কলকাতা, 17 ডিসেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রাঙা বউ'। 'ত্রিনয়নী' ধারাবাহিকের হিট জুটি নিয়েই 'রাঙা বউ' বানাচ্ছেন পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার । এই ধারাবাহিকে মা মরা মেয়ে পাখির চরিত্রে শ্রুতি দাস । সে নিজের মামা-মামীর কাছে থাকে । অবহেলায় দিন কাটে তার । প্রাকৃতিক জিনিস দিয়ে সে কনে সাজায় । আর কনে সাজানোর সময় সে লোকগান গায় । গ্রামে কনে সাজানোয় খ্যাতি আছে পাখির । কিন্তু পাখির কবে সত্যিই বউ সাজা হবে ? সময় দেবে উত্তর ।
'ত্রিনয়নী' ধারাবাহিকে গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটি মনে ধরেছিল দর্শকের (Actors Share Their Thoughts on Ranga Bou )। সেই সময়ে হিট জুটি হয়ে উঠেছিল দৃপ্ত এবং নয়ন । দর্শক মনে প্রাণে চেয়েছিল ফিরে আসুক তাদের জুটি । এবার ইচ্ছেপূরণ । 19 ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটার স্লটে আসছে এই ধারাবাহিক ।
এখানে গৌরবের পরিবারের আলতা সিঁদুরের ব্যবসা । তার সাময়িক স্মৃতিভ্রষ্ট হয়েছে । সেই অবস্থাতেই পাখির সঙ্গে তার বিয়ে হতে দেখা যায় । স্মৃতি ফিরলেই সে আর চিনতে পারে না পাখিকে । সুতরাং পাখির জীবনে কী অপেক্ষা করছে তা বলাই বাহুল্য । এর ভিতরেও আর কী কী লুকিয়ে আছে তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।
আরও পড়ুন: দেশে মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, কলকাতায় দাঁড়িয়ে মন্তব্য অমিতাভের
প্রসঙ্গত, এই ধারাবাহিক কোনও কালো মেয়েকে কেন্দ্রে রেখে নয়। তবে, রসদ হিসেবে রয়েছে তা অস্বীকার করার উপায় নেই । কেননা গল্পের নায়িকা পাখি, গল্পের নায়ক কুশকে রূপে নয় গুণে ভোলাবে, ভালোবাসায় ভোলাবে ।
চ্যানেলের তরফে নবনীতা চক্রবর্তী বলেন, "আমরা শ্রুতি এবং গৌরবের 'ত্রিনয়নী'র হিট জুটিটা যেমন কাজে লাগাতে চেয়েছি তেমনি খুব সততার সঙ্গেই জানাতে চাই পাখির ক্ষেত্রে যে স্কিন টোন বা ত্বকের রঙ আমরা চেয়েছি সেটা শ্রুতির রয়েছে । তাই শ্রুতির কথাই মাথায় এসেছে (Makers Share Their Thoughts on Ranga Bou )। আর তাই বিষয়টা অনেক বেশি স্বাভাবিক মনে হবে শ্রুতিকে নিলে। তার থেকেও বড় কথা এই জুটিটা দারুণ।" অন্যদিকে পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার বলেন, "গৌরব আর শ্রুতির জুটিটা দর্শক পছন্দ করে। তাই ওই ভাবনাটা ছিল। এবার কী হয় সময় বলবে ।"