কলকাতা, 4 ফেব্রুয়ারি: অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ফাটাফাটি' আসছে চলতি বছরের মে মাসে (New Film Fatafati Shifts Date) । শুরুতে জানানো হয়েছিল মার্চ মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তবে আজই প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ বদলের কথা ৷ এবার জানা গেলে 12 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷
'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও'র পর অরিত্রর পরিচালনায় 'ফাটাফাটি' হল তাঁর তৃতীয় ছবি । এটিরও কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন । সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । 'ফাটাফাটি' ছবিতে ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত ।
ছবিতে একজন ফ্যাশন ইনফ্লুয়েস্নারের চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে । যে খানিক স্থূলকায় । নিজের চেহারার ব্যাপারে তাঁর ধারণা আছে ঠিকই ৷ তবে চেহারাকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ এই চরিত্রটি ৷ এই ছবির কাহিনির সারসংক্ষেপ আপনাকে কখনও কখনও মনে করিয়ে দিতেই পারে 'ডাবল এক্সএল' ছবিটির কথা ৷ সেখানে সোনাক্ষী সিনহাকে দেখা গিয়েছিল একজন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে ৷ যাই হোক, ছবি নিয়ে ঋতাভরী বলেন, "জিনিয়া এবং অরিত্রর সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি । ওদের সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি । এই গরমেই আসছে এই ছবি । আশাকরি, দর্শকের ভালো লাগবে ।" জিনিয়া সেন বলেন, "এই ছবির জন্য ঋতাভরী ২৫ কেজি ওজন বাড়িয়েছে । একটা চরিত্রের জন্য ও সবকিছু করতে পারে । ওর ব্যাপারটা খানিকটা 'ডু অর ডাই'-এর মতো । ভালোটা ওকে দিতেই হবে যেভাবেই হোক ।"
আরও পড়ুন: থামল সুরেলা সফর ! বাড়িতেই রহস্যমৃত্যু 'আধুনিক ভারতের মীরা' বাণী জয়রামের
আবিরের চরিত্রটি একজন খাঁটি প্রেমিকের । সুতরাং গল্পে ভরপুর প্রেম রয়েছে তা জানিয়ে দিয়েছেন জিনিয়া । একইসঙ্গে গোটা পরিবারকে নিয়ে এই ছবি দেখার মতো, তাও জানিয়েছেন তিনি । প্রসঙ্গত, একদিকে যেমন আজ 'ফাটাফাটি'র মুক্তির দিন জানা গেল তেমনি কাকতালীয়ভাবে আজই 'বাবা বেবি ও' ছবি মুক্তির এক বছর পূর্তি । সুতরাং অরিত্রর পরিচালক জীবনে আজ ডাবল ধামাকা। এই নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, "ডাবল ধামাকাই বটে। খুবই ভালো লাগছে, যে আজকের দিনে 'বাবা, বেবি ও' রিলিজ করেছিল আর আজকের দিনেই ফাটাফাটির মুক্তির দিন ঘোষণা হল । এবার 12 মে-র জন্য অপেক্ষা ।"