ETV Bharat / entertainment

New Film Angshuman MBA: কমেডির মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসছে 'অংশুমান এমবিএ'

author img

By

Published : Jul 1, 2022, 11:02 AM IST

Updated : Jul 2, 2022, 9:08 AM IST

এবার পর্দায় আসতে চলেছে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর নতুন ছবি 'অংশুমান এমবিএ' (Soham Chakraborty New Film Angshuman MBA )। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় । সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত এই ছবির শ্য়ুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

Angshuman MBA
কমেডির মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসছে 'অংশুমান এম বি এ'

কলকাতা, 1 জুলাই: সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরিচালনায় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'অংশুমান এমবিএ' । মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty New Film Angshuman MBA )। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'অংশুমান এমবিএ' ছবির শ্যুটিং । কেয়াতলা রোডের চৌধুরী ভিলায় ছবির এক দফা শ্যুটিং সারল সুদেষ্ণা-অভিজিতের ইউনিট ।

এই ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে । এঁরা ছাড়াও থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, বিভান ঘোষ, রাজীব বসু, পিয়ান সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবজিত রায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শান্তি রায়, আভাস মুখোপাধ্যায় প্রমুখ । ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । চিত্রনাট্য লিখেছেন রোহিত-সৌম্য ।

আসছে 'অংশুমান এমবিএ'

গল্পের দিকে তাকালে জানা যায়, একটি বড় ব্যবসায়ী পরিবারের ছেলে অংশুমান । পারিবারিক ব্যবসা হোসিয়ারির হওয়ায় সে তাতে যোগ দিতে নাকচ করে । সে 'আনডি ম্যান' নামে পরিচিত সকলের কাছে । অংশুমান ব্রেক আপ সমাধানের ব্যবসা শুরু করে এক বন্ধুর সঙ্গে মিলে । ব্যবসা বাড়ে । এরপর নানা সমস্যাও তৈরি হয় । এরই মাঝে অংশুর বাবা অসুস্থ হলে তাদের পারিবারিক ব্যবসা মুখ থুবড়ে পড়ে । এবার কী করবে অংশু? ওদিকে অংশুর জীবনেও এসেছে প্রেম । হালকা চালে একই বিষয়কে পর্দায় তুলে ধরতে চাইছেন পরিচালক সুদেষ্ণা- অভিজিৎ জুটি ।

New Film Angshuman MBA
কেয়াতলা রোডের চৌধুরী ভিলায় ছবির এক দফা শ্যুটিং সারল সুদেষ্ণা-অভিজিতের ইউনিট

রম-কম ঘরানার এই ছবির শ্যুটিং চলছে জোরকদমে । ছবি নিয়ে সোহম চক্রবর্তী বলেন, "রানাদা, সুদেষ্ণাদির সঙ্গে এটা আমার তৃতীয় কাজ । এঁরা এমন দু'জন মানুষ যাঁদের সঙ্গে সারাদিন কাটাতে ইচ্ছে করে । সারাক্ষণই কিছু না কিছু শেখা যায় ওঁদের কাছ থেকে । ছবিটা কমেডির মোড়কে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেয় । মজাদার ছবি । শ্যুটিংয়েও দারুণ মজা হচ্ছে । কিছুটা বাকি আছে শ্যুটিং। আশাকরি ছবিটা এলে দেখলে ভাল লাগবে সবার ।"

New Film Angshuman MBA
থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, বিভান ঘোষ, রাজীব বসু, পিয়ান সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবজিত রায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শান্তি রায়, আভাস মুখোপাধ্যায় প্রমুখ

আরও পড়ুন : ফুটবলার নবাব আর লড়াকু নন্দিনীর গল্প নিয়ে আসছে 'নবাব নন্দিনী'

পরিচালক সুদেষ্ণা রায় জানান, "এই ছবিতে অনেক টেলিভিশনের মুখ দর্শক দেখতে পাবেন । পুরনো এবং নতুনের মিশেলে এখন ছবি বানাতে চাই আমি আর রানা । আমরা চাই নতুন মুখ উঠে আসুক । আমাদের মনের মতো গল্প বেঁধে দিয়েছিল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । এরপর রোহিত আর সৌম্যকে আমরা ডাকি চিত্রনাট্য লেখার জন্য । ওরা কলকাতার হ্যারির চিত্রনাট্য লিখেছিল । ওদের চিত্রনাট্য পছন্দ হওয়ার পর আমরা এই ছবির শ্যুটিং শুরু করি ।"

