হায়দরাবাদ, 14 অগস্ট: অগস্টের দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে চলছে বিগ ব্যাটল ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবসের ছুটির কথা মাথায় রেখে একগুচ্ছ ছবি নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা ৷ 11 অগস্ট মুক্তি পেয়েছে অমিত রাই পরিচালিত এবং অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'ও মাই গড 2' ৷ একইদিনে মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2'ও ৷ আর তার ঠিক একদিন আগেই প্রেক্ষাগৃহে ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত ৷ নেলসনের 'জেলার' ছবির হাত ধরে এবার পর্দায় ফিরেছেন থালাইভা ৷ বক্স অফিসে এবার কেমন জমল এই বিগ ব্যাটেল ৷ প্রথম শনি ও রবিবার মিলিয়ে কোন ছবি কোন মাইলস্টোন ছুঁল, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ৷
প্রথমেই 'জেলার' ছবির বক্স অফিস রিপোর্ট কেমন হল আসুন দেখে নিই ৷ নেলসন দিলীপ কুমার পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল গত 10 অগস্ট ৷ শুরু থেকেই রজনী ফ্যানেদের আগ্রহ ছিল তুঙ্গে ৷ শনিবার এবং রবিবারও তার ব্যতিক্রম হয়নি ৷ বিভিন্ন ট্রেড রিপোর্ট অনুযায়ী কেবল রবিবারেই এই ছবি আয় করেছে 38 কোটি টাকা ৷ যার জেরে শুধু ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 146 কোটি টাকা ৷ অর্থাৎ খুব তাড়াতাড়ি 150 কোটির ক্লাবে জায়গা করে নেবে এই ছবি ৷
অন্যদিকে সানি দেওলের 'গদর 2' নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সমালোচকরা ৷ তরণ আদর্শের মতো অনেকেই দাবি করেছিলেন 22 বছর পর আবার একটা ব্লকবাস্টার উপহার দিতে চলেছেন অনিল শর্মা ৷ শনিবার যেতে না-যেতেই সেই অনুমানে সিলমোহর পড়ে গিয়েছিল ৷ দু'দিনেই নির্মাতারা ঘরে তুলে ফেলেছিলেন 83.18 কোটি টাকা ৷ শুক্রবার 40.18 কোটি টাকা খাতা খুলেছিল এই ছবি ৷ আর তারপর শনিবার এই ছবিটি আয় করে আরও 43 কোটি টাকা ৷ রবিবারও অব্যহত ছিল সাফল্য ৷ বাজেটের টাকা ঘরে তুলে 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি ৷ রিপোর্ট বলছে, রবিবার 52 কোটি টাকা ঘরে তুলেছেন নির্মাতারা ৷ আর অন্য়দিকে বিশ্বব্যাপী মোট ব্যবসার নিরিখে 225 কোটিতে পৌঁছে গিয়েছে ছবিটি ৷
আরও পড়ুন: ফাঁস 'জওয়ান' ছবির দৃশ্য, আদালতের দ্বারস্থ শাহরুখ গৌরী
এই দুই তেজি ঘোড়ার পাশে কেমন ছুটছে অক্ষয়ের 'ওএমজি 2'? বেশকিছু ছবি পরপর ব্যর্থ হওয়ার পর অনেকেই আশা করেছিলেন হয়তো 'ওএমজি 2' ছবির হাত ধরে অক্ষয়ের কপাল ফিরবে ৷ কিন্তু লড়াইটা কঠিন হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ফর্মুলা ছবির গল্পের তুলনায় অক্ষয়ের এই ছবির কাহিনি বেশ সাহসী ৷ যৌন শিক্ষা শিক্ষার্থীদের জন্য ঠিক কতটা জরুরি সেই নিয়েই গড়ে উঠেছে এই ছবি ৷ কোর্ট রুম ড্রামা তো আছেই সঙ্গে আছে অক্ষয়-পঙ্কজের অনবদ্য কমেডি ৷ কিন্তু তাও 150 কোটির এই ছবি প্রথম উইকএন্ড শেষে 50 কোটির ক্লাবেও ঢুকতে পারল না ৷ বিভিন্ন রিপোর্ট বলছে রবিবার ছবির আয় ছিল 18 কোটি টাকা ৷ যার জেরে সপ্তাহ শেষে 43 কোটিতেই সন্তুষ্ট হতে হল নির্মাতাদের ৷