ETV Bharat / entertainment

Nushrratt Bharuccha Video: হামাসের হামলার ঠিক আগে ইজরায়েলে কী করছিলেন নুসরত ? ভাইরাল ভিডিয়ো - নুসরত ভারুচা

Nushrratt Bharuccha Video in Israel: ইজরায়েলের হাইফা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নুসরত ভারুচার গান গাওয়ার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । হামাসের হামলার ঠিক আগে অনুষ্ঠিত সেই ফিল্ম ফেস্টে ভালো সময় কাটান অভিনেত্রী ৷

Nushrratt Bharuccha Video in Israel
ইজরায়েলে নুসরত ভারুচা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 6:19 PM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: ইজরায়েলে তাঁর ফিল্ম আকেলির প্রিমিয়ারে বলিউডের গান 'তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ' গাইছেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ এমনই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ নুসরতের সেই গানের তারিফ করেছেন নেট নাগরিকরা ৷ গত শনিবার তেল আভিভে হামাসের নজিরবিহীন আক্রমণের ঠিক আগে হয় সেই ইভেন্ট ৷ এরপরই হামলার জেরে সে দেশে আটকে পড়েছিলেন আকেলি স্টার ৷

উল্লেখ্য, নুসরত ভারুচা আকেলির প্রিমিয়ারের জন্য হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন । ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, প্রিমিয়ারে সহ-অভিনেতা সাহি হালেভি ও অন্যান্যদের সঙ্গে বেশ আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন নুসরত ভারুচা ৷ তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ হামাস জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণসংশয়ের আশংকা দেখা দেয় ৷

প্রথমে জানা গিয়েছিল, নুসরতের সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না ৷ পরে তাঁর দলের এক সদস্য জানান যে, শেষবার যখন কথা হয়েছে, তখন বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী ৷ এরপর ভারতীয় দূতাবাসের চেষ্টায় তিনি নিরাপদে দেশে ফেরেন ৷ তবে মুম্বই বিমানবন্দরে যখন তাঁর বিমান অবতরণ করে, তখন একেবারে বিধ্বস্ত দেখিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর চোখে-মুখে তখনও আতঙ্কের ছাপ ৷ তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল যে, কতটা মানসিক উদ্বেগে ছিলেন তিনি ৷ সাংবাদিকদের সঙ্গে একটাও কথা বলতে চাননি নুসরত ৷ তাঁকে ভিড় সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান তাঁর নিরাপত্তা রক্ষীরা ৷

আরও পড়ুন: চোখে-মুখে যুদ্ধের আতঙ্ক, ইজরায়েল থেকে মুম্বই ফিরলেন নুসরত

প্রণয় মেশরাম পরিচালিত আকেলি একটি থ্রিলার ড্রামা, যা ভারতীয় প্রেক্ষাগৃহে 25 অগস্ট মুক্তি পেয়েছে । মজার বিষয় হল, মুভির প্লটটির সঙ্গে এই ঘটনা অনেকটা মিলে যায় ৷ ছবিতে একটি ভারতীয় মেয়ে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি, সেখান থেকে প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা করছেন তিনি ৷ সেই কন্যাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নুসরতের পরবর্তী ছবি ছোরি 2 ৷ এটি একটি হরর ফিল্ম ৷ একজন গর্ভবতী তাঁর স্বামীর সঙ্গে একটি নতুন বাড়িতে যান । সেখানেই ঘটে নানা ভূতুড়ে কাণ্ড ৷ বিশাল ফুরিয়া পরিচালিত ছোরি 2-তে সোহা আলি খান এবং সৌরভ গোয়েলও মুখ্য ভূমিকায় রয়েছেন । এসএস রাজামৌলী পরিচালিত ছত্রপতির হিন্দি রিমেকেও দেখা যাবে নুসরতকে ৷ এই ছবিতে প্রভাসকে মুখ্য ভূমিকায় দেখা যাবে ।

হায়দরাবাদ, 9 অক্টোবর: ইজরায়েলে তাঁর ফিল্ম আকেলির প্রিমিয়ারে বলিউডের গান 'তেরে জ্যায়সা ইয়ার কাহাঁ' গাইছেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ এমনই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ নুসরতের সেই গানের তারিফ করেছেন নেট নাগরিকরা ৷ গত শনিবার তেল আভিভে হামাসের নজিরবিহীন আক্রমণের ঠিক আগে হয় সেই ইভেন্ট ৷ এরপরই হামলার জেরে সে দেশে আটকে পড়েছিলেন আকেলি স্টার ৷

উল্লেখ্য, নুসরত ভারুচা আকেলির প্রিমিয়ারের জন্য হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন । ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, প্রিমিয়ারে সহ-অভিনেতা সাহি হালেভি ও অন্যান্যদের সঙ্গে বেশ আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন নুসরত ভারুচা ৷ তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ হামাস জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণসংশয়ের আশংকা দেখা দেয় ৷

প্রথমে জানা গিয়েছিল, নুসরতের সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না ৷ পরে তাঁর দলের এক সদস্য জানান যে, শেষবার যখন কথা হয়েছে, তখন বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী ৷ এরপর ভারতীয় দূতাবাসের চেষ্টায় তিনি নিরাপদে দেশে ফেরেন ৷ তবে মুম্বই বিমানবন্দরে যখন তাঁর বিমান অবতরণ করে, তখন একেবারে বিধ্বস্ত দেখিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর চোখে-মুখে তখনও আতঙ্কের ছাপ ৷ তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল যে, কতটা মানসিক উদ্বেগে ছিলেন তিনি ৷ সাংবাদিকদের সঙ্গে একটাও কথা বলতে চাননি নুসরত ৷ তাঁকে ভিড় সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান তাঁর নিরাপত্তা রক্ষীরা ৷

আরও পড়ুন: চোখে-মুখে যুদ্ধের আতঙ্ক, ইজরায়েল থেকে মুম্বই ফিরলেন নুসরত

প্রণয় মেশরাম পরিচালিত আকেলি একটি থ্রিলার ড্রামা, যা ভারতীয় প্রেক্ষাগৃহে 25 অগস্ট মুক্তি পেয়েছে । মজার বিষয় হল, মুভির প্লটটির সঙ্গে এই ঘটনা অনেকটা মিলে যায় ৷ ছবিতে একটি ভারতীয় মেয়ে যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি, সেখান থেকে প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা করছেন তিনি ৷ সেই কন্যাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নুসরতের পরবর্তী ছবি ছোরি 2 ৷ এটি একটি হরর ফিল্ম ৷ একজন গর্ভবতী তাঁর স্বামীর সঙ্গে একটি নতুন বাড়িতে যান । সেখানেই ঘটে নানা ভূতুড়ে কাণ্ড ৷ বিশাল ফুরিয়া পরিচালিত ছোরি 2-তে সোহা আলি খান এবং সৌরভ গোয়েলও মুখ্য ভূমিকায় রয়েছেন । এসএস রাজামৌলী পরিচালিত ছত্রপতির হিন্দি রিমেকেও দেখা যাবে নুসরতকে ৷ এই ছবিতে প্রভাসকে মুখ্য ভূমিকায় দেখা যাবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.