ETV Bharat / entertainment

New Film Ghare Pherar Gaan: বড় পর্দায় মুক্তির পথে পরম-ইশা অভিনীত 'ঘরে ফেরার গান'

এবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা (Parambrata New Film Ghare Pherar Gaan) ৷ 17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ঘরে ফেরার গান'।

author img

By

Published : Feb 15, 2023, 9:07 PM IST

Etv Bharat
এবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা

কলকাতা, 15 ফেব্রুয়ারি: 17 মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা অভিনীত বাংলা ছবি 'ঘরে ফেরার গান'। ঘরে ফেরার গান'-এ জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা । আগামী 17 মার্চ পরিচালক অরিত্র সেনের পরিচালনায় 'এস কে মুভিস'-এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় আসছে এই ছবি (Parambrata New Film Ghare Pherar Gaan) ।

এই ছবি আক্ষরিক অর্থেই যেন ঘরে ফেরার । দুই প্রবাসী বাঙালির প্রেম আর গানবাজনার প্রতি তাদের ভালোবাসা নিয়ে তৈরি ছবি 'ঘরে ফেরার গান' ৷ যার সিংহভাগের শুটিং হয়েছে লন্ডনের আনাচেকানাচে । ছবিতে পরমব্রতর চরিত্রের নাম ইমরান আর ইশার চরিত্রের নাম তোড়া । ছবির অনেকটা শুটিং হয়েছে বর্ধমান রাজবাড়িতে । প্রবাসীদের ঘরে ফেরার টান অনুভূত হতে চলেছে এই ছবিতে ৷

New Film Ghare Pherar Gaan
17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ঘরে ফেরার গান

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের চরিত্র নিয়ে বলেন, "আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায় । দীর্ঘ সময় ধরে সে শুধু দেশ ছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে । মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান । ঘটনাচক্রে বাড়িতে ফিরতে হয় তাকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে । গল্পের নায়িকা তোড়াও গানবাজনার মানুষ । ইমরানের সঙ্গে যোগসূত্র সেখান থেকেই ।"

New Film Ghare Pherar Gaan
এবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা

পরিচালক অরিত্র সেন বলেন, "সঙ্গীতের মাধ্যমে বোনা এক জীবনের গল্প এই ছবি । এই ছবিতে চরিত্ররা স্থিতাবস্থাকে মেনে নেওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে । যেখানে ইমরান ও তোড়া ছবির মূল কেন্দ্র চরিত্র । যেহেতু আমি বিদেশে বহুদিন ছিলাম, সেই অভিজ্ঞতার কারণে আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সঙ্গে ভালোভাবে পরিচিত। এই ছবি নিঁখাদ একটা সম্পর্কের গল্প বলবে । আপাতত শুধু এটুকুই বলব ।"

আরও পড়ুূন: তিনে পা দিতে না দিতেই মায়ের জুতোয় পা শামিসার, মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা

প্রসঙ্গত, ইতিমধ্যেই অরিত্র সেনের এই ছবিটির 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রিমিয়ার হয়েছে গত জুলাই মাসে । ছবির সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস আর সমদীপ্তা ।

কলকাতা, 15 ফেব্রুয়ারি: 17 মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা অভিনীত বাংলা ছবি 'ঘরে ফেরার গান'। ঘরে ফেরার গান'-এ জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা । আগামী 17 মার্চ পরিচালক অরিত্র সেনের পরিচালনায় 'এস কে মুভিস'-এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় আসছে এই ছবি (Parambrata New Film Ghare Pherar Gaan) ।

এই ছবি আক্ষরিক অর্থেই যেন ঘরে ফেরার । দুই প্রবাসী বাঙালির প্রেম আর গানবাজনার প্রতি তাদের ভালোবাসা নিয়ে তৈরি ছবি 'ঘরে ফেরার গান' ৷ যার সিংহভাগের শুটিং হয়েছে লন্ডনের আনাচেকানাচে । ছবিতে পরমব্রতর চরিত্রের নাম ইমরান আর ইশার চরিত্রের নাম তোড়া । ছবির অনেকটা শুটিং হয়েছে বর্ধমান রাজবাড়িতে । প্রবাসীদের ঘরে ফেরার টান অনুভূত হতে চলেছে এই ছবিতে ৷

New Film Ghare Pherar Gaan
17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ঘরে ফেরার গান

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের চরিত্র নিয়ে বলেন, "আমার চরিত্রটি দেশ ও বিদেশের মধ্যে বিভক্ত বলা যায় । দীর্ঘ সময় ধরে সে শুধু দেশ ছাড়া নয়, আপনজনদের থেকেও দূরে সরে গিয়েছে । মুর্শিদাবাদের এক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ইমরান । ঘটনাচক্রে বাড়িতে ফিরতে হয় তাকে, আর সেখানেই গল্পের মোড় ঘোরে । গল্পের নায়িকা তোড়াও গানবাজনার মানুষ । ইমরানের সঙ্গে যোগসূত্র সেখান থেকেই ।"

New Film Ghare Pherar Gaan
এবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা

পরিচালক অরিত্র সেন বলেন, "সঙ্গীতের মাধ্যমে বোনা এক জীবনের গল্প এই ছবি । এই ছবিতে চরিত্ররা স্থিতাবস্থাকে মেনে নেওয়ার পরিবর্তে চ্যালেঞ্জ করে । যেখানে ইমরান ও তোড়া ছবির মূল কেন্দ্র চরিত্র । যেহেতু আমি বিদেশে বহুদিন ছিলাম, সেই অভিজ্ঞতার কারণে আমি সেখানে বসবাসকারী বাঙালিদের সঙ্গে ভালোভাবে পরিচিত। এই ছবি নিঁখাদ একটা সম্পর্কের গল্প বলবে । আপাতত শুধু এটুকুই বলব ।"

আরও পড়ুূন: তিনে পা দিতে না দিতেই মায়ের জুতোয় পা শামিসার, মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা

প্রসঙ্গত, ইতিমধ্যেই অরিত্র সেনের এই ছবিটির 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রিমিয়ার হয়েছে গত জুলাই মাসে । ছবির সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস আর সমদীপ্তা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.