কলকাতা, 20 মে : নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ পড়লেও জট বাংলায় জট কাটেনি 'দ্য কেরালা স্টোরি' ছবির ৷ 18 মে শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, বাংলায় 'দ্য় কেরালা স্টোরি'র যাত্রা নিয়ে আর কোনও বাধা রইল না ৷ কিন্তু তারপরেও বাংলায় সিঙ্গল স্ক্রিন হলের মালিকেরা এই ছবি চালাতে ভয় পাচ্ছেন ৷ ফলে শনিবার মাননীয়া মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন 'ইমপা'র চেয়ারম্যান রতন সাহা ৷
শনিবার সোশাল মিডিয়ায় একটি আবেদন ঘুরে বেড়াতে থাকে ৷ তাতে দেখা গিয়েছে, বাংলায় দ্য কেরালা স্টোরি মুক্তি প্রসঙ্গে সিনেমা হল মালিকদের পক্ষ থেকে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "আমি রাজনীতি একদম বুঝি না । আমার পরিচয়, আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং প্রাক্তন খেলোয়াড় এবং ইমপার সিনেমা হল মালিকদের চেয়ারম্যান । কেরালা স্টোরি সিনেমাটা আমি রিলিজ করেছি । আমি আপনার বিরুদ্ধে একটাও প্রতিবাদ করিনি । কারণ ছবিটা আমরা রিলিজ করেছি, সবাই বলবে আমাদের স্বার্থজড়িত আছে। তাই চুপচাপ ছিলাম। ইমপার পক্ষ থেকেই আপনাকে জানানো উচিৎ ছিল । কিন্তু কেউ কোনও প্রতিবাদ করেনি । বর্তমানে সিনেমা হলে দর্শক আসছে না । সিনেমা হলের করুণ অবস্থা । এই পরিস্থিতিতে কেরালা স্টোরি ছবিটা তিন দিনের বিক্রি ভালই ছিল । আপনার কাছে একান্ত অনুরোধ এই ছবিটা পশ্চিমবঙ্গে চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক । সিনেমা হলের মালিকদের স্বার্থে । সিনেমা শিল্প বাঁচানোর জন্যে ছোট্ট প্রচেষ্টা।"
এই প্রসঙ্গে টেলিফোনে 'ইমপা'র চেয়ারম্যান রতন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি দিদির কাছে অনুরোধ জানিয়েছি উনি যদি একবার সম্মতি প্রকাশ করে দেন ৷ আসলে ভরসা পাচ্ছেন না কোনও সিনেমা হলের মালিকরা ৷ উনি যদি একবার ভরসা দেন, যেমন বন্ধ করেছেন তেমন যদি উনি আমাদের একটা আশ্বাস দেন, নোটিফিকেশন করে দেন, এই ছবিটা আদালাতের নির্দেশ মতো চালালে আমাদের কোনও অসুবিধা নেই ৷ তাহলে আমরা চালাতে পারতাম আবার ৷" ভয় কিসের প্রসঙ্গে জানতে চাইলেন তিনি বলেন, "সিনেমা হলের মালিকদের অনেক ত্রুটি-বিচ্যুতি রয়েছে ৷ কিছু কিছু লাইসেন্সের প্রবলেম রয়েছে ৷ ভয় এটাই যদি সিনেমাটা চালানো হয় তাহলে যদি হলের লাইসেন্স বাতিল হয়ে যায় ! আমাদের গত তিন-চার বছর ধরে কোনও লাইসেন্স রিনিউ হচ্ছে না ৷ অগ্নিনির্বাপক ব্যবস্থা মেনে লাইসেন্স রিনিউ হচ্ছে না ৷ তাই সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা আছে ৷"
আরও পড়ুন: বাংলায় 'হল' না পেলে আবার আদালতে যাওয়ার ইঙ্গিত, 'কেরালা স্টোরি' নিয়ে কড়া অবস্থান নির্মাতাদের
তিনি আরও জানিয়েছেন, মাল্টিপ্লেক্স মালিকদের তো সেই ভয়টা নেই ৷ তাদের কিন্তু রিনিউ আছে ৷ তারা চালাচ্ছে না কেন, এটা বুঝতে পারছেন না ৷ এই ছবি মুক্তির পর ভালো ব্যবসা দিয়েছে ৷ তাই সিনেমাটা বাংলায় আবার আসলে অনেক সিনেমা হল মালিক বেঁচে যায় ৷