ETV Bharat / entertainment

Nick-king New Song: নিক-কিংয়ের যুগলবন্দিতে মুক্তি পেয়েছে 'মান মেরি জান', গান শুনে আপ্লুত অনুরাগীরা - নিক কিং য়ের যুগলবন্দীতে মান মেরি জান

শিল্পী কিং-এর 2022-এ মুক্তি প্রাপ্ত হিট গানের সুরে সুর মেলালেন নিক জোনাস । মুক্তি পেয়েছে নিকের নতুন গান। উচ্ছ্বসিত শ্রোতারা ।

Etv Bharat
নিক-কিং-য়ের যুগলবন্দীতে 'মান মেরি জান'
author img

By

Published : Apr 21, 2023, 1:52 PM IST

Updated : Apr 21, 2023, 3:00 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল: হলিউড থেকে বলিউডের গানে নিক জোনাস । বলিউডের জনপ্রিয় গান এবার ভাইরাল নিকের গলায় । গায়ক কিং-এর সঙ্গে জুটি বেঁধে নিক গাইলেন মান মেরি জান। ইউটিউবে গানটি আসতেই বেড়ে চলেছে ভিউয়ার সংখ্যা । হলিউড ব্র্যান্ড জোনাস ব্রাদার্স জনপ্রিয় বিশ্বজুড়ে । তাঁদের গান শ্রোতাদের মুগ্ধ করে।

নিক জোনাসের সোলো গানও তার ব্যতিক্রম নয় । জেলাস, ক্লোজ, উইংস, বা সাকার হোম-এর মতো গানগুলি বারবার লুপে শুনতে পছন্দ করেন না এমন একজন খুঁজে পাওয়া মুশকিল । এই তালিকায় সংযোজন নিকের নতুন গান । তবে একটু অন্যরকম ভাবে দর্শকদের এই গানটি উপহার দিয়েছেন নিক জোনাস । ইতিমধ্যেই দেশী গার্ল প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিকও হয়ে গিয়েছেন দেশী । তাই বলিউডের জনপ্রিয় এই গানের সুর নিকের কন্ঠে শুনেই মুগ্ধ হয়েছেন আমজনতা।

2022 সালের অক্টোবরে মুক্তি পেয়েছিল সঙ্গীতশিল্পী কিং-এর ইউটিউব সিঙ্গল মান মেরি জান। গানের কথা ও সুর লিখেছিলেন কিং স্বয়ং। প্রায় 340 মিলিয়ন ভিউজ পেয়েছে এই গান । সেই সুর আজও শ্রোতাদের কানে বাজে। সেই গানকেই নতুন রূপে নিয়ে এলেন নিক জোনাস। মুক্তি পেয়েছে মান মেরি জান-এর আফটার লাইফ। কিছুদিন আগেই গানের টিজার প্রকাশ্যে এনেছিলেন এই দুই সঙ্গীতশিল্পী । এবার পুরো গানটিই মুক্তি পেয়েছে সোশাল মাধ্যমে। নিক সোসাল মাধ্যমে গানের ক্লিপিংস শেয়ার করে লিখেছেন, "আর কেউ নয়, শুধু তুমি আর আমি একসঙ্গে এখন থেকে জীবনের পরেও। দেখুন ভালোবাসার অন্য রূপ।" রিমেক গানটি সামনে আসতেই, নিমেষে কমেন্টবক্স ভরতে শুরু করে দিয়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়।

উল্লেখ্য, শুরু থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন গানটি শোনার জন্য। গানটির পোস্টার সামনে আসার পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও অভিনন্দন জানিয়েছিলেন । মূলত, সঙ্গীতশিল্পী কিং-এর আসল নাম অর্পণ কুমার চ্যান্ডেল । তাঁর অনেক গান ইতিমধ্যেই হিটের তালিকায় ঢুকে পড়েছে। এবার তাঁর সঙ্গে নিকের যুগলবন্দী গানপ্রিয় শ্রোতাদের আরও একবার মুগ্ধ করেছে।

আরও পড়ুন: ওটিটিতে পা রাখছেন সোনাক্ষী, মে-তে আসছে 'দাহাড়'

হায়দরাবাদ, 21 এপ্রিল: হলিউড থেকে বলিউডের গানে নিক জোনাস । বলিউডের জনপ্রিয় গান এবার ভাইরাল নিকের গলায় । গায়ক কিং-এর সঙ্গে জুটি বেঁধে নিক গাইলেন মান মেরি জান। ইউটিউবে গানটি আসতেই বেড়ে চলেছে ভিউয়ার সংখ্যা । হলিউড ব্র্যান্ড জোনাস ব্রাদার্স জনপ্রিয় বিশ্বজুড়ে । তাঁদের গান শ্রোতাদের মুগ্ধ করে।

নিক জোনাসের সোলো গানও তার ব্যতিক্রম নয় । জেলাস, ক্লোজ, উইংস, বা সাকার হোম-এর মতো গানগুলি বারবার লুপে শুনতে পছন্দ করেন না এমন একজন খুঁজে পাওয়া মুশকিল । এই তালিকায় সংযোজন নিকের নতুন গান । তবে একটু অন্যরকম ভাবে দর্শকদের এই গানটি উপহার দিয়েছেন নিক জোনাস । ইতিমধ্যেই দেশী গার্ল প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিকও হয়ে গিয়েছেন দেশী । তাই বলিউডের জনপ্রিয় এই গানের সুর নিকের কন্ঠে শুনেই মুগ্ধ হয়েছেন আমজনতা।

2022 সালের অক্টোবরে মুক্তি পেয়েছিল সঙ্গীতশিল্পী কিং-এর ইউটিউব সিঙ্গল মান মেরি জান। গানের কথা ও সুর লিখেছিলেন কিং স্বয়ং। প্রায় 340 মিলিয়ন ভিউজ পেয়েছে এই গান । সেই সুর আজও শ্রোতাদের কানে বাজে। সেই গানকেই নতুন রূপে নিয়ে এলেন নিক জোনাস। মুক্তি পেয়েছে মান মেরি জান-এর আফটার লাইফ। কিছুদিন আগেই গানের টিজার প্রকাশ্যে এনেছিলেন এই দুই সঙ্গীতশিল্পী । এবার পুরো গানটিই মুক্তি পেয়েছে সোশাল মাধ্যমে। নিক সোসাল মাধ্যমে গানের ক্লিপিংস শেয়ার করে লিখেছেন, "আর কেউ নয়, শুধু তুমি আর আমি একসঙ্গে এখন থেকে জীবনের পরেও। দেখুন ভালোবাসার অন্য রূপ।" রিমেক গানটি সামনে আসতেই, নিমেষে কমেন্টবক্স ভরতে শুরু করে দিয়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়।

উল্লেখ্য, শুরু থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন গানটি শোনার জন্য। গানটির পোস্টার সামনে আসার পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও অভিনন্দন জানিয়েছিলেন । মূলত, সঙ্গীতশিল্পী কিং-এর আসল নাম অর্পণ কুমার চ্যান্ডেল । তাঁর অনেক গান ইতিমধ্যেই হিটের তালিকায় ঢুকে পড়েছে। এবার তাঁর সঙ্গে নিকের যুগলবন্দী গানপ্রিয় শ্রোতাদের আরও একবার মুগ্ধ করেছে।

আরও পড়ুন: ওটিটিতে পা রাখছেন সোনাক্ষী, মে-তে আসছে 'দাহাড়'

Last Updated : Apr 21, 2023, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.