কলকাতা, 11 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'। দেখতে দেখতে গল্পের নায়ক-নায়িকা ঊর্মি -সাত্যকির বিয়ের এক বছর অতিক্রান্ত। বিবাহ বার্ষিকীতে পরিবার তাদের জন্য রেখেছে দারুণ সব চমক । মুমু আর সুমন এদিন ঊর্মি এবং সাত্যকি সেজে চমকে দেয় তাদের । ওদিকে তাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রিত ' যমুনা ঢাকি' ধারাবাহিকের যমুনা এবং সঙ্গীত । সবমিলিয়ে ধামাকেদার পর্ব আসছে 'এই পথ যদি না শেষ হয়' ধারবাহিকে (Yamuna And Sangeet in Ei Path Jodi Na Shes Hoy)।
ক'দিন আগেই শেষ হয়েছে ধারাবাহিক ' যমুনা ঢাকি'। শ্বেতা এখন 'প্রজাপতি' ছবির কাজে ব্যস্ত হলেও রুবেলের এখনও তেমন কোনও কাজের খবর পাওয়া যায়নি ৷ পাকাপোক্ত খবর হলেই তিনি তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন । রুবেল এবং শ্বেতা উভয়েই ডান্সিং স্টার । নৃত্যশৈলীতে দু'জনের নাম আছে ভালোই । এদিন ঊর্মি আর সাত্যকির বাড়িতে এসে তাঁরা কী করেন সেটাই দেখার ।
আরও পড়ুন: শারীরিক পরিস্থিতির অবনতি ! ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব
'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের এই পর্বটি বেশ জমজমাট হতে চলেছে এইটুকু আশা করাই যায়। টুকাইবাবু আর ঊর্মির রসায়ণ শুরুর দিন থেকে ভালোবেসেছে দর্শক । ঊর্মি অন্বেষা হাজরা নজর কেড়েছেন সকলের । প্রসঙ্গত, একটি ধারবাহিকের সঙ্গে আরেকটি ধারাবাহিকের ট্র্যাক মিলিয়ে দেওয়া কোনও নতুন কথা নয় । তবে, শেষ হয়ে যাওয়া কোনও ধারাবাহিককে এভাবে ফিরিয়ে আনা বেশ নতুনত্বের স্বাদ বহন করে বৈকি । বাকিটা জানার জন্য এপিসোডই ভরসা ৷