ETV Bharat / entertainment

Actress Nayanthara: দীপিকাকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে ছেঁটে ফেলা হয়েছে তাঁর দৃশ্য, অ্যাটলির প্রতি ক্ষুব্ধ নয়নতারা - 1000 কোটির ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ

Nayanthara New Film: 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলির ওপর নাকি ক্ষুব্ধ দক্ষিণি অভিনেত্রী নয়নতারা ৷ কিন্তু কী কারণ রয়েছে এর নেপথ্যে? ছবির নায়িকা কেনই বা হঠাৎ রেগে গেলেন পরিচালকের ওপর? বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে দীপিকার চরিত্রকে গুরুত্ব দিতে গিয়ে নাকি তাঁর অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যে কাঁচি চালিয়েছেন পরিচালক ৷ সেই কারণেই ক্ষুব্ধ নয়নতারা ৷

Nayanthara Upset with Atlee
1000 কোটির ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 1:28 PM IST

Updated : Sep 21, 2023, 1:48 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই ব্যাক টু ব্যাক দু'টি 1000 কোটির ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ খান ৷ বছরের শুরