কলকাতা, 15 ফেব্রুয়ারি: 17 মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা অভিনীত বাংলা ছবি 'ঘরে ফেরার গান'। ঘরে ফেরার গান'-এ জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা । আগামী 17 মার্চ পরিচালক অরিত্র সেনের পরিচালনায় 'এস কে মুভিস'-এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় আসছে এই ছবি (Parambrata New Film Ghare Pherar Gaan) ।
এই ছবি আক্ষরিক অর্থেই যেন ঘরে ফেরার । দুই প্রবাসী বাঙালির প্রেম আর গানবাজনার প্রতি তাদের ভালোবাসা নিয়ে তৈরি ছবি 'ঘরে ফেরার গান' ৷ যার সিংহভাগের শুটিং হয়েছে লন্ডনের আনাচেকানাচে । ছবিতে পরমব্রতর চরিত্রের নাম ইমরান আর ইশার চরিত্রের নাম তোড়া । ছবির অনেকটা শুটিং হয়েছে বর্ধমান রাজবাড়িতে । প্রবাসীদের ঘরে ফেরার টান অনুভূত হতে চলেছে এই ছবিতে ৷
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের চরিত্র নিয়ে বলেন, "আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায় । দীর্ঘ সময় ধরে সে শুধু দেশ ছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে । মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান । ঘটনাচক্রে বাড়িতে ফিরতে হয় তাকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে । গল্পের নায়িকা তোড়াও গানবাজনার মানুষ । ইমরানের সঙ্গে যোগসূত্র সেখান থেকেই ।"
পরিচালক অরিত্র সেন বলেন, "সঙ্গীতের মাধ্যমে বোনা এক জীবনের গল্প এই ছবি । এই ছবিতে চরিত্ররা স্থিতাবস্থাকে মেনে নেওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে । যেখানে ইমরান ও তোড়া ছবির মূল কেন্দ্র চরিত্র । যেহেতু আমি বিদেশে বহুদিন ছিলাম, সেই অভিজ্ঞতার কারণে আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সঙ্গে ভালোভাবে পরিচিত। এই ছবি নিঁখাদ একটা সম্পর্কের গল্প বলবে । আপাতত শুধু এটুকুই বলব ।"
আরও পড়ুূন: তিনে পা দিতে না দিতেই মায়ের জুতোয় পা শামিসার, মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা
প্রসঙ্গত, ইতিমধ্যেই অরিত্র সেনের এই ছবিটির 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রিমিয়ার হয়েছে গত জুলাই মাসে । ছবির সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস আর সমদীপ্তা ।