ETV Bharat / entertainment

Teaser of Tarokar Mrityu: ভূতের কাণ্ড নাকি হত্যা রহস্য ? মুক্তি পেল হরনাথ চক্রবর্তীর 'তারকার মৃত্য়ু'র টিজার - Official Teaser of Tarokar Mrityu

মুক্তি পেল হরনাথ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি 'তারকার মৃত্য়ু'র টিজার ৷ এবার রহস্য আর অলৌকিক ছবির ঘরানাকে বেছে নিলেন পরিচালক ৷

Teaser of Tarokar Mrityu
মুক্তি পেল তারকার মৃত্যুর টিজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 5:08 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: মুক্তি পেল হরনাথ-রঞ্জিত মল্লিক জুটির নতুন ছবি 'তারকার মৃত্য়ু'র টিজার ৷ মঙ্গলবার ছবির অফিসিয়াল পোস্টার সামনে এনেছিলেন নির্মাতারা ৷ আর এবার সামনে এল ছবির টিজার ৷ হরনাথ চক্রবর্তীর পরিচালিত এই ছবিতে রঞ্জিত মল্লিক ছাড়াও রয়েছেন পার্নো মিত্র এবং ঋত্বিক চক্রবর্তী । কার্যত এই তিনজনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গল্পটি ৷

টিজারটি শেয়ার করে এদিন নির্মাতারা লেখেন, "একটি অশরীরী ছায়া-ছবি ৷" টিজারে অবশ্য় কোনও সংলাপ রাখেননি নির্মাতারা ৷ তবে এটুকু বুঝিয়ে দিয়েছেন গল্পের মূলে রয়েছে রহস্যের জাল ৷ ছবির গল্প আবর্তিত হয়েছে এক দম্পতিকে কেন্দ্রে রেখে । দম্পতির চরিত্রে রয়েছেন ঋত্বিক এবং পার্নো । গল্প অনুযায়ী ঋত্বিক একজন স্ক্রিপ্ট রাইটার । আর পার্নোকে দেখা যাবে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় । তারা দু'জনে ছুটি কাটাতে রওনা দেয় কালিম্পং । একটি বাংলোও বুক করে থাকার জন্য । স্থানীয় লোকেরা এই বাড়িটিকে বলে ভূতুড়ে বাড়ি ।

Teaser of Tarokar Mrityu
ঋত্বিক চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিক এবার স্ক্রিনশেয়ার করবেন তারকার মৃত্যু ছবিতে

ভূতুড়ে কিছু কাণ্ডের সাক্ষী হতে শুরু করে তারাও ৷ গল্প ধীরে ধীরে হত্যা রহস্যের দিকে মোড় নেয় । এরপরে ছবিতে আগমন ঘটে একজন তদন্তকারী অফিসারের ৷ খুন এবং বাড়ির চারপাশের হাজারো রহস্যের তদন্তভার রয়েছে তার ওপর । এই চরিত্রে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক । এই তিনজন অভিনেতা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দোপাধ্যায়, প্রিয়াঙ্কা মণ্ডল এবং সোহম মজুমদার ।

আরও পড়ুন: কবে আসছে 'বাঘা যতীন' ছবির টিজার ? অবশেষে মিলল উত্তর

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই থ্রিলারটির গল্প নির্মাণ করেছেন হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । 'তারকার মৃত্যু' মুক্তি পাবে আগামী 29 সেপ্টেম্বর । ওটিটিতেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হরনাথের এই ছবি কি সত্য়িই অলৌকিক নাকি এর মধ্যে রয়েছে অন্য রহস্যের প্যাঁচ ৷ জানা যাবে আগামীতে ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: মুক্তি পেল হরনাথ-রঞ্জিত মল্লিক জুটির নতুন ছবি 'তারকার মৃত্য়ু'র টিজার ৷ মঙ্গলবার ছবির অফিসিয়াল পোস্টার সামনে এনেছিলেন নির্মাতারা ৷ আর এবার সামনে এল ছবির টিজার ৷ হরনাথ চক্রবর্তীর পরিচালিত এই ছবিতে রঞ্জিত মল্লিক ছাড়াও রয়েছেন পার্নো মিত্র এবং ঋত্বিক চক্রবর্তী । কার্যত এই তিনজনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গল্পটি ৷

টিজারটি শেয়ার করে এদিন নির্মাতারা লেখেন, "একটি অশরীরী ছায়া-ছবি ৷" টিজারে অবশ্য় কোনও সংলাপ রাখেননি নির্মাতারা ৷ তবে এটুকু বুঝিয়ে দিয়েছেন গল্পের মূলে রয়েছে রহস্যের জাল ৷ ছবির গল্প আবর্তিত হয়েছে এক দম্পতিকে কেন্দ্রে রেখে । দম্পতির চরিত্রে রয়েছেন ঋত্বিক এবং পার্নো । গল্প অনুযায়ী ঋত্বিক একজন স্ক্রিপ্ট রাইটার । আর পার্নোকে দেখা যাবে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় । তারা দু'জনে ছুটি কাটাতে রওনা দেয় কালিম্পং । একটি বাংলোও বুক করে থাকার জন্য । স্থানীয় লোকেরা এই বাড়িটিকে বলে ভূতুড়ে বাড়ি ।

Teaser of Tarokar Mrityu
ঋত্বিক চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিক এবার স্ক্রিনশেয়ার করবেন তারকার মৃত্যু ছবিতে

ভূতুড়ে কিছু কাণ্ডের সাক্ষী হতে শুরু করে তারাও ৷ গল্প ধীরে ধীরে হত্যা রহস্যের দিকে মোড় নেয় । এরপরে ছবিতে আগমন ঘটে একজন তদন্তকারী অফিসারের ৷ খুন এবং বাড়ির চারপাশের হাজারো রহস্যের তদন্তভার রয়েছে তার ওপর । এই চরিত্রে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক । এই তিনজন অভিনেতা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দোপাধ্যায়, প্রিয়াঙ্কা মণ্ডল এবং সোহম মজুমদার ।

আরও পড়ুন: কবে আসছে 'বাঘা যতীন' ছবির টিজার ? অবশেষে মিলল উত্তর

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই থ্রিলারটির গল্প নির্মাণ করেছেন হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । 'তারকার মৃত্যু' মুক্তি পাবে আগামী 29 সেপ্টেম্বর । ওটিটিতেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হরনাথের এই ছবি কি সত্য়িই অলৌকিক নাকি এর মধ্যে রয়েছে অন্য রহস্যের প্যাঁচ ৷ জানা যাবে আগামীতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.