ETV Bharat / entertainment

BaghaJatin New Song: বিশেষভাবে সক্ষম শিশুদের কণ্ঠে উঠে এল বাঘা যতীনের বীরত্বের কাহিনি, মুক্তি পেল ছবির নতুন গান

আগামী 19 অক্টোবর অর্থাৎ দুর্গা পুজোর আবহে মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন' ৷ এবার মুক্তি পেল ছবির নতুন গান 'বাঘা বাঘা হে' ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন সৃজা গুপ্ত এবং বাভ্রবী বসু ৷ কোরাসে শোনা গেল বিশেষভাবে সক্ষম বাচ্চাদের কণ্ঠও ৷

BaghaJatin New Song
বাঘা যতীন ছবির নতুন গান বাঘা বাঘা হে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 4:51 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: দুর্গাপুজোয় এবার তাঁর নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন দেব ৷ ছবির নাম 'বাঘা যতীন' ৷ পরিচালক অরুণ রায়ের হাত ধরে এই ছবিতে দেব অভিনয় করবেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ৷ শনিবার মুক্তি পেল এই ছবির দ্বিতীয় গান 'বাঘা বাঘা হে' ৷ কয়েক ঘণ্টা আগেই মুক্তি পেয়েছে 'রক্তবীজ' ছবির ট্রেলার ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবিটিও মুক্তি পাবে আগামী 19 অক্টোবর ৷ দুই ছবির বক্স অফিস ব্যাটেলের আগেই স্বাদ মিলল আরেক যুদ্ধের ৷ এবার ট্রেলার নাকি গান কোনটা বেশি নজর কাড়বে দর্শকের বলে দেবে সময়ই ৷

দেবের ছবির নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন সৃজা গুপ্ত এবং বাভ্রবী বসু ৷ একইসঙ্গে এই গানে শোনা গিয়েছে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের কণ্ঠও ৷ গানের কথা লিখেছেন নীলায়ন চট্টোপাধ্যায় ৷ আবার সুর সংযোজনাও তাঁরই ৷ এর আগেই গানের টিজারটি শেয়ার করে নির্মাতারা লিখেছিলেন, "বাঘা যতীন ছবির দ্বিতীয় গান ৷ এই গান নব প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তাঁর বীর গাথার সাথে পরিচয় করাবে ।"

এই নতুন গানে বাজল দেশাত্মবোধক সুর ৷ এই গানে বাচ্চাদের নাটকের মাধ্যমে তুলে আনা হয়েছে বাঘা যতীনের বিপ্লবের কাহিনি ৷ গানের একদম শেষ পর্যায়ে স্টেজে দেখা যায় বাঘা যতীন রূপী দেবকেও ৷ এর আগেই মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান ৷ গানটির নাম 'এই দেশ আমার' ৷ 'এই দেশ আমার' গানে কণ্ঠ দিয়েছিলেন রূপম ইসলাম ৷

ছবির টিজারেই বোঝা গিয়েছিল, বীর বিপ্লবী বাঘা যতীনের গল্প ফুটিয়ে তুললেও ছবির কমার্শিয়াল আঙ্গিকের কথাও মাথায় রাখতে ভোলেননি নির্মাতারা ৷ তাই দেবের কণ্ঠে রয়েছে 'যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷'-এর মতো ধারালো সব সংলাপ ৷ বাংলার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও ৷ এখন সব মিলিয়ে ছবিটি কতখানি আকর্ষণীয় হয়ে ওঠে সেটাই দেখার ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' ৷

আরও পড়ুন: নায়িকাদের 'মনের মানুষ', জন্মদিনে বুম্বাদাকে শুভেচ্ছায় ভরালেন মিমি ঋতুপর্ণারা

শুধু 'রক্তবীজ' এবং 'বাঘা যতীন'-এর মধ্যেই যে লড়াই জমবে পুজোয় তা কিন্তু নয় ৷ এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে 'দশম অবতার' এবং 'জঙ্গলে মিতিন মাসি'র মতো ছবিও ৷ তাই বক্স অফিসে সব মিলিয়ে কী হয় সেটাই এখন দেখার ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর: দুর্গাপুজোয় এবার তাঁর নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন দেব ৷ ছবির নাম 'বাঘা যতীন' ৷ পরিচালক অরুণ রায়ের হাত ধরে এই ছবিতে দেব অভিনয় করবেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ৷ শনিবার মুক্তি পেল এই ছবির দ্বিতীয় গান 'বাঘা বাঘা হে' ৷ কয়েক ঘণ্টা আগেই মুক্তি পেয়েছে 'রক্তবীজ' ছবির ট্রেলার ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবিটিও মুক্তি পাবে আগামী 19 অক্টোবর ৷ দুই ছবির বক্স অফিস ব্যাটেলের আগেই স্বাদ মিলল আরেক যুদ্ধের ৷ এবার ট্রেলার নাকি গান কোনটা বেশি নজর কাড়বে দর্শকের বলে দেবে সময়ই ৷

দেবের ছবির নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন সৃজা গুপ্ত এবং বাভ্রবী বসু ৷ একইসঙ্গে এই গানে শোনা গিয়েছে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের কণ্ঠও ৷ গানের কথা লিখেছেন নীলায়ন চট্টোপাধ্যায় ৷ আবার সুর সংযোজনাও তাঁরই ৷ এর আগেই গানের টিজারটি শেয়ার করে নির্মাতারা লিখেছিলেন, "বাঘা যতীন ছবির দ্বিতীয় গান ৷ এই গান নব প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তাঁর বীর গাথার সাথে পরিচয় করাবে ।"

এই নতুন গানে বাজল দেশাত্মবোধক সুর ৷ এই গানে বাচ্চাদের নাটকের মাধ্যমে তুলে আনা হয়েছে বাঘা যতীনের বিপ্লবের কাহিনি ৷ গানের একদম শেষ পর্যায়ে স্টেজে দেখা যায় বাঘা যতীন রূপী দেবকেও ৷ এর আগেই মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান ৷ গানটির নাম 'এই দেশ আমার' ৷ 'এই দেশ আমার' গানে কণ্ঠ দিয়েছিলেন রূপম ইসলাম ৷

ছবির টিজারেই বোঝা গিয়েছিল, বীর বিপ্লবী বাঘা যতীনের গল্প ফুটিয়ে তুললেও ছবির কমার্শিয়াল আঙ্গিকের কথাও মাথায় রাখতে ভোলেননি নির্মাতারা ৷ তাই দেবের কণ্ঠে রয়েছে 'যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷'-এর মতো ধারালো সব সংলাপ ৷ বাংলার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও ৷ এখন সব মিলিয়ে ছবিটি কতখানি আকর্ষণীয় হয়ে ওঠে সেটাই দেখার ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স' ৷

আরও পড়ুন: নায়িকাদের 'মনের মানুষ', জন্মদিনে বুম্বাদাকে শুভেচ্ছায় ভরালেন মিমি ঋতুপর্ণারা

শুধু 'রক্তবীজ' এবং 'বাঘা যতীন'-এর মধ্যেই যে লড়াই জমবে পুজোয় তা কিন্তু নয় ৷ এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে 'দশম অবতার' এবং 'জঙ্গলে মিতিন মাসি'র মতো ছবিও ৷ তাই বক্স অফিসে সব মিলিয়ে কী হয় সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.