ETV Bharat / entertainment

Neetu-Rishi Wedding Anniversary: সবই শুধু স্মৃতি...বিবাহ বার্ষিকীতে ঋষিকে নিয়ে আবেগী পোস্ট নীতুর - নীতু কাপুরের বিবাহ বার্ষিকী

43তম বিবাহ বার্ষিকীতে ঋষি কাপুর (Neetu-Rishi Wedding Anniversary) ও ছেলেমেয়ের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করলেন নীতু কাপুর (Neetu Kapoor remembers Rishi Kapoor)৷ সেখানে লিখলেন, সবই শুধু স্মৃতি ৷

Neetu Rishi ETV Bharat
ঋষি কাপুর ও নীতু কাপুর
author img

By

Published : Jan 22, 2023, 4:05 PM IST

মুম্বই, 22 জানুয়ারি: আজ প্রবীণ অভিনেত্রী নীতু কাপুরের 43তম বিবাহবার্ষিকী (Neetu-Rishi Wedding Anniversary)৷ এই বিশেষ দিনে স্বাভাবিক ভাবেই প্রয়াত স্বামী ঋষি কাপুরকে মিস করছেন তিনি (Neetu Kapoor remembers Rishi Kapoor)। এ দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পরিবারের একটি মধুর মুহূর্তের ছবি শেয়ার করেছেন নীতু কাপুর (Neetu shares throwback picture)৷

সপরিবার ছবি পোস্ট নীতুর: রবিবার বিবাহ বার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে ঋষি ও তাঁর দুই ছেলেমেয়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছেন নীতু কাপুর ৷ তার ক্যাপশনে তিনি লিখেছেন, "সময় উড়ে গিয়েছে...... শুধু স্মৃতি.....৷" পারিবারিক সেই ছবিতে একটি ফুলের দেওয়ালের সামনে নীতু ও ঋষির মাঝখানে বসে রয়েছে তাদের মেয়ে ঋদ্ধিমা ৷ আর সামনে মাটিতে বসে রণবীর ৷ ছোট্ট রণবীর ও ঋদ্ধিমাকে দেখেই বোঝা যাচ্ছে যে ছবিটি বেশ পুরনো ৷

ঋষি-নীতুকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা: ছবিটি পোস্ট করার পরই ভক্তরা তার কমেন্ট বক্স লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছে ৷ সবাই শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুরকে ৷ এক ভক্ত লিখেছেন, "এত সুন্দর ছবি ! আপনাকে প্রায় একই রকম দেখাচ্ছে ৷" অন্য এক অনুরাগীর কথায়, "সুন্দর পারিবারিক স্মৃতি.. সবাইকে সুন্দর লাগছে ।" অনেকেই লিখেছেন, "শুভ বিবাহ বার্ষিকী নীতু ম্যাডাম ৷"

বাবা-মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট ঋদ্ধিমার: ঋষি কাপুর এবং নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনিও ইনস্টাগ্রামে তাঁর বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনিও তাঁর ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন । সেই ছবিতে নীতু ও ঋষি বসে রয়েছেন আর তাঁদের মাঝখানে রয়েছেন ঋদ্ধিমা ৷ আর রণবীর রয়েছেন ঋষির কোলে ৷

Neetu Rishi ETV Bharat
ঋদ্ধিমার পোস্ট করা ছবি

আরও পড়ুন: ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট নীতুর

70 ও 80-র দশকের হিট জুটি: 1980 সালের 22 জানুয়ারি বিয়ে হয় ঋষি কাপুর এবং নীতু কাপুরের । দু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর 2020 সালের 30 এপ্রিল ঋষি কাপুরের জীবনাবসান হয় ৷ 70 এবং 80-এর দশকে এই দম্পতি একসঙ্গে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল 'অমর আকবর অ্যান্টনি', 'খেল খেল মে', 'রাফু চক্কর', 'কভি কভি', 'বেশরম' এবং আরও বহু ছবি ৷ তাঁদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন উভয়ই রোম্যান্স অনুপ্রাণিত করে বর্তমান প্রজন্মকে ।

মুম্বই, 22 জানুয়ারি: আজ প্রবীণ অভিনেত্রী নীতু কাপুরের 43তম বিবাহবার্ষিকী (Neetu-Rishi Wedding Anniversary)৷ এই বিশেষ দিনে স্বাভাবিক ভাবেই প্রয়াত স্বামী ঋষি কাপুরকে মিস করছেন তিনি (Neetu Kapoor remembers Rishi Kapoor)। এ দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পরিবারের একটি মধুর মুহূর্তের ছবি শেয়ার করেছেন নীতু কাপুর (Neetu shares throwback picture)৷

সপরিবার ছবি পোস্ট নীতুর: রবিবার বিবাহ বার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে ঋষি ও তাঁর দুই ছেলেমেয়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছেন নীতু কাপুর ৷ তার ক্যাপশনে তিনি লিখেছেন, "সময় উড়ে গিয়েছে...... শুধু স্মৃতি.....৷" পারিবারিক সেই ছবিতে একটি ফুলের দেওয়ালের সামনে নীতু ও ঋষির মাঝখানে বসে রয়েছে তাদের মেয়ে ঋদ্ধিমা ৷ আর সামনে মাটিতে বসে রণবীর ৷ ছোট্ট রণবীর ও ঋদ্ধিমাকে দেখেই বোঝা যাচ্ছে যে ছবিটি বেশ পুরনো ৷

ঋষি-নীতুকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা: ছবিটি পোস্ট করার পরই ভক্তরা তার কমেন্ট বক্স লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছে ৷ সবাই শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুরকে ৷ এক ভক্ত লিখেছেন, "এত সুন্দর ছবি ! আপনাকে প্রায় একই রকম দেখাচ্ছে ৷" অন্য এক অনুরাগীর কথায়, "সুন্দর পারিবারিক স্মৃতি.. সবাইকে সুন্দর লাগছে ।" অনেকেই লিখেছেন, "শুভ বিবাহ বার্ষিকী নীতু ম্যাডাম ৷"

বাবা-মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট ঋদ্ধিমার: ঋষি কাপুর এবং নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনিও ইনস্টাগ্রামে তাঁর বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনিও তাঁর ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন । সেই ছবিতে নীতু ও ঋষি বসে রয়েছেন আর তাঁদের মাঝখানে রয়েছেন ঋদ্ধিমা ৷ আর রণবীর রয়েছেন ঋষির কোলে ৷

Neetu Rishi ETV Bharat
ঋদ্ধিমার পোস্ট করা ছবি

আরও পড়ুন: ঋষি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট নীতুর

70 ও 80-র দশকের হিট জুটি: 1980 সালের 22 জানুয়ারি বিয়ে হয় ঋষি কাপুর এবং নীতু কাপুরের । দু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর 2020 সালের 30 এপ্রিল ঋষি কাপুরের জীবনাবসান হয় ৷ 70 এবং 80-এর দশকে এই দম্পতি একসঙ্গে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল 'অমর আকবর অ্যান্টনি', 'খেল খেল মে', 'রাফু চক্কর', 'কভি কভি', 'বেশরম' এবং আরও বহু ছবি ৷ তাঁদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন উভয়ই রোম্যান্স অনুপ্রাণিত করে বর্তমান প্রজন্মকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.