ETV Bharat / entertainment

Nirmala Mishra: গাইতেই চাননি 'এমন একটি ঝিনুক...' অথচ সেই সুরেই ইতিহাস হন নির্মলা - nirmala mishra did not wanted to sing emon ekti jhinuk

নির্মলা মিশ্র নামটুকু বললেই বাঙালির মনে পড়ে 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' একটা গান যে এভাবে ইতিহাস হতে পারে, মানুষের হৃদয় এমন দোলা দিতে পারে তার নজির বেশ বিরল বললেও কম বলা হয়। কিন্তু ঘটনা হল 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' গাইতেই চাননি নির্মলা ! পরে নানা জটিলতা পেরিয়ে রেকর্ড হয় এই গান ৷ তৈরি হয় ইতিহাস (History of Emon Ekti Jhinuk Song)৷

(History of Emon Ekti Jhinuk Song)
'এমন একটি ঝিনুক...' গাইতে চাননি অথচ সেই সুরেই ইতিহাস হন নির্মলা
author img

By

Published : Jul 31, 2022, 12:10 PM IST

কলকাতা,31 জুলাই: সুরের আকাশে আরেক নক্ষত্রপতন । হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন নির্মলা মিশ্র । নির্মলা মিশ্র নামটুকু বললেই বাঙালির মনে পড়ে 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' ৷ কিন্তু জানেন কি 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' গাইতেই চাননি নির্মলা (History of Emon Ekti Jhinuk Song)।

এই বিখ্যাত গানের কথাকার তাঁর 'কথায় কথায় রাত হয়ে যায়' বইতে নিজেই লিখে গিয়েছেন এই কাহিনি । সুরকার নচিকেতা ঘোষ এবং গীতিকার পুলক বন্দোপাধ্যায়ের উপর দায়িত্ব পড়েছিল সেবার নির্মলার জন্য পুজোর গান ঠিক করার । রেকর্ডের এক পিঠে ছিল এমন 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' আর অন্যপিঠে ছিল অন্য একটি গান । স্লো রিদিমের গান বলে কোনও গানই পছন্দ হয়নি নির্মলার ।

পুলক লিখছেন, “নির্মলা এল গান তুলতে, শুনে বিরস মুখে বলল-দেখুন আপনারা তো ফাংশানে যান না আমারা ফাংশানে গান করি । রিদিম না হলে কোনও গানই আজকাল হিট করেনা ।” নির্মলা ফিরে যান ৷ অন্যদিকে পুলক বন্দোপাধ্যায়ও জেদ ধরে বসেছেন তিনি নচিকেতা ঘোষকে পরিষ্কার বলেন, “নচিবাবু আমি কিন্তু অন্য গান লিখছি না । আপনি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন ।” নচিকেতা ঘোষও সমর্থন করেন পুলকবাবুকেই ।

কিন্তু ওই যে বলেনা, যা হবার সেটা ঠিকই ঘটে । নচিকেতা ঘোষও জেদ ধরেছিলেন নির্মলা যদি এই দুটি গান রেকর্ড না করেন তা হলে তিনি আর কোনও দিন তাঁকে ট্রেনিংই দেবেন না । কিন্তু নির্মলা গিয়ে ধরেন নচিবাবুর মাকে । ফলত সপ্তাহ দুয়েক পর আবার নচিকেতা ফোন করেন পুলককে । “পুলক নির্মলা আমার মাকে ধরেছে । মা আমায় ওর গান করতে বলেছে । মাকে ফেরাই কি করে? তুমি যা হোক কিছু একটা করো ।”

আরও পড়ুন: হারায়ে ফেলেছি গানের সাথীরে ! প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

অগত্যা রাজি হন পুলক । তবে শর্ত একটাই একটি গান তিনি করবেন নির্মলার মনের মত রিদিমে কিন্তু তার বদলে তাঁকে গাইতেই হবে 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' ৷ অবশেষে বাধ্য হয়েই এই গানটি তুললেন নির্মলা । আর তারপর কী যে হল তা বলাই বাহুল্য । নির্মলার নামের সঙ্গেই আজ সমার্থক পুলক-নচিকেতা জুটির এই বিখ্যাত গান, 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে ।' সত্যিই সার্থকনামা কথা । প্রথমে গায়িকারই মন জয় করতে পারেনি এই গান । আর পরে সেই গানই হয়ে উঠল এক ইতিহাস !

কলকাতা,31 জুলাই: সুরের আকাশে আরেক নক্ষত্রপতন । হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন নির্মলা মিশ্র । নির্মলা মিশ্র নামটুকু বললেই বাঙালির মনে পড়ে 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' ৷ কিন্তু জানেন কি 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' গাইতেই চাননি নির্মলা (History of Emon Ekti Jhinuk Song)।

এই বিখ্যাত গানের কথাকার তাঁর 'কথায় কথায় রাত হয়ে যায়' বইতে নিজেই লিখে গিয়েছেন এই কাহিনি । সুরকার নচিকেতা ঘোষ এবং গীতিকার পুলক বন্দোপাধ্যায়ের উপর দায়িত্ব পড়েছিল সেবার নির্মলার জন্য পুজোর গান ঠিক করার । রেকর্ডের এক পিঠে ছিল এমন 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' আর অন্যপিঠে ছিল অন্য একটি গান । স্লো রিদিমের গান বলে কোনও গানই পছন্দ হয়নি নির্মলার ।

পুলক লিখছেন, “নির্মলা এল গান তুলতে, শুনে বিরস মুখে বলল-দেখুন আপনারা তো ফাংশানে যান না আমারা ফাংশানে গান করি । রিদিম না হলে কোনও গানই আজকাল হিট করেনা ।” নির্মলা ফিরে যান ৷ অন্যদিকে পুলক বন্দোপাধ্যায়ও জেদ ধরে বসেছেন তিনি নচিকেতা ঘোষকে পরিষ্কার বলেন, “নচিবাবু আমি কিন্তু অন্য গান লিখছি না । আপনি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন ।” নচিকেতা ঘোষও সমর্থন করেন পুলকবাবুকেই ।

কিন্তু ওই যে বলেনা, যা হবার সেটা ঠিকই ঘটে । নচিকেতা ঘোষও জেদ ধরেছিলেন নির্মলা যদি এই দুটি গান রেকর্ড না করেন তা হলে তিনি আর কোনও দিন তাঁকে ট্রেনিংই দেবেন না । কিন্তু নির্মলা গিয়ে ধরেন নচিবাবুর মাকে । ফলত সপ্তাহ দুয়েক পর আবার নচিকেতা ফোন করেন পুলককে । “পুলক নির্মলা আমার মাকে ধরেছে । মা আমায় ওর গান করতে বলেছে । মাকে ফেরাই কি করে? তুমি যা হোক কিছু একটা করো ।”

আরও পড়ুন: হারায়ে ফেলেছি গানের সাথীরে ! প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

অগত্যা রাজি হন পুলক । তবে শর্ত একটাই একটি গান তিনি করবেন নির্মলার মনের মত রিদিমে কিন্তু তার বদলে তাঁকে গাইতেই হবে 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না...' ৷ অবশেষে বাধ্য হয়েই এই গানটি তুললেন নির্মলা । আর তারপর কী যে হল তা বলাই বাহুল্য । নির্মলার নামের সঙ্গেই আজ সমার্থক পুলক-নচিকেতা জুটির এই বিখ্যাত গান, 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্তো আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে ।' সত্যিই সার্থকনামা কথা । প্রথমে গায়িকারই মন জয় করতে পারেনি এই গান । আর পরে সেই গানই হয়ে উঠল এক ইতিহাস !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.