দুবাই, 7 ফেব্রুয়ারি: নৃত্য়শিল্পী তথা নায়িকা নোরা ফতেহি সোমবার দুবাইতে উদযাপন করলেন তাঁর 31তম জন্মদিন ৷ সোমবার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন এই অভিনেত্রী ৷ তাঁর অনুরাগীদের জন্য় সেলিব্রেশনের বেশকিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই অভিনেত্রী ৷ ভিডিয়োতে তাঁকে একটি ইয়াটে বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে (Nora Fatehi dancing on yacht in Dubai )৷
নোরা যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে তাঁকে সিরিয়ার গায়ক লামিস গানের একটি গানে কোমর দোলাতে দেখা গিয়েছে ৷ জুমেইরাহ সমুদ্র সৈকতে নোরা তাঁর বন্ধু-বান্ধবদের সঙ্গে নাচে মেতে উঠেছেন ৷ তিনি তাঁর এই ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, 'আমি মনযোগ দেওয়ার চেষ্টা করছি বটে তবে এখন সমস্ত মনযোগই আমার দিকে ৷' তাঁর ইনস্টা স্টোরিতে অবশ্য আরও বেশকিছু ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তার কোনওটিতে তাঁকে দেখা গিয়েছে গানের তালে তালে নাচে মেতে উঠতে আবার কোনওটিতে তিনি বান্ধবীদের সঙ্গে নেহাতই মজার অঙ্গভঙ্গিতে মেতে উঠেছেন (Nora Fatehi birthday in dubai )৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নোরা এদিন ক্যামেরার সামনে এসেছেন সুন্দর একটি ফ্লোরাল ড্রেসে ৷ নোরা এই ভিডিয়োটি শেয়ার করার পর থেকেই তাঁর অনুরাগীরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন তাঁর এই পোস্টের নীচে ৷ কেউ লিখেছেন,'জন্মদিনের শুভেচ্ছা নোরা ৷ আগামী দিন সবচেয়ে সুন্দর কাটুক ৷' আবার কেউ লিখেছেন, 'শুভ জন্মদিন কিউটি' ৷ নোরা তাঁর ফ্যাশন সেন্সের জন্য় বিশেষ পরিচিত ৷ একইসঙ্গে পরিচিত তাঁর নাচের জন্যও ৷ ফিফা বিশ্বকাপেও নৃত্য প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন এই অভিনেত্রী ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: আজই চার হাত এক হবে সিড-কিয়ারার, দেখুন মেহেন্দির ভাইরাল ভিডিয়ো
অভিনেত্রী শেষ পর্দায় দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানার ছবি 'অ্যান অ্যাকশন হিরো'-তে ৷ এই ছবিতে 'জাদা নাশা' গানে নৃত্য পরিবেশন করেছেন তিনি ৷ তাঁর হাতে এছাড়াও আরও বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে সাজিদ খান পরিচালিত '100 পার্সেন্ট' ছবিতে ৷ এই ছবিতে জন আব্রাহাম, ঋতেশ দেশমুখ এবং শেহনাজ গিলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">