কলকাতা, 1 জুলাই: সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরিচালনায় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'অংশুমান এমবিএ' । মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty New Film Angshuman MBA )। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'অংশুমান এমবিএ' ছবির শ্যুটিং । কেয়াতলা রোডের চৌধুরী ভিলায় ছবির এক দফা শ্যুটিং সারল সুদেষ্ণা-অভিজিতের ইউনিট ।
এই ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে । এঁরা ছাড়াও থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, বিভান ঘোষ, রাজীব বসু, পিয়ান সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবজিত রায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শান্তি রায়, আভাস মুখোপাধ্যায় প্রমুখ । ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । চিত্রনাট্য লিখেছেন রোহিত-সৌম্য ।
গল্পের দিকে তাকালে জানা যায়, একটি বড় ব্যবসায়ী পরিবারের ছেলে অংশুমান । পারিবারিক ব্যবসা হোসিয়ারির হওয়ায় সে তাতে যোগ দিতে নাকচ করে । সে 'আনডি ম্যান' নামে পরিচিত সকলের কাছে । অংশুমান ব্রেক আপ সমাধানের ব্যবসা শুরু করে এক বন্ধুর সঙ্গে মিলে । ব্যবসা বাড়ে । এরপর নানা সমস্যাও তৈরি হয় । এরই মাঝে অংশুর বাবা অসুস্থ হলে তাদের পারিবারিক ব্যবসা মুখ থুবড়ে পড়ে । এবার কী করবে অংশু? ওদিকে অংশুর জীবনেও এসেছে প্রেম । হালকা চালে একই বিষয়কে পর্দায় তুলে ধরতে চাইছেন পরিচালক সুদেষ্ণা- অভিজিৎ জুটি ।
রম-কম ঘরানার এই ছবির শ্যুটিং চলছে জোরকদমে । ছবি নিয়ে সোহম চক্রবর্তী বলেন, "রানাদা, সুদেষ্ণাদির সঙ্গে এটা আমার তৃতীয় কাজ । এঁরা এমন দু'জন মানুষ যাঁদের সঙ্গে সারাদিন কাটাতে ইচ্ছে করে । সারাক্ষণই কিছু না কিছু শেখা যায় ওঁদের কাছ থেকে । ছবিটা কমেডির মোড়কে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেয় । মজাদার ছবি । শ্যুটিংয়েও দারুণ মজা হচ্ছে । কিছুটা বাকি আছে শ্যুটিং। আশাকরি ছবিটা এলে দেখলে ভাল লাগবে সবার ।"
আরও পড়ুন : ফুটবলার নবাব আর লড়াকু নন্দিনীর গল্প নিয়ে আসছে 'নবাব নন্দিনী'
পরিচালক সুদেষ্ণা রায় জানান, "এই ছবিতে অনেক টেলিভিশনের মুখ দর্শক দেখতে পাবেন । পুরনো এবং নতুনের মিশেলে এখন ছবি বানাতে চাই আমি আর রানা । আমরা চাই নতুন মুখ উঠে আসুক । আমাদের মনের মতো গল্প বেঁধে দিয়েছিল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । এরপর রোহিত আর সৌম্যকে আমরা ডাকি চিত্রনাট্য লেখার জন্য । ওরা কলকাতার হ্যারির চিত্রনাট্য লিখেছিল । ওদের চিত্রনাট্য পছন্দ হওয়ার পর আমরা এই ছবির শ্যুটিং শুরু করি ।"