কলকাতা, 22 এপ্রিল: পরিচালক শিলাদিত্য মৌলিক ফের বানিয়েছেন ভালোবাসার গল্প 'হৃদপিণ্ড'। 13 মে মুক্তি পাবে এই ছবি (Hridpindo Official Teaser)। মুক্তি পেল ছবির টিজার (Official Teaser of Hridpindo is out)৷
গল্পের নায়িকা আর্যা একজন শিক্ষিতা, পরিশীলিতা, ঝকঝকে নারী । সায়ান্স কলেজের লেকচারার সে । স্বামী সোমককে নিয়ে তার সুখী পরিবার । হঠাতই ঋক নামে এক যুবকের সঙ্গে তার আলাপ হয় । পাল্টাতে শুরু করে আর্যার জীবন । নিমেষে সে পাড়ি দেয় তার টিন এজ-এ । সেই ঋক তার জীবনে ঠিক কী রকম প্রভাব ফেলে সেটাই দেখার ।
অরুণাচল প্রদেশের সীমান্ত গ্রাম দেবাং ভ্যালির মনোরম পরিবেশে ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে । সবুজে ঘেরা সেই উপত্যকায় উপজাতিদের বসবাস । মানুষ কম যান সেখানে । তাই তার সৌন্দর্য আজও অটুট । নদীর সঙ্গম থেকে কমলালেবুর বাগান-সহ গালিচায় মোড়া সবুজ এই উপত্যকাকে লোকেশন হিসেবে বেছে নিয়েছেন পরিচালক ।
আর্যার চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee in Hridpindo), সোমকের চরিত্রে সাহেব চট্টোপাধ্যায় এবং ঋকের চরিত্রে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ।
এ ছাড়াও আছেন অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, ডঃ দীপান্বিতা হাজারি, সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ চক্রবর্তী প্রমুখ ।
![Official Teaser of Hridpindo is out](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/theofficialteaserofhridpindoisoutnow_22042022084617_2204f_1650597377_911.jpg)
সম্প্রতি সামনে এসেছে ছবির অফিসিয়াল টিজার । শিগগিরই হাজির হবে ছবির ট্রেলার ।
-
Come experience the true essence of LOVE with KSS Productions & Entertainment's upcoming film HRIDPINDO.
— Kss productions and Entertainment (@productions_kss) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Film releasing on ~ 13th May, 2022@kansodha @ArpitaCP @SVFMusic @SVFsocial
#hridpindo pic.twitter.com/1kqQ4s71eW
">Come experience the true essence of LOVE with KSS Productions & Entertainment's upcoming film HRIDPINDO.
— Kss productions and Entertainment (@productions_kss) April 20, 2022
Film releasing on ~ 13th May, 2022@kansodha @ArpitaCP @SVFMusic @SVFsocial
#hridpindo pic.twitter.com/1kqQ4s71eWCome experience the true essence of LOVE with KSS Productions & Entertainment's upcoming film HRIDPINDO.
— Kss productions and Entertainment (@productions_kss) April 20, 2022
Film releasing on ~ 13th May, 2022@kansodha @ArpitaCP @SVFMusic @SVFsocial
#hridpindo pic.twitter.com/1kqQ4s71eW
আরও পড়ুন: Indranil Mullick: ভাল দেখতে ছেলেরাই নায়ক হবে ইন্ডাস্ট্রিতে এই মিথ ভেঙেছে: ইন্দ্রনীল