ETV Bharat / entertainment

New OTT platform Digiplex: হাতের মুঠোয় বিনোদন নিয়ে আসছে ডিজিপ্লেক্স, একগুচ্ছ গল্প নয়া প্ল্যাটফর্মে - ডিজিপ্লেক্স

হাতের মুঠোয় বিনোদন নিয়ে আসছে নয়া ওটিটি প্ল্যাটফর্ম ডিজিপ্লেক্স (New OTT platform Digiplex)৷ বাংলায় তার প্রকাশ ঘটল ৷ সেখানে আসছে একগুচ্ছ বাংলা কনটেন্ট (Digiplex introduced in Bengal)৷

New OTT platform Digiplex introduced in Bengal
হাতের মুঠোয় বিনোদন নিয়ে আসছে ডিজিপ্লেক্স, একগুচ্ছ গল্প নয়া প্ল্যাটফর্মে
author img

By

Published : May 27, 2022, 4:50 PM IST

কলকাতা, 27 মে: বাংলায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ ঘটল নতুন ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের (New OTT platform Digiplex)। নিজেদের ট্যাগলাইন 'নো চিন্তা জাস্ট প্লে'র কথা মাথায় রেখেই বাংলাতে নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসছে ডিজিপ্লেক্স । একইসঙ্গে অসংখ্য ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে । আসছে 'চক্র', 'ক্রাইম সিন্স', 'পেঁচা', 'সাইন অফ ফাইভ' সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ (Digiplex introduced in Bengal)।

এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি টালিগঞ্জের অন্যান্য তারকারা । তাঁদেরকেও নানা সময়ে নানা চরিত্র হিসেবে পাওয়া যাবে বলে আশা করাই যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পিসি সরকার এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার, জাদুকরের কন্যা তথা অভিনেত্রী মৌবনি সরকার । এ ছাড়াও হাজির ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো, পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধীশ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: Shahid on OTT : ফ্যামিলি ম্যান খ্যাত রাজ-ডিকে'র হাত ধরে এবার ওটিটি-তে শাহিদ

নতুন এই ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের সহ নির্মাতা দিব্যেন্দু রায়চৌধুরী আশাবাদী এই উদ্যোগটি নিয়ে । তিনি জানিয়েছেন, "এই নতুন ওটিটি প্লাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না । ডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা ৷ বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চায় । ডিজিপ্লেক্সে মানুষ বিভিন্ন জঁর-এর ইন্টারেস্টিং সব ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন ।"

তিনি আরও জানান, "অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলির থেকে আমাদের প্লাটফর্মটি একটু আলাদা ৷ কারণ আমরা পে-পার-ভিউয়ের অপশনটি খোলা রেখেছি । যাতে মানুষ তার পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দ্যবোধ করে । পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে । ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিনাল ফিল্ম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে । আমদের কন্টেন্ট নিয়ে আমরা ভীষণ আশাবাদী । আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভালো লাগবে এবং আমরা মানুষকে তার পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের জোগান দিতে পারব ।"

কলকাতা, 27 মে: বাংলায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ ঘটল নতুন ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের (New OTT platform Digiplex)। নিজেদের ট্যাগলাইন 'নো চিন্তা জাস্ট প্লে'র কথা মাথায় রেখেই বাংলাতে নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসছে ডিজিপ্লেক্স । একইসঙ্গে অসংখ্য ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে । আসছে 'চক্র', 'ক্রাইম সিন্স', 'পেঁচা', 'সাইন অফ ফাইভ' সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ (Digiplex introduced in Bengal)।

এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি টালিগঞ্জের অন্যান্য তারকারা । তাঁদেরকেও নানা সময়ে নানা চরিত্র হিসেবে পাওয়া যাবে বলে আশা করাই যায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পিসি সরকার এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার, জাদুকরের কন্যা তথা অভিনেত্রী মৌবনি সরকার । এ ছাড়াও হাজির ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো, পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধীশ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: Shahid on OTT : ফ্যামিলি ম্যান খ্যাত রাজ-ডিকে'র হাত ধরে এবার ওটিটি-তে শাহিদ

নতুন এই ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের সহ নির্মাতা দিব্যেন্দু রায়চৌধুরী আশাবাদী এই উদ্যোগটি নিয়ে । তিনি জানিয়েছেন, "এই নতুন ওটিটি প্লাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না । ডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা ৷ বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চায় । ডিজিপ্লেক্সে মানুষ বিভিন্ন জঁর-এর ইন্টারেস্টিং সব ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন ।"

তিনি আরও জানান, "অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলির থেকে আমাদের প্লাটফর্মটি একটু আলাদা ৷ কারণ আমরা পে-পার-ভিউয়ের অপশনটি খোলা রেখেছি । যাতে মানুষ তার পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দ্যবোধ করে । পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে । ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিনাল ফিল্ম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে । আমদের কন্টেন্ট নিয়ে আমরা ভীষণ আশাবাদী । আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভালো লাগবে এবং আমরা মানুষকে তার পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের জোগান দিতে পারব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.