ETV Bharat / entertainment

Nirmal Chakroborty on Pradip Mukherjee ডাবিং সেরে গেলেন না প্রদীপদা, আবেগে ভাসলেন দত্তার পরিচালক নির্মল চক্রবর্তী

চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। মৃত্যুর আগে দত্তা ছবির শ্য়ুটিং করছিলেন তিনি ৷ তাঁকে নিয়ে স্মৃতিভাগ করে নিলেন পরিচালক নির্মল চক্রবর্তী (Nirmal Chakroborty on Pradip Mukherjee)৷

Nirmal Chakroborty on Pradip Mukherjee
ডাবিং সেরে গেলেন না প্রদীপদা, আবেগে ভাসলেন দত্তার পরিচালক নির্মল চক্রবর্তী
author img

By

Published : Aug 29, 2022, 2:32 PM IST

Updated : Aug 29, 2022, 3:38 PM IST

কলকাতা, 29 অগস্ট: ফের টলিউডে নক্ষত্রপতন । অমৃতলোকে প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee Dies Due to Lung Infection)। বাংলা সিরিয়াল থেকে টেলিফিল্ম এবং ছবি- সব ক্ষেত্রেই নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন তিনি । পরিচালক নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবির জন্য শ্যুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায় । এই ছবিতে দত্তার ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবিতে দয়াল আচার্যর ভূমিকায় অভিনয় করছেন প্রদীপ মুখোপাধ্যায় । সেই শ্যুটিং-এই ব্যস্ত ছিলেন তিনি (Pradip Mukherjee Last Film)৷

এদিন তাঁর চলে যাওয়ার দিনে ছবির পরিচালক নির্মল চক্রবর্তী ইটিভি ভারতকে জানান, প্রদীপদা ডাবিংটা সেরে যেতে পারলেন না । এবার অন্য কাউকে দিয়ে ডাবিং করাতে হবে আমায় । ওই কণ্ঠ আর পাব কোথায়(Director Nirmal Chakroborty on Pradip Mukherjee)? পরিচালক এদিন বলেন, "অনেকেই বলছে দত্তার শ্যুটিং চলাকালীন প্রদীপদা অসুস্থ হন । কিন্তু আমি যতদূর জানি উনি অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন । দু'বার কোভিড হয় ওঁর । ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন । নেবুলাইজ করানো হত প্রদীপ দাকে । যে শ্যুটিংটা দু'দিনে শেষ করা যায় সেটা আমি চারদিনে করাই দাদার শরীরের কথা ভেবে । মেক আপ ভ্যানে এসির জন্য বসতেন না ৷ তাই ঘরে মেক আপ করতেন । সেখানে ফ্যান রাখা হয়েছিল । প্রদীপদার জন্য ইজি চেয়ার রাখা হয়েছিল ফ্লোরে। 9, 11, 12 এবং 13 তারিখ ছিল আমাদের সঙ্গে শ্যুটিং। উদ্দমের সঙ্গে শ্যুটিং শেষ করেন 13 অগস্ট। খুব পজিটিভ মানুষ ছিলেন । অসুস্থতা ধরা পড়ত না অভিনয়ে । 11 অগস্ট ছিল জন্মদিন। এদিন ফ্লোরে কেক কেটে অভিনেতার জন্মদিন পালন করা হয় । হাজির ছিলেন ঋতুপর্ণাও ।"

Nirmal Chakroborty on Pradip Mukherjee
চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

প্রদীপ বাবুর অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এরপর 22 তারিখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রদীপদা । দাদার সঙ্গে শ্যুটিং-এ একজন আসতেন রোজ । তাঁর দায়িত্ব ছিল দাদাকে নেবুলাইজ করা । যেহেতু ওঁর অ্যাস্থমাও ছিল।"

নির্মল চক্রবর্তীর কাছ থেকেই জানা যায়, দিনে একটা কি দু'টো সিনের বেশি টেক দিতেন না প্রদীপ মুখোপাধ্যায় । কারণ অসুস্থতা ছিল । বারবারই পরিচালককে বলতেন, "তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো । শরীর ঠিক নেই আমার ।"

Nirmal Chakroborty on Pradip Mukherjee
মৃত্যুর আগে দত্তা ছবির শ্য়ুটিং করছিলেন তিনি

নির্মল চক্রবর্তীর কথায়,"সত্যজিৎ রায়ের ছবি দিয়ে প্রদীপদার অভিনয়ের কেরিয়ার শুরু । কিন্তু এতটুকু অহংকার ছিল না । আমি কী রকমভাবে চাইছি চরিত্রটা সেটা জেনে নিতেন বারবার । তারপর শট দিতেন । গুরুত্ব দিতেন একজন নবীন পরিচালককেও ।"

প্রসঙ্গত, 1974 সালে সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ অভিনেতার। এরপরই মাণিকবাবু পরিচালিত 'জন অরণ্য'-তে অভিনয় করেন তিনি। অভিনয় করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ এমনকী রাজ চক্রবর্তীর পরিচালনাতেও । ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষোত্তম’, ‘হিরের আংটি’, 'বাদশাহী আংটি', ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, 'বিলু রাক্ষস', 'ড্রাকুলা স্যার', 'পিউপা', 'দ্য পার্সল', 'শেষ সংবাদ', 'তরুলতার ভূত', 'দিন রাত্রির গল্প'-সহ আরও বহু ছবিতে কাজ করেছেন তিনি ।

