এল সালভাদোর, 19 নভেম্বর: 2023-র মিস ইউনিভার্সের মুকুট উঠল ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দ্বীপ নিকারাগুয়ার শেইনিস প্যালাসিয়সের মাথায় ৷ নিকারাগুয়ার প্রথম প্রতিযোগী হিসেবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতে নিলেন বছর তেইশের তরুণী ৷ 2022-র মিস ইউনিভার্স আমেরিকার আরবনি গ্যাবরিয়েল শেননিসের মাথায় পড়িয়ে দেন বিজেতার মুকুট ৷ রবিবার 'মিস ইউনিভার্স' ফাইনালের আসর বসেছিল এল স্যালভাদোরের, স্যান স্যালভাদোর এলাকার জোস অ্যাডোলফো পিনেদা এরিনায় ৷ ফাইনাল রাউন্ডে প্রশ্নোত্তর পর্বে তাঁর তুখোড় উত্তর ও ব্যক্তিত্ব প্যালাসিয়সকে এনে দেয় 'মিস ইউনিভার্সট খেতাব ৷
-
MISS UNIVERSE 2023 IS @Sheynnispalacios_of !!!! 👑 🇳🇮@mouawad #72ndMISSUNIVERSE #MissUniverse2023 pic.twitter.com/cSHgnTKNL2
— Miss Universe (@MissUniverse) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">MISS UNIVERSE 2023 IS @Sheynnispalacios_of !!!! 👑 🇳🇮@mouawad #72ndMISSUNIVERSE #MissUniverse2023 pic.twitter.com/cSHgnTKNL2
— Miss Universe (@MissUniverse) November 19, 2023MISS UNIVERSE 2023 IS @Sheynnispalacios_of !!!! 👑 🇳🇮@mouawad #72ndMISSUNIVERSE #MissUniverse2023 pic.twitter.com/cSHgnTKNL2
— Miss Universe (@MissUniverse) November 19, 2023
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, "যদি তোমাকে অন্য কোনও মহিলার জীবন কাটাতে হয় তাহলে তুমি কার জীবন বেছে নেবে এবং কেন?" উত্তরে শেননিস বলেন, "আমি পছন্দ করব মেরি ওলস্টনক্র্যাফ্টের জীবন ৷ কারণ তিনি নারীবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ নারী প্রাকৃতিকভাবেই পুরুষ অপেক্ষা হীন এমনটা যে নয়, তা নিয়ে বুঝিয়েছিলেন ৷ 1750 সালে দাঁড়িয়ে তিনি নারী-পুরুষ বিভেদ মুছে দেওযার কথা বলেছিলেন ৷ এখন 2023 সালে দাঁড়িয়ে আমরা ইতিহাস তৈরি করেছি ৷ বিভিন্ন ক্ষেত্রেই নারীরা বাধা এড়িয়ে পুরুষদের সঙ্গে সমান তালে এগিয়ে চলেছেন ৷ সমাজে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে ৷"
-
MISS UNIVERSE 2023 IS @sheynnispalacio !!!! 🇳🇮👑@mouawad #72ndMISSUNIVERSE #MissUniverse2023 pic.twitter.com/mmR90DJ16m
— Miss Universe (@MissUniverse) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">MISS UNIVERSE 2023 IS @sheynnispalacio !!!! 🇳🇮👑@mouawad #72ndMISSUNIVERSE #MissUniverse2023 pic.twitter.com/mmR90DJ16m
— Miss Universe (@MissUniverse) November 19, 2023MISS UNIVERSE 2023 IS @sheynnispalacio !!!! 🇳🇮👑@mouawad #72ndMISSUNIVERSE #MissUniverse2023 pic.twitter.com/mmR90DJ16m
— Miss Universe (@MissUniverse) November 19, 2023
প্যালাসিয়স এর আগে মিস ওয়ার্ল্ড 2021 ও মিস ওয়ার্ল্ড নিকারাগুয়া 2020 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৷ নিকারাগুয়ার পঞ্চম প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ 2000 সালের 31 মে মানাগুয়ায় জন্ম শেইনিসের ৷ মাস কমিউনিকেশন নিয়ে তিনি ডিগ্রি লাভ করেছেন ৷ তিনি ভলিবল খেলতেও দক্ষ ৷ 2016 সালে প্রথমবার পেগমেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শেইনিস ৷ তিনি সেই সময় জেতেন মিস টিন নিকারাগুয়া 2016 প্রতিযোগিতা ৷
-
Well done Nicaragua! @Sheynnispalacios_of#72ndMISSUNIVERSE #MissUniverse2023 @TheRokuChannel pic.twitter.com/wMgOLM84Px
— Miss Universe (@MissUniverse) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Well done Nicaragua! @Sheynnispalacios_of#72ndMISSUNIVERSE #MissUniverse2023 @TheRokuChannel pic.twitter.com/wMgOLM84Px
— Miss Universe (@MissUniverse) November 19, 2023Well done Nicaragua! @Sheynnispalacios_of#72ndMISSUNIVERSE #MissUniverse2023 @TheRokuChannel pic.twitter.com/wMgOLM84Px
— Miss Universe (@MissUniverse) November 19, 2023
উল্লেখ্য, 2023-র মিস ইউনিভার্স ফাইনালে টপ থ্রি পজিশনে ছিল নিকারাগুয়া, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ৷ তবে বাকি দু'টি দেশকে পিছনে ফেলে ব্রহ্মান্ড সুন্দরীর লড়াইয়ে সেরার সেরা খেতাব ছিনিয়ে নিল নিকারাগুয়া ৷ এদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিযোগী শ্বেতা সরদা ছিটকে যান টপ 20 ব়্যাঙ্ক করে ৷ তিনি স্যুইমস্যুট রাউন্ডে পরাজিত হতেই ছিটকে যান প্রতিযোগিতা থেকে ৷
আরও পড়ুন:
2. মানবতার পাশে দাঁড়ানোর বার্তা জয়ার, 'গাজা শিশুদের কবরখানা;' মন্তব্য সুমন ঘোষের
3. 8 বছর পর পর্দায় ফিরছে তনু-মনু জুটি! কঙ্গনার নতুন ছবির শুটিংয়ে চমক রজনীকান্তের