ETV Bharat / entertainment

New Film Jotugriha: মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বনি-পরমের 'জতুগৃহ'

আপাতত তিনটি হলে মুক্তি পেল 'জতুগৃহ'(New Film Jotugriha)। শুধু পরমব্রত নন বনি, পায়েল সরকার-সহ আরও অনেকে রয়েছেন এই ছবিতে ।

New Film Jotugriha is out now in only 3 halls
মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বনি-পরমের 'জতুগৃহ'
author img

By

Published : Oct 26, 2022, 9:41 AM IST

কলকাতা, 26 অক্টোবর: এই সপ্তাহে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'র পাশাপাশি মুক্তি পেয়েছে সপ্তাশ্ব বসু পরিচালিত বাংলা ছবি 'জতুগৃহ'(New Film Jotugriha is out now )। কিন্তু আপাতত মাত্র তিনটি হলে মুক্তি পেল 'জতুগৃহ'(New Film Jotugriha)। ছবিতে ফাদারের ভূমিকায় দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Jotugriha releases in only 3 halls )। এই ছবি নিয়ে শুরু থেকেই যথেষ্ট উচ্ছ্বাস ছিল নির্মাতাদের মধ্যে ৷ কিন্তু মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় ছবির বক্স অফিস কালেকশনে বেশ ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে ৷

শুধু পরমব্রত নন বনি সেনগুপ্ত, পায়েল সরকার-সহ আরও অনেকে রয়েছেন এই ছবিতে । জানা গিয়েছে বনির হাত ধরেই এই ছবির সঙ্গে আলাপ হবে দর্শকদের । পরিচালক আগেই বলেছিলেন, "বনির চোখ দিয়ে দর্শক পুরো গল্পটা দেখবেন। ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ।" গল্পে বেশ একটা গা ছমছমে ব্যাপার রয়েছে বলেও জানা গিয়েছে । আর ট্রেলারে রয়েছে তার প্রমাণও । গল্প আবর্তিত হয়েছে ওই গ্রামকে কেন্দ্রে রেখে ।

প্রথমবার ছবিতে পরমব্রতকে এমন একটি চরিত্রে দেখা যাবে । তাই তাঁর লুক দেখার জন্য আগ্রহী দর্শক । কালিম্পঙের পাহাড়ের ধোঁয়াশা মাখা পরিবেশের এক গা-ছমছম দৃশ্য উঠে এসেছে ছবির প্রতিটি ফ্রেমে । ছবির সিংহভাগ শুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ।

আরও পড়ুন: লক্ষ্মীবন্দনায় মেতে উঠলেন 'ডান্সিং ক্যুইন' মনামী

গত 25 অক্টোবর তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ এক বিবৃতিতে সম্প্রতি ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তিনটির বেশি হলে মুক্তি পায়নি এই ছবি । শুক্রবার আরও অনেকগুলি প্রেক্ষাগৃহে ছবিটি ভালো সময়ে মুক্তি পাবে বলে আশাবাদী টিম 'জতুগৃহ'।

কলকাতা, 26 অক্টোবর: এই সপ্তাহে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'র পাশাপাশি মুক্তি পেয়েছে সপ্তাশ্ব বসু পরিচালিত বাংলা ছবি 'জতুগৃহ'(New Film Jotugriha is out now )। কিন্তু আপাতত মাত্র তিনটি হলে মুক্তি পেল 'জতুগৃহ'(New Film Jotugriha)। ছবিতে ফাদারের ভূমিকায় দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Jotugriha releases in only 3 halls )। এই ছবি নিয়ে শুরু থেকেই যথেষ্ট উচ্ছ্বাস ছিল নির্মাতাদের মধ্যে ৷ কিন্তু মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় ছবির বক্স অফিস কালেকশনে বেশ ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে ৷

শুধু পরমব্রত নন বনি সেনগুপ্ত, পায়েল সরকার-সহ আরও অনেকে রয়েছেন এই ছবিতে । জানা গিয়েছে বনির হাত ধরেই এই ছবির সঙ্গে আলাপ হবে দর্শকদের । পরিচালক আগেই বলেছিলেন, "বনির চোখ দিয়ে দর্শক পুরো গল্পটা দেখবেন। ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ।" গল্পে বেশ একটা গা ছমছমে ব্যাপার রয়েছে বলেও জানা গিয়েছে । আর ট্রেলারে রয়েছে তার প্রমাণও । গল্প আবর্তিত হয়েছে ওই গ্রামকে কেন্দ্রে রেখে ।

প্রথমবার ছবিতে পরমব্রতকে এমন একটি চরিত্রে দেখা যাবে । তাই তাঁর লুক দেখার জন্য আগ্রহী দর্শক । কালিম্পঙের পাহাড়ের ধোঁয়াশা মাখা পরিবেশের এক গা-ছমছম দৃশ্য উঠে এসেছে ছবির প্রতিটি ফ্রেমে । ছবির সিংহভাগ শুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ।

আরও পড়ুন: লক্ষ্মীবন্দনায় মেতে উঠলেন 'ডান্সিং ক্যুইন' মনামী

গত 25 অক্টোবর তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ এক বিবৃতিতে সম্প্রতি ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তিনটির বেশি হলে মুক্তি পায়নি এই ছবি । শুক্রবার আরও অনেকগুলি প্রেক্ষাগৃহে ছবিটি ভালো সময়ে মুক্তি পাবে বলে আশাবাদী টিম 'জতুগৃহ'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.