মুম্বই, 2 জুন : আগামিকাল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ তার আগে একটি সাক্ষাৎকার নিজের বক্তব্য নিয়ে ট্রোল হলেন 'খিলাড়ি কুমার' ৷ তিনি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে ইতিহাসের পাঠ্যপুস্তকগুলিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে মাত্র 2-3 লাইন লেখা হয়, আর প্রচুর কথা লেখা হয় হানাদারদের নিয়ে ৷ ওখানে আমাদের সংস্কৃতি এবং আমাদের মহারাজাদের ব্য়াপারে প্রায় কিছু নেই বললেই চলে ৷ কেউ নেই যিনি এইসব কথা লিখতে পারেন ৷ আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টিতে নজর দিতে যাতে দুটি দিকই সমানভাবে দেখানো হয় ৷ আমাদের মুঘলদের নিয়ে অবশ্যই জানা উচিত তবে আমাদের রাজাদের কথাও জানতে হবে ৷ তাঁরাও মহান ছিলেন ৷"
তাঁর এই বক্তব্য সামনে আসার পর থেকেই নানারকম তর্ক বিতর্ক শুরু হয়েছ(Netizens on Akshay Comment on History Books) ৷ বিশেষত ইতিহাস বই নিয়ে তাঁর এই কথা নেটিজেনদের অনেকেরই মনঃপুত হয়নি ৷ তাঁদের তরফের যুক্তিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা ৷ এক নেটিজেন লেখেন, "এই অভিনেতা ইতিহাস ক্লাসে কি করছিলেন ? মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, চোল এবং চালুক্য ৷ তাঁরা কি এই ক্লাসগুলিকে বাঙ্ক করেছিলেন ?" আরেকজন তো সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পাতার ছবিই পোস্ট করেছেন টুইটারে ৷ সেখানে দেখা যায় বেশ কয়েকটি পাতা লেখা হয়েছে পৃথ্বীরাজ চৌহানের বংশ সম্পর্ক নিয়ে ৷
-
If Akshay Kumar had attended school classes, if he had focussed on studies instead of on his martial art training, he would have learnt about every phase of history from the early stone age to Harrappan to ancient, medieval to modern Indian history. He never attended classes.
— Shivam (@ShivamJ24) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If Akshay Kumar had attended school classes, if he had focussed on studies instead of on his martial art training, he would have learnt about every phase of history from the early stone age to Harrappan to ancient, medieval to modern Indian history. He never attended classes.
— Shivam (@ShivamJ24) June 1, 2022If Akshay Kumar had attended school classes, if he had focussed on studies instead of on his martial art training, he would have learnt about every phase of history from the early stone age to Harrappan to ancient, medieval to modern Indian history. He never attended classes.
— Shivam (@ShivamJ24) June 1, 2022
আরও পড়ুন : 'বন্দো মে থা দম', রাহানেদের অজি দুর্গ জয় এবার পর্দায়
একজন লিখেছেন, "অক্ষয় কুমার যদি স্কুলের ক্লাসে উপস্থিত থাকতেন, যদি তিনি তাঁর মার্শাল আর্ট প্রশিক্ষণের পরিবর্তে পড়াশোনায় মনোনিবেশ করতেন, তবে তিনি প্রারম্ভিক প্রস্তর যুগ থেকে হরপ্পা পর্যন্ত প্রাচীন, মধ্যযুগ থেকে আধুনিক ভারতীয় ইতিহাসের প্রতিটি ধাপ সম্পর্কে জানতে পারতেন । তিনি কখনই ক্লাস করেননি ।" এই বিষয়ে অক্ষয়ের কানাডা যোগ নিয়েও কটাক্ষ করা হয় ৷ এই প্রথমবার ঐতিহাসিক এক সম্রাটের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় ৷ তাঁর সঙ্গে পর্দায় দেখা যাবে সোনু সুদ, সঞ্জয় দত্ত এবং মানুষী চিল্লারকেও ৷
-
What were these actors doing in History classes? The Maurya empire, Gupta empire, Cholas and Chalukyas. Did they bunk those classes? 🤷♂️
— Joysun_Dsouza✋ (@DsouzaJoysun) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What were these actors doing in History classes? The Maurya empire, Gupta empire, Cholas and Chalukyas. Did they bunk those classes? 🤷♂️
— Joysun_Dsouza✋ (@DsouzaJoysun) June 1, 2022What were these actors doing in History classes? The Maurya empire, Gupta empire, Cholas and Chalukyas. Did they bunk those classes? 🤷♂️
— Joysun_Dsouza✋ (@DsouzaJoysun) June 1, 2022
-
There are two entire chapters about Prithviraj Chauhan in NCERT Class 7 history textbook. Lekin Canada Kumar ko propaganda se fursat mile tab wo padhega na.
— Musab Qazi (@musab1) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
PS: Mughals were our kings too pic.twitter.com/1FycTI3kJp
">There are two entire chapters about Prithviraj Chauhan in NCERT Class 7 history textbook. Lekin Canada Kumar ko propaganda se fursat mile tab wo padhega na.
— Musab Qazi (@musab1) June 1, 2022
PS: Mughals were our kings too pic.twitter.com/1FycTI3kJpThere are two entire chapters about Prithviraj Chauhan in NCERT Class 7 history textbook. Lekin Canada Kumar ko propaganda se fursat mile tab wo padhega na.
— Musab Qazi (@musab1) June 1, 2022
PS: Mughals were our kings too pic.twitter.com/1FycTI3kJp