ETV Bharat / entertainment

Ei Path Jodi Na Shes Hoy: ঊর্মি-সাত্যকির বিবাহ বার্ষিকীতে হাজির যমুনা -সঙ্গীত - Yamuna And Sangeet in Ei Path Jodi Na Shes Hoy

টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'। দেখতে দেখতে গল্পের নায়ক-নায়িকা ঊর্মি -সাত্যকির বিয়ের এক বছর অতিক্রান্ত। বিবাহ বার্ষিকীতে পরিবার তাদের জন্য রেখেছে দারুণ সব চমক । তাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রিত ' যমুনা ঢাকি' ধারাবাহিকের যমুনা এবং সঙ্গীত (Yamuna And Sangeet in Ei Path Jodi Na Shes Hoy)।

Ei path jodi na shes hoy
ঊর্মি-সাত্যকির বিবাহ বার্ষিকীতে হাজির যমুনা -সঙ্গীত
author img

By

Published : Aug 11, 2022, 10:29 AM IST

Updated : Aug 11, 2022, 2:39 PM IST

কলকাতা, 11 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'। দেখতে দেখতে গল্পের নায়ক-নায়িকা ঊর্মি -সাত্যকির বিয়ের এক বছর অতিক্রান্ত। বিবাহ বার্ষিকীতে পরিবার তাদের জন্য রেখেছে দারুণ সব চমক । মুমু আর সুমন এদিন ঊর্মি এবং সাত্যকি সেজে চমকে দেয় তাদের । ওদিকে তাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রিত ' যমুনা ঢাকি' ধারাবাহিকের যমুনা এবং সঙ্গীত । সবমিলিয়ে ধামাকেদার পর্ব আসছে 'এই পথ যদি না শেষ হয়' ধারবাহিকে (Yamuna And Sangeet in Ei Path Jodi Na Shes Hoy)।

Ei path jodi na shes hoy
তাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রিত ' যমুনা ঢাকি' ধারাবাহিকের যমুনা এবং সঙ্গীত

ক'দিন আগেই শেষ হয়েছে ধারাবাহিক ' যমুনা ঢাকি'। শ্বেতা এখন 'প্রজাপতি' ছবির কাজে ব্যস্ত হলেও রুবেলের এখনও তেমন কোনও কাজের খবর পাওয়া যায়নি ৷ পাকাপোক্ত খবর হলেই তিনি তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন । রুবেল এবং শ্বেতা উভয়েই ডান্সিং স্টার । নৃত্যশৈলীতে দু'জনের নাম আছে ভালোই । এদিন ঊর্মি আর সাত্যকির বাড়িতে এসে তাঁরা কী করেন সেটাই দেখার ।

টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'।

আরও পড়ুন: শারীরিক পরিস্থিতির অবনতি ! ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের এই পর্বটি বেশ জমজমাট হতে চলেছে এইটুকু আশা করাই যায়। টুকাইবাবু আর ঊর্মির রসায়ণ শুরুর দিন থেকে ভালোবেসেছে দর্শক । ঊর্মি অন্বেষা হাজরা নজর কেড়েছেন সকলের । প্রসঙ্গত, একটি ধারবাহিকের সঙ্গে আরেকটি ধারাবাহিকের ট্র‍্যাক মিলিয়ে দেওয়া কোনও নতুন কথা নয় । তবে, শেষ হয়ে যাওয়া কোনও ধারাবাহিককে এভাবে ফিরিয়ে আনা বেশ নতুনত্বের স্বাদ বহন করে বৈকি । বাকিটা জানার জন্য এপিসোডই ভরসা ৷

কলকাতা, 11 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'। দেখতে দেখতে গল্পের নায়ক-নায়িকা ঊর্মি -সাত্যকির বিয়ের এক বছর অতিক্রান্ত। বিবাহ বার্ষিকীতে পরিবার তাদের জন্য রেখেছে দারুণ সব চমক । মুমু আর সুমন এদিন ঊর্মি এবং সাত্যকি সেজে চমকে দেয় তাদের । ওদিকে তাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রিত ' যমুনা ঢাকি' ধারাবাহিকের যমুনা এবং সঙ্গীত । সবমিলিয়ে ধামাকেদার পর্ব আসছে 'এই পথ যদি না শেষ হয়' ধারবাহিকে (Yamuna And Sangeet in Ei Path Jodi Na Shes Hoy)।

Ei path jodi na shes hoy
তাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রিত ' যমুনা ঢাকি' ধারাবাহিকের যমুনা এবং সঙ্গীত

ক'দিন আগেই শেষ হয়েছে ধারাবাহিক ' যমুনা ঢাকি'। শ্বেতা এখন 'প্রজাপতি' ছবির কাজে ব্যস্ত হলেও রুবেলের এখনও তেমন কোনও কাজের খবর পাওয়া যায়নি ৷ পাকাপোক্ত খবর হলেই তিনি তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন । রুবেল এবং শ্বেতা উভয়েই ডান্সিং স্টার । নৃত্যশৈলীতে দু'জনের নাম আছে ভালোই । এদিন ঊর্মি আর সাত্যকির বাড়িতে এসে তাঁরা কী করেন সেটাই দেখার ।

টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'।

আরও পড়ুন: শারীরিক পরিস্থিতির অবনতি ! ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের এই পর্বটি বেশ জমজমাট হতে চলেছে এইটুকু আশা করাই যায়। টুকাইবাবু আর ঊর্মির রসায়ণ শুরুর দিন থেকে ভালোবেসেছে দর্শক । ঊর্মি অন্বেষা হাজরা নজর কেড়েছেন সকলের । প্রসঙ্গত, একটি ধারবাহিকের সঙ্গে আরেকটি ধারাবাহিকের ট্র‍্যাক মিলিয়ে দেওয়া কোনও নতুন কথা নয় । তবে, শেষ হয়ে যাওয়া কোনও ধারাবাহিককে এভাবে ফিরিয়ে আনা বেশ নতুনত্বের স্বাদ বহন করে বৈকি । বাকিটা জানার জন্য এপিসোডই ভরসা ৷

Last Updated : Aug 11, 2022, 2:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.