ETV Bharat / entertainment

Neetu on Alia Pregnancy : নেটপাড়ায় মা হওয়ার খবর দিয়েছেন আলিয়া... জানতেন না নীতু ? - neetu kapoor reacts on alia bhatt pregnancy watch video

কাপুর পরিবারে এবার এন্ট্রি নিতে চলেছে জুনিয়র কাপুর ৷ এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়ার শাশুড়ি (Neetu kapoor Reaction on Alia Bhatt Pregnancy) ৷

Neetu on Alia Pregnancy
নেটপাড়ায় মা হওয়ার খবর দিয়েছেন আলিয়া...জানতেন না নীতু ?
author img

By

Published : Jun 27, 2022, 3:18 PM IST

মুম্বই, 27 জুন : কাপুর পরিবারে এবার এন্ট্রি নিতে চলেছে জুনিয়র কাপুর ৷ সোমবার সকাল সকাল ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছিলেন মিসেস কাপুর ৷ আলিয়া সোমবার লেখেন, 'শীঘ্রই আসতে চলেছে আমাদের সন্তান...' ৷ হাসপাতাল থেকে আল্ট্রাসোনোগ্রাফি চলাকালীন একটি ছবিও শেয়ার করেন অভিনেত্রী ৷ তারপর থেকে শুভেচ্ছায় ভাসছেন রণলিয়া জুটি ৷ এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়ার শাশুড়ি অর্থাৎ নীতু কাপুর (Neetu kapoor Reaction on Alia Bhatt Pregnancy) ৷

ঋষি-জায়াকে সামনে পেয়েই এদিন ঘিরে ধরেন পাপারাৎজ্জিরা ৷ ক্যামেরাবাজদের একটিই প্রশ্ন, 'ঠাকুমা হতে চলার অনুভূতি কেমন ?' একজন এরই মাঝে বলে ওঠেন, 'যুগ যুগ জিও' ৷ তখন তাঁদের থামিয়ে নীতু বলেন, "এখন শামশেরা ৷" 'ব্রহ্মাস্ত্র'-ও আসছে তা মনে করিয়ে দেওয়ার পরও অভিনেত্রী বলেন, 'আগে শামশেরা, তারপর ব্রহ্মাস্ত্র ৷' নিজের ছবির চেয়ে ছেলের ছবি নিয়েই বেশি উচ্ছ্বসিত, তা বুঝিয়ে দেন নীতু ৷ অবশ্য় তাঁর ঠাকুমা হতে চলা নিয়ে খুব একটা মুখ খোলেননি তিনি ৷ ছবি শিকারিরা যখন তাঁকে জানান, নীতু ঠাকুমা হতে চলার খবরে সকলে খুব খুশি ৷ তা শুনে সবাইকে ছোট্ট একটা 'ধন্যবাদ' দিয়েই সামনে এগিয়ে যান নীতু ৷

আরও পড়ুন: কাপুর পরিবারে আসছে নতুন সদস্য, সন্তানসম্ভবা আলিয়া !

প্রশ্ন উঠেছে, আলিয়া যে এই খবর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তা কি জানতেন না তিনি ? কারণ ভিডিয়োর শেষে যখন তাঁকে জানানো হয়, আলিয়া মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তখন একটু হলেও অবাক দেখায় তাঁকে ৷ তবে এই নিয়ে 'আচ্ছা' ছাড়া আর একটি শব্দও বেশি খরচ করেননি নীতু ৷

মুম্বই, 27 জুন : কাপুর পরিবারে এবার এন্ট্রি নিতে চলেছে জুনিয়র কাপুর ৷ সোমবার সকাল সকাল ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছিলেন মিসেস কাপুর ৷ আলিয়া সোমবার লেখেন, 'শীঘ্রই আসতে চলেছে আমাদের সন্তান...' ৷ হাসপাতাল থেকে আল্ট্রাসোনোগ্রাফি চলাকালীন একটি ছবিও শেয়ার করেন অভিনেত্রী ৷ তারপর থেকে শুভেচ্ছায় ভাসছেন রণলিয়া জুটি ৷ এবার এই নিয়ে মুখ খুললেন আলিয়ার শাশুড়ি অর্থাৎ নীতু কাপুর (Neetu kapoor Reaction on Alia Bhatt Pregnancy) ৷

ঋষি-জায়াকে সামনে পেয়েই এদিন ঘিরে ধরেন পাপারাৎজ্জিরা ৷ ক্যামেরাবাজদের একটিই প্রশ্ন, 'ঠাকুমা হতে চলার অনুভূতি কেমন ?' একজন এরই মাঝে বলে ওঠেন, 'যুগ যুগ জিও' ৷ তখন তাঁদের থামিয়ে নীতু বলেন, "এখন শামশেরা ৷" 'ব্রহ্মাস্ত্র'-ও আসছে তা মনে করিয়ে দেওয়ার পরও অভিনেত্রী বলেন, 'আগে শামশেরা, তারপর ব্রহ্মাস্ত্র ৷' নিজের ছবির চেয়ে ছেলের ছবি নিয়েই বেশি উচ্ছ্বসিত, তা বুঝিয়ে দেন নীতু ৷ অবশ্য় তাঁর ঠাকুমা হতে চলা নিয়ে খুব একটা মুখ খোলেননি তিনি ৷ ছবি শিকারিরা যখন তাঁকে জানান, নীতু ঠাকুমা হতে চলার খবরে সকলে খুব খুশি ৷ তা শুনে সবাইকে ছোট্ট একটা 'ধন্যবাদ' দিয়েই সামনে এগিয়ে যান নীতু ৷

আরও পড়ুন: কাপুর পরিবারে আসছে নতুন সদস্য, সন্তানসম্ভবা আলিয়া !

প্রশ্ন উঠেছে, আলিয়া যে এই খবর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তা কি জানতেন না তিনি ? কারণ ভিডিয়োর শেষে যখন তাঁকে জানানো হয়, আলিয়া মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তখন একটু হলেও অবাক দেখায় তাঁকে ৷ তবে এই নিয়ে 'আচ্ছা' ছাড়া আর একটি শব্দও বেশি খরচ করেননি নীতু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.