে এভাবেই দেখছে । আমি শুধু তাঁদের কথা তুলে ধরেছি ৷"

Resul Pookutty on RRR
অস্কার বিজয়ী সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি সম্প্রতি 'আরআরআর' ছবি নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য় প্রচণ্ড ট্রোল হচ্ছেন সোশাল মিডিয়ায়

আরও পড়ুন : 27 বছর পর ফের বড়পর্দায় করণ-অর্জুন, স্ক্রিনশেয়ার করতে চলেছেন সলমন-শাহরুখ

রামচরণ এবং এনটিআরের বন্ধুত্বই রাজামৌলির এই গল্পের ইউএসপি বলা যেতে পারে ৷ কাহিনীর দিকে তাকালে আমরা দেখতে পাই, ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ইংরেজ সেনাবাহিনীর একজন ভারতীয় অফিসার হাত ধরেছে একজন বিপ্লবীর ৷ তাঁদের সম্পর্কের থেকেও এখানে অনেক বেশি গুরুত্ব পেয়েছে তাঁদের দেশপ্রেম ৷ আর সেই কারণেই রেসুলের এই মন্তব্যের বিরোধীতায় এখন রীতিমতো সরব সোশাল মিডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.