আরও পড়ুন: জন অরণ্য ছাড়লেন সোমনাথ, প্রয়াত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী সামাজিক মাধ্যমে লিখেছেন, "অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় চলে গেলেন। অনেক স্মৃতি আছে আমাদের। বেশ কিছু কাজ একসঙ্গে, আমার জীবনের প্রথম মেগা সিরিয়াল থেকে টেলিফিল্ম,ছবি। শেষ তোমার সঙ্গে দেখা ড্রাকুলা স্যার-এর সেটে। সেদিনের কথা মনে পড়ছে কথা। শান্তিতে থেকো প্রদীপকাকু (Bidipta Chakraborty on Pradip Mukherjee)।"

কলকাতা, 29 অগস্ট: ফের টলিউডে নক্ষত্রপতন । অমৃতলোকে প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee Dies Due to Lung Infection)। বাংলা সিরিয়াল থেকে টেলিফিল্ম এবং ছবি- সব ক্ষেত্রেই নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন তিনি । পরিচালক নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবির জন্য শ্যুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায় । এই ছবিতে দত্তার ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবিতে দয়াল আচার্যর ভূমিকায় অভিনয় করছেন প্রদীপ মুখোপাধ্যায় । সেই শ্যুটিং-এই ব্যস্ত ছিলেন তিনি (Pradip Mukherjee Last Film)৷

এদিন তাঁর চলে যাওয়ার দিনে ছবির পরিচালক নির্মল চক্রবর্তী ইটিভি ভারতকে জানান, প্রদীপদা ডাবিংটা সেরে যেতে পারলেন না । এবার অন্য কাউকে দিয়ে ডাবিং করাতে হবে আমায় । ওই কণ্ঠ আর পাব কোথায়(Director Nirmal Chakroborty on Pradip Mukherjee)? পরিচালক এদিন বলেন, "অনেকেই বলছে দত্তার শ্যুটিং চলাকালীন প্রদীপদা অসুস্থ হন । কিন্তু আমি যতদূর জানি উনি অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন । দু'বার কোভিড হয় ওঁর । ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন । নেবুলাইজ করানো হত প্রদীপ দাকে । যে শ্যুটিংটা দু'দিনে শেষ করা যায় সেটা আমি চারদিনে করাই দাদার শরীরের কথা ভেবে । মেক আপ ভ্যানে এসির জন্য বসতেন না ৷ তাই ঘরে মেক আপ করতেন । সেখানে ফ্যান রাখা হয়েছিল । প্রদীপদার জন্য ইজি চেয়ার রাখা হয়েছিল ফ্লোরে। 9, 11, 12 এবং 13 তারিখ ছিল আমাদের সঙ্গে শ্যুটিং। উদ্দমের সঙ্গে শ্যুটিং শেষ করেন 13 অগস্ট। খুব পজিটিভ মানুষ ছিলেন । অসুস্থতা ধরা পড়ত না অভিনয়ে । 11 অগস্ট ছিল জন্মদিন। এদিন ফ্লোরে কেক কেটে অভিনেতার জন্মদিন পালন করা হয় । হাজির ছিলেন ঋতুপর্ণাও ।"

Nirmal Chakroborty on Pradip Mukherjee
চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

প্রদীপ বাবুর অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এরপর 22 তারিখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রদীপদা । দাদার সঙ্গে শ্যুটিং-এ একজন আসতেন রোজ । তাঁর দায়িত্ব ছিল দাদাকে নেবুলাইজ করা । যেহেতু ওঁর অ্যাস্থমাও ছিল।"

নির্মল চক্রবর্তীর কাছ থেকেই জানা যায়, দিনে একটা কি দু'টো সিনের বেশি টেক দিতেন না প্রদীপ মুখোপাধ্যায় । কারণ অসুস্থতা ছিল । বারবারই পরিচালককে বলতেন, "তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো । শরীর ঠিক নেই আমার ।"

Nirmal Chakroborty on Pradip Mukherjee
মৃত্যুর আগে দত্তা ছবির শ্য়ুটিং করছিলেন তিনি

নির্মল চক্রবর্তীর কথায়,"সত্যজিৎ রায়ের ছবি দিয়ে প্রদীপদার অভিনয়ের কেরিয়ার শুরু । কিন্তু এতটুকু অহংকার ছিল না । আমি কী রকমভাবে চাইছি চরিত্রটা সেটা জেনে নিতেন বারবার । তারপর শট দিতেন । গুরুত্ব দিতেন একজন নবীন পরিচালককেও ।"

প্রসঙ্গত, 1974 সালে সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ অভিনেতার। এরপরই মাণিকবাবু পরিচালিত 'জন অরণ্য'-তে অভিনয় করেন তিনি। অভিনয় করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ এমনকী রাজ চক্রবর্তীর পরিচালনাতেও । ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষোত্তম’, ‘হিরের আংটি’, 'বাদশাহী আংটি', ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, 'বিলু রাক্ষস', 'ড্রাকুলা স্যার', 'পিউপা', 'দ্য পার্সল', 'শেষ সংবাদ', 'তরুলতার ভূত', 'দিন রাত্রির গল্প'-সহ আরও বহু ছবিতে কাজ করেছেন তিনি ।

আরও পড়ুন: জন অরণ্য ছাড়লেন সোমনাথ, প্রয়াত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী সামাজিক মাধ্যমে লিখেছেন, "অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় চলে গেলেন। অনেক স্মৃতি আছে আমাদের। বেশ কিছু কাজ একসঙ্গে, আমার জীবনের প্রথম মেগা সিরিয়াল থেকে টেলিফিল্ম,ছবি। শেষ তোমার সঙ্গে দেখা ড্রাকুলা স্যার-এর সেটে। সেদিনের কথা মনে পড়ছে কথা। শান্তিতে থেকো প্রদীপকাকু (Bidipta Chakraborty on Pradip Mukherjee)।"

Last Updated : Aug 29, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.