ETV Bharat / entertainment

New Bengali Film Dabaru: আন্তর্জাতিক দাবা দিবসে শুরু 'দাবাড়ু'র যাত্রা - Dabaru Goes to the Floors on World Chess Day

আন্তর্জাতিক দাবা দিবসেই শুরু হয়ে গেল পথিকৃৎ বসুর নতুন ছবি 'দাবাড়ু'র কাজ ৷ অভিনয়ে করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে কৌশিক সেনরা ৷

New Film Dabaru
শুরু হয়ে গেল দাবাড়ু ছবির কাজ
author img

By

Published : Jul 20, 2023, 9:54 AM IST

কলকাতা, 20 জুলাই: আজ আন্তর্জাতিক দাবা দিবস ৷ আর সেই দিনেই কাজ শুরু হল উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ শিবু-নন্দিতা প্রযোজিত নতুন ছবি 'দাবাড়ু'-র ৷ পরিচালক পথিকৃৎ বসুর হাত ধরে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ সারা বিশ্বকে অনেক গ্রান্ডমাস্টার উপহার দিয়েছে ভারত ৷ তালিকায় রয়েছে দিব্যেন্দু বড়ুয়া, বিশ্বনাথ আনন্দের মতো অনেক নাম ৷ তেমনই এক গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর থেকে অনুপ্রেরিত হয়েই এবার এক দাবাড়ুর কাহিনি উঠে আসতে চলেছে বড়পর্দায় ৷

মাত্র 5 বছর বয়সেই দাবায় হাতেখড়ি গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ৷ নিন্ম মধ্যবিত্ত পরিবারের নানা সংকটকে জয় করে মাত্র 19 বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার তকমা জিতে নেন এই দাবাড়ু ৷ এবার তেমনই এক কাহিনি উঠে আসবে রূপোলি পর্দাতেও ৷ যদিও এটি সূর্যশেখরের বায়োপিক নয় ৷ কিন্তু এখানেও তুলে ধরা হবে 16 বছর বয়সি এক দাবাড়ুর বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করার কাহিনি ৷ ঠিক এভাবে ঊনিশে বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার তকমা জিতে নেন সূর্যশেখর ৷ আর এই ছবির কাজ শুরু করার জন্য আন্তর্জাতিক দাবা দিবসের থেকে সুন্দর দিন আর কিই বা হতে পারে ৷

বৃহস্পতিবার নির্মাতারা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবির ক্ল্য়াপস্টিক ৷ ছবির ক্য়াপশানে তাঁরা লিখেছেন, "আজ ওয়ার্ল্ড চেস ডে-তে উইনডোজের প্রথম চাল...দাবাড়ুর যাত্রা শুরু!" পথিকৃৎ বসুর এই ছবিতে অভিনয় করতে চলেছেন কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতা অভিনেত্রীরা ৷ চিরঞ্জিত এর আগে 'চ্যাম্প' ছবিতে অভিনয় করেছিলেন কোচের ভূমিকায় ৷ তাঁর অভিনয় যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকের মধ্য়ে ৷ এখানেও কি তেমনই কোনও চরিত্রে অভিনয় করছেন তিনি ? না, সেই খবর অবশ্য সামনে আসেনি ৷

আরও পড়ুন: মারমুখী শাশ্বত, মুক্তি পেল 'আবার প্রলয়' সিরিজের রোমহর্ষক ট্রেলার

তবে 'দাবাড়ু' নিয়ে আগ্রহ যে তুঙ্গে তা বলাই বাহুল্য় ৷ আগামীতে শুধু 'দাবাড়ু' নয় উইন্ডোজ প্রোডাকশন থেকে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আরেকটি ছবিও ৷ ছবির নাম 'রক্তবীজ' ৷ ছবিটি পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ ইতিমধ্যেই শুটিংয়ের কাজও শেষ করে ফেলেছেন নির্মাতারা ৷

কলকাতা, 20 জুলাই: আজ আন্তর্জাতিক দাবা দিবস ৷ আর সেই দিনেই কাজ শুরু হল উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ শিবু-নন্দিতা প্রযোজিত নতুন ছবি 'দাবাড়ু'-র ৷ পরিচালক পথিকৃৎ বসুর হাত ধরে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ সারা বিশ্বকে অনেক গ্রান্ডমাস্টার উপহার দিয়েছে ভারত ৷ তালিকায় রয়েছে দিব্যেন্দু বড়ুয়া, বিশ্বনাথ আনন্দের মতো অনেক নাম ৷ তেমনই এক গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর থেকে অনুপ্রেরিত হয়েই এবার এক দাবাড়ুর কাহিনি উঠে আসতে চলেছে বড়পর্দায় ৷

মাত্র 5 বছর বয়সেই দাবায় হাতেখড়ি গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ৷ নিন্ম মধ্যবিত্ত পরিবারের নানা সংকটকে জয় করে মাত্র 19 বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার তকমা জিতে নেন এই দাবাড়ু ৷ এবার তেমনই এক কাহিনি উঠে আসবে রূপোলি পর্দাতেও ৷ যদিও এটি সূর্যশেখরের বায়োপিক নয় ৷ কিন্তু এখানেও তুলে ধরা হবে 16 বছর বয়সি এক দাবাড়ুর বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করার কাহিনি ৷ ঠিক এভাবে ঊনিশে বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার তকমা জিতে নেন সূর্যশেখর ৷ আর এই ছবির কাজ শুরু করার জন্য আন্তর্জাতিক দাবা দিবসের থেকে সুন্দর দিন আর কিই বা হতে পারে ৷

বৃহস্পতিবার নির্মাতারা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবির ক্ল্য়াপস্টিক ৷ ছবির ক্য়াপশানে তাঁরা লিখেছেন, "আজ ওয়ার্ল্ড চেস ডে-তে উইনডোজের প্রথম চাল...দাবাড়ুর যাত্রা শুরু!" পথিকৃৎ বসুর এই ছবিতে অভিনয় করতে চলেছেন কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতা অভিনেত্রীরা ৷ চিরঞ্জিত এর আগে 'চ্যাম্প' ছবিতে অভিনয় করেছিলেন কোচের ভূমিকায় ৷ তাঁর অভিনয় যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকের মধ্য়ে ৷ এখানেও কি তেমনই কোনও চরিত্রে অভিনয় করছেন তিনি ? না, সেই খবর অবশ্য সামনে আসেনি ৷

আরও পড়ুন: মারমুখী শাশ্বত, মুক্তি পেল 'আবার প্রলয়' সিরিজের রোমহর্ষক ট্রেলার

তবে 'দাবাড়ু' নিয়ে আগ্রহ যে তুঙ্গে তা বলাই বাহুল্য় ৷ আগামীতে শুধু 'দাবাড়ু' নয় উইন্ডোজ প্রোডাকশন থেকে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আরেকটি ছবিও ৷ ছবির নাম 'রক্তবীজ' ৷ ছবিটি পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ ইতিমধ্যেই শুটিংয়ের কাজও শেষ করে ফেলেছেন নির্মাতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.