ETV Bharat / entertainment

Ajker Shortcut Trailer Out নচিকেতার গল্প অবলম্বনে আসছে আজকের শর্টকাট, হাজির ট্রেলার - Ajker Shortcut is Coming Soon

নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে সুবীর মণ্ডল পরিচালিত বাংলা ছবি আজকের শর্টকাট (New Film Ajker Shortcut)। হাজির হল ট্রেলার এবং পোস্টার (Ajker Shortcut Trailer Out )৷

Ajker shortcut
নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে 'আজকের শর্টকাট', হাজির ট্রেলার-পোস্টার
author img

By

Published : Aug 24, 2022, 12:34 PM IST

কলকাতা, 24 অগস্ট: নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে সুবীর মণ্ডল পরিচালিত বাংলা ছবি 'আজকের শর্টকাট' । বিষয় বাংলার জ্বলন্ত সমস্যা, 'বেকারত্ব'। তাই নিয়েই এই গল্প বুনেছেন নচিকেতা চক্রবর্তী । তিনি যে শুধু সুগীতিকার তা নয়, তাঁর গল্প লেখার আভাস আগেই মিলেছে বিভিন্ন পত্রপত্রিকায় ৷ বাংলার অনেক শারদীয় সংখ্যাতেই প্রকাশিত হয়েছে তাঁর গল্প অথবা ব্যক্তিগত গদ্য ৷ এবার ছবির গল্প বুনলেন তিনি (Ajker Shortcut Trailer Release) ৷

ছবিতে দুই স্তরের বাসিন্দার কথা উঠে আসবে । একজন বিশু, বস্তির ছেলে । এই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত (Parambrata New Film)। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিনই ভারতে চিকিৎসা করাতে আসে । তাঁদের নিয়েই এই ছবির গল্প এগিয়েছে । এমনই বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে রয়েছেন অপু বিশ্বাস । অপু প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করলেন । জুটি বাঁধলেন গৌরব চক্রবর্তীর সঙ্গে (Ajker Shortcut is Coming Soon)।

Ajker shortcut
নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে 'আজকের শর্টকাট', হাজির ট্রেলার-পোস্টার

বিধাননগর, রাজারহাট, নিউটাউনের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ । এই ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন নচিকেতা স্বয়ং। গান গেয়েছেন কন্যা ধানসিঁড়ির সঙ্গে । হাজির হয়েছে ছবির পোস্টার ও ট্রেলার (Ajker Shortcut Trailer Out )।

নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে সুবীর মণ্ডল পরিচালিত বাংলা ছবি আজকের শর্টকাট

আরও পড়ুন: সামনে এল দেবী দুর্গার দশ অবতারের দশ রূপ

চার বছর আগে তৈরি হওয়া এই ছবি 'করমণ্ডল প্রোডাকশন'-এর ব্যানারে 16 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজ্যশ্রী ভৌমিক, রুমকি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস-সহ আরও অনেকে ।

কলকাতা, 24 অগস্ট: নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে সুবীর মণ্ডল পরিচালিত বাংলা ছবি 'আজকের শর্টকাট' । বিষয় বাংলার জ্বলন্ত সমস্যা, 'বেকারত্ব'। তাই নিয়েই এই গল্প বুনেছেন নচিকেতা চক্রবর্তী । তিনি যে শুধু সুগীতিকার তা নয়, তাঁর গল্প লেখার আভাস আগেই মিলেছে বিভিন্ন পত্রপত্রিকায় ৷ বাংলার অনেক শারদীয় সংখ্যাতেই প্রকাশিত হয়েছে তাঁর গল্প অথবা ব্যক্তিগত গদ্য ৷ এবার ছবির গল্প বুনলেন তিনি (Ajker Shortcut Trailer Release) ৷

ছবিতে দুই স্তরের বাসিন্দার কথা উঠে আসবে । একজন বিশু, বস্তির ছেলে । এই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত (Parambrata New Film)। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিনই ভারতে চিকিৎসা করাতে আসে । তাঁদের নিয়েই এই ছবির গল্প এগিয়েছে । এমনই বাংলাদেশ থেকে আসা এক তরুণীর চরিত্রে রয়েছেন অপু বিশ্বাস । অপু প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করলেন । জুটি বাঁধলেন গৌরব চক্রবর্তীর সঙ্গে (Ajker Shortcut is Coming Soon)।

Ajker shortcut
নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে 'আজকের শর্টকাট', হাজির ট্রেলার-পোস্টার

বিধাননগর, রাজারহাট, নিউটাউনের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ । এই ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন নচিকেতা স্বয়ং। গান গেয়েছেন কন্যা ধানসিঁড়ির সঙ্গে । হাজির হয়েছে ছবির পোস্টার ও ট্রেলার (Ajker Shortcut Trailer Out )।

নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে আসছে সুবীর মণ্ডল পরিচালিত বাংলা ছবি আজকের শর্টকাট

আরও পড়ুন: সামনে এল দেবী দুর্গার দশ অবতারের দশ রূপ

চার বছর আগে তৈরি হওয়া এই ছবি 'করমণ্ডল প্রোডাকশন'-এর ব্যানারে 16 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজ্যশ্রী ভৌমিক, রুমকি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস-সহ আরও অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.