ETV Bharat / entertainment

Tarokar Mrityu: হরনাথ চক্রবর্তীর ছবিতে ফের রঞ্জিত মল্লিক, মুক্তি পেল 'তারকার মৃত্যু'র অফিসিয়াল পোস্টার - মুক্তি পেল হরনাথ চক্রবর্তীর নতুন ছবি

মুক্তি পেল হরনাথ চক্রবর্তীর নতুন ছবি 'তারকার মৃত্যু'র অফিসিয়াল পোস্টার ৷ ফের তিনি হাত ধরলেন রঞ্জিত মল্লিকের ৷

Tarokar Mrityu
তারকার মৃত্যু ছবির অফিসিয়াল পোস্টা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 9:38 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: কয়েকদিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে রঞ্জিত-হরনাথ জুটির প্রজেক্ট 'ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান' ৷ অবসরপ্রাপ্ত একজন মানুষের জীবনকাহিনি ফুটিয়ে তুলেছে এই গল্পটি ৷ এরই মাঝে আবার মদন মিত্রকে নিয়ে 'ওহ লাভলি' ছবিটিও তৈরি করেছেন হরনাথ চক্রবর্তী ৷ সেই ছবি মুক্তির পর কয়েক দিন কাটতে না-কাটতেই আবার নতুন প্রজেক্ট নিয়ে হাজির এই বর্ষীয়ান পরিচালক ৷ ছবির নাম 'তারকার মৃত্যু' ৷ ফের তিনি হাত মেলালেন রঞ্জিত মল্লিকের সঙ্গে ৷ এবার তাঁর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পার্নো মিত্রও ৷

এই তিন তারকাকে নিয়ে হরনাথ বানালেন 'তারকার মৃত্যু' ৷ 'ওহ লাভলি' ছবি নিয়ে কথা বলতে গিয়েই হরনাথ ইটিভি ভারতকে জানিয়েছিলেন, পরপর বেশ কয়েকটি কাজ আসতে চলেছে তাঁর ৷ 25 অগস্ট এই ছবি মুক্তি পাওয়ার পরেই নতুন প্রজেক্টে মন দেবেন তিনি ৷ সেই কথা রাখলেন তিনি ৷ সামনে আনলেন তাঁর প্রথম নতুন কাজের অফিসিয়াল পোস্টার ৷

প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফে এদিন পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, "আতঙ্ক? নাকি রহস্য? নাকি দুটোই? মুক্তি পেল হরনাথ চক্রবর্তী পরিচালিত 'তারকার মৃত্যু' ছবির অফিসিয়াল পোস্টার ৷ আগামী 29 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷" তবে হরনাথের এই ছবিটি হলে মুক্তি পাচ্ছে না ৷ ছবিটি দেখা যাবে আড্ডা টাইমসের ওটিটি প্লাটফর্মে ৷ এর আগে হরনাথের 'ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান'ও মুক্তি পেয়েছিল এই ওটিটি মঞ্চেই ৷

আরও পড়ুন: শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির পোস্টার শেয়ার পার্নোর

ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন পদ্মনাভ দাশগুপ্ত ৷ আর সুরের দায়িত্বে রয়েছেন নবারুণ বোস ৷ সিনেমাটোগ্রাফির দায়িত্বে সুপ্রিয় দত্ত আর সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায় ৷ ছবিতে রঞ্জিত, ঋত্বিক এবং পার্নো ছাড়াও রয়েছেন এক ঝাঁক তারকা ৷ রয়েছেন সোহম মজুমদার, অনিন্দ্য বন্দোপাধ্যায় এবং স্বস্তিকা গুহ ঠাকুরতার মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: কয়েকদিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে রঞ্জিত-হরনাথ জুটির প্রজেক্ট 'ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান' ৷ অবসরপ্রাপ্ত একজন মানুষের জীবনকাহিনি ফুটিয়ে তুলেছে এই গল্পটি ৷ এরই মাঝে আবার মদন মিত্রকে নিয়ে 'ওহ লাভলি' ছবিটিও তৈরি করেছেন হরনাথ চক্রবর্তী ৷ সেই ছবি মুক্তির পর কয়েক দিন কাটতে না-কাটতেই আবার নতুন প্রজেক্ট নিয়ে হাজির এই বর্ষীয়ান পরিচালক ৷ ছবির নাম 'তারকার মৃত্যু' ৷ ফের তিনি হাত মেলালেন রঞ্জিত মল্লিকের সঙ্গে ৷ এবার তাঁর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পার্নো মিত্রও ৷

এই তিন তারকাকে নিয়ে হরনাথ বানালেন 'তারকার মৃত্যু' ৷ 'ওহ লাভলি' ছবি নিয়ে কথা বলতে গিয়েই হরনাথ ইটিভি ভারতকে জানিয়েছিলেন, পরপর বেশ কয়েকটি কাজ আসতে চলেছে তাঁর ৷ 25 অগস্ট এই ছবি মুক্তি পাওয়ার পরেই নতুন প্রজেক্টে মন দেবেন তিনি ৷ সেই কথা রাখলেন তিনি ৷ সামনে আনলেন তাঁর প্রথম নতুন কাজের অফিসিয়াল পোস্টার ৷

প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফে এদিন পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, "আতঙ্ক? নাকি রহস্য? নাকি দুটোই? মুক্তি পেল হরনাথ চক্রবর্তী পরিচালিত 'তারকার মৃত্যু' ছবির অফিসিয়াল পোস্টার ৷ আগামী 29 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷" তবে হরনাথের এই ছবিটি হলে মুক্তি পাচ্ছে না ৷ ছবিটি দেখা যাবে আড্ডা টাইমসের ওটিটি প্লাটফর্মে ৷ এর আগে হরনাথের 'ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান'ও মুক্তি পেয়েছিল এই ওটিটি মঞ্চেই ৷

আরও পড়ুন: শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির পোস্টার শেয়ার পার্নোর

ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন পদ্মনাভ দাশগুপ্ত ৷ আর সুরের দায়িত্বে রয়েছেন নবারুণ বোস ৷ সিনেমাটোগ্রাফির দায়িত্বে সুপ্রিয় দত্ত আর সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায় ৷ ছবিতে রঞ্জিত, ঋত্বিক এবং পার্নো ছাড়াও রয়েছেন এক ঝাঁক তারকা ৷ রয়েছেন সোহম মজুমদার, অনিন্দ্য বন্দোপাধ্যায় এবং স্বস্তিকা গুহ ঠাকুরতার মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.