কলকাতা, 1 জুলাই: সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরিচালনায় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'অংশুমান এমবিএ' । মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty New Film Angshuman MBA )। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'অংশুমান এমবিএ' ছবির শ্যুটিং । কেয়াতলা রোডের চৌধুরী ভিলায় ছবির এক দফা শ্যুটিং সারল সুদেষ্ণা-অভিজিতের ইউনিট ।

এই ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে । এঁরা ছাড়াও থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, বিভান ঘোষ, রাজীব বসু, পিয়ান সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবজিত রায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শান্তি রায়, আভাস মুখোপাধ্যায় প্রমুখ । ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । চিত্রনাট্য লিখেছেন রোহিত-সৌম্য ।

আসছে 'অংশুমান এমবিএ'

গল্পের দিকে তাকালে জানা যায়, একটি বড় ব্যবসায়ী পরিবারের ছেলে অংশুমান । পারিবারিক ব্যবসা হোসিয়ারির হওয়ায় সে তাতে যোগ দিতে নাকচ করে । সে 'আনডি ম্যান' নামে পরিচিত সকলের কাছে । অংশুমান ব্রেক আপ সমাধানের ব্যবসা শুরু করে এক বন্ধুর সঙ্গে মিলে । ব্যবসা বাড়ে । এরপর নানা সমস্যাও তৈরি হয় । এরই মাঝে অংশুর বাবা অসুস্থ হলে তাদের পারিবারিক ব্যবসা মুখ থুবড়ে পড়ে । এবার কী করবে অংশু? ওদিকে অংশুর জীবনেও এসেছে প্রেম । হালকা চালে একই বিষয়কে পর্দায় তুলে ধরতে চাইছেন পরিচালক সুদেষ্ণা- অভিজিৎ জুটি ।

New Film Angshuman MBA
কেয়াতলা রোডের চৌধুরী ভিলায় ছবির এক দফা শ্যুটিং সারল সুদেষ্ণা-অভিজিতের ইউনিট

রম-কম ঘরানার এই ছবির শ্যুটিং চলছে জোরকদমে । ছবি নিয়ে সোহম চক্রবর্তী বলেন, "রানাদা, সুদেষ্ণাদির সঙ্গে এটা আমার তৃতীয় কাজ । এঁরা এমন দু'জন মানুষ যাঁদের সঙ্গে সারাদিন কাটাতে ইচ্ছে করে । সারাক্ষণই কিছু না কিছু শেখা যায় ওঁদের কাছ থেকে । ছবিটা কমেডির মোড়কে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেয় । মজাদার ছবি । শ্যুটিংয়েও দারুণ মজা হচ্ছে । কিছুটা বাকি আছে শ্যুটিং। আশাকরি ছবিটা এলে দেখলে ভাল লাগবে সবার ।"

New Film Angshuman MBA
থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, বিভান ঘোষ, রাজীব বসু, পিয়ান সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবজিত রায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শান্তি রায়, আভাস মুখোপাধ্যায় প্রমুখ

আরও পড়ুন : ফুটবলার নবাব আর লড়াকু নন্দিনীর গল্প নিয়ে আসছে 'নবাব নন্দিনী'

পরিচালক সুদেষ্ণা রায় জানান, "এই ছবিতে অনেক টেলিভিশনের মুখ দর্শক দেখতে পাবেন । পুরনো এবং নতুনের মিশেলে এখন ছবি বানাতে চাই আমি আর রানা । আমরা চাই নতুন মুখ উঠে আসুক । আমাদের মনের মতো গল্প বেঁধে দিয়েছিল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । এরপর রোহিত আর সৌম্যকে আমরা ডাকি চিত্রনাট্য লেখার জন্য । ওরা কলকাতার হ্যারির চিত্রনাট্য লিখেছিল । ওদের চিত্রনাট্য পছন্দ হওয়ার পর আমরা এই ছবির শ্যুটিং শুরু করি ।"

Last Updated : Jul 2, 2022, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.