ETV Bharat / entertainment

New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে - পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ কেকে'র মৃত্যুর পর 'ধুপ পানি বহনে দে' মুক্তি পেতে চলেছে (new song of KK from the film Sherdil) ৷

dhoop paani bahne de
সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে
author img

By

Published : Jun 5, 2022, 5:02 PM IST

Updated : Jun 5, 2022, 5:10 PM IST

কলকাতা, 5 জুন : ফিরছেন কেকে ৷ তাঁর গানে, কণ্ঠে, সুরের মুর্ছনায় ফের শ্রোতাদের মাঝে ধরা দেবেন সদ্য প্রয়াত জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ৷ তাঁর সুরেলা সফরের জাদু ভান্ডারে এবার যোগ হতে চলেছে 'ধুপ পানি বহনে দে' ৷ সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী হিন্দি ছবি 'শেরদিল' ৷ সোমবার মুক্তি পেতে চলেছে 'শেরদিল' ছবিক প্রথম গান 'ধুপ পানি বহনে দে' (new song of KK will release Monday) ৷ গুলজারের কথায়, শান্তনু মৈত্রের সুরে এই গান কেকে'র গাওয়া শেষ গানগুলির মধ্যে অন্যতম (new song of KK from the film Sherdil) ৷ এক টুইট বার্তায় রবিবার এই কথা জানিয়েছেন পরিচালক ৷

টুইটে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, "গুলজার এবং কেকে'র সঙ্গে এই গানটির রেকর্ডিংয়ের সময়ের একটি ভিডিয়ো আগেই শেয়ার করেছি ৷ দুঃস্বপ্নেও কখনও ভাবতে পারিনি শেরদিলের প্রথম গান প্রকাশ করতে হবে কেকে'র অনুপস্থিতিতে ৷ শুভ যাত্রা, বন্ধু ৷ " এই টুইট বার্তাতেই সৃজিত জানিয়েছেন, কেকে'র সৃষ্টি, তাঁর গানের মাধ্যমেই তাঁরা শ্রদ্ধা জানাতে চান শিল্পীকে ৷ সোমবার প্রকাশ পাবে কেকে'র গাওয়া 'ধুপ পানি বহনে দে' ৷ গত 12 এপ্রিল এই গানটির রেকর্ডিংয়ের মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কেকে নিজেও ৷

  • Had already shared a video of Gulzar Saab and KK from this recording.
    Never imagined in my wildest dreams the first song of Sherdil will be released in his absence. Travel well, my friend. pic.twitter.com/w9E2DFXVEw

    — Srijit Mukherji (@srijitspeaketh) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিতর্কের মাঝেই গানে গানে কেকে স্মরণ 'X=PREM' টিমের

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ হৃদরোগজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ৷ তাঁর অগণিত ভক্ত, শ্রোতাদের কাঁদিয়ে চলে গিয়েছেন কেকে ৷ গোটা একটা প্রজন্মকে তাঁর গানের মাধ্যমেই প্রেম, ভালোবাসা, বিচ্ছেদের শেষ না হওয়া এক সুরেলা সফর উপহার দিয়েছিলেন এই শিল্পী ৷ চলে গিয়েও তিনি রয়ে গিয়েছেন সুরের জগতে অক্ষয় হয়ে ৷ না থেকেও শ্রোতাদের দিয়ে গেলেন নতুন উপহার ৷

কলকাতা, 5 জুন : ফিরছেন কেকে ৷ তাঁর গানে, কণ্ঠে, সুরের মুর্ছনায় ফের শ্রোতাদের মাঝে ধরা দেবেন সদ্য প্রয়াত জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ৷ তাঁর সুরেলা সফরের জাদু ভান্ডারে এবার যোগ হতে চলেছে 'ধুপ পানি বহনে দে' ৷ সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী হিন্দি ছবি 'শেরদিল' ৷ সোমবার মুক্তি পেতে চলেছে 'শেরদিল' ছবিক প্রথম গান 'ধুপ পানি বহনে দে' (new song of KK will release Monday) ৷ গুলজারের কথায়, শান্তনু মৈত্রের সুরে এই গান কেকে'র গাওয়া শেষ গানগুলির মধ্যে অন্যতম (new song of KK from the film Sherdil) ৷ এক টুইট বার্তায় রবিবার এই কথা জানিয়েছেন পরিচালক ৷

টুইটে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, "গুলজার এবং কেকে'র সঙ্গে এই গানটির রেকর্ডিংয়ের সময়ের একটি ভিডিয়ো আগেই শেয়ার করেছি ৷ দুঃস্বপ্নেও কখনও ভাবতে পারিনি শেরদিলের প্রথম গান প্রকাশ করতে হবে কেকে'র অনুপস্থিতিতে ৷ শুভ যাত্রা, বন্ধু ৷ " এই টুইট বার্তাতেই সৃজিত জানিয়েছেন, কেকে'র সৃষ্টি, তাঁর গানের মাধ্যমেই তাঁরা শ্রদ্ধা জানাতে চান শিল্পীকে ৷ সোমবার প্রকাশ পাবে কেকে'র গাওয়া 'ধুপ পানি বহনে দে' ৷ গত 12 এপ্রিল এই গানটির রেকর্ডিংয়ের মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কেকে নিজেও ৷

  • Had already shared a video of Gulzar Saab and KK from this recording.
    Never imagined in my wildest dreams the first song of Sherdil will be released in his absence. Travel well, my friend. pic.twitter.com/w9E2DFXVEw

    — Srijit Mukherji (@srijitspeaketh) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিতর্কের মাঝেই গানে গানে কেকে স্মরণ 'X=PREM' টিমের

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ হৃদরোগজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ৷ তাঁর অগণিত ভক্ত, শ্রোতাদের কাঁদিয়ে চলে গিয়েছেন কেকে ৷ গোটা একটা প্রজন্মকে তাঁর গানের মাধ্যমেই প্রেম, ভালোবাসা, বিচ্ছেদের শেষ না হওয়া এক সুরেলা সফর উপহার দিয়েছিলেন এই শিল্পী ৷ চলে গিয়েও তিনি রয়ে গিয়েছেন সুরের জগতে অক্ষয় হয়ে ৷ না থেকেও শ্রোতাদের দিয়ে গেলেন নতুন উপহার ৷

Last Updated : Jun 5, 2022, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.