কলকাতা, 4 জুন : স্বামী বিবেকানন্দের গল্প এর আগেও এসেছে দর্শকের দরবারে ৷ বড় এবং ছোট দুই পর্দাতেই এসেছে তাঁর গল্প । এবার আরও একবার সেই যুগ নায়কের গল্প পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা । বেলুড় মঠের 125তম প্রতিষ্ঠা দিবসে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'। 1863 সালে কলকাতার সিমলায় ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নেয় বিলে । বাপ-মা নাম রাখেন নরেন্দ্রনাথ দত্ত । কেউ তাঁকে ডাকতেন নরেন বলে কেউ বা বিলে ।
এই বিলে বা নরেনের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনি উঠে আসবে ধারাবাহিকে । স্বামী বিবেকানন্দ, আমেরিকার শিকাগোয় যাঁর বক্তৃতা জাগিয়ে দিয়েছিল নতুন এক ধারনাকে । আসল ভারতের সঙ্গে সারা বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছিলেন যিনি ৷ গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান । তাঁর জীবনের প্রায় সব দিকই উঠে আসবে গল্পের পরতে পরতে ।
ধারাবাহিকে বালক বিবেকানন্দের চরিত্রে দেখা যাবে সাফল্য দেবনাথকে । বিলের মা ভুবনেশ্বরী দেবীর চরিত্রে থাকবেন কন্যাকুমারী চন্দ, বিলের বাবা বিশ্বনাথ দত্তর ভূমিকায় তীর্থ মল্লিক । এ ছাড়াও থাকবেন নমিতা চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার-সহ আরও অনেকে । ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে সুশান্ত বসু ।
আরও পড়ুন : গুছিয়ে বলতে না পারাতেই বিতর্ক, ব্যাখ্যা রূপঙ্করের
কাহিনি এবং চিত্রনাট্য লিখছেন রাকেশ ঘোষ । উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের 'স্বামী বিবেকানন্দ অ্যাসেন্ট্রাল হাউজ অ্যান্ড কালচারাল সেন্টার'-এ আয়োজন করা হয় এই ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনের । ধারাবাহিকে গানও একটা বড় ভূমিকা পালন করবে । কারণ স্বামীজি গানের মাধ্যমেই মন জয় করে নিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের । এই ধারাবাহিকে সঙ্গীত পরিচালনায় রয়েছেন দেবজিৎ রায় । গান গেয়েছেন অরিত্র দাশগুপ্ত, ইন্দ্রনীল দত্ত এবং অর্ঘ সরকার । 6 জুন থেকে টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক (New Serial Yuganayak Swami Vivekananda is Coming Soon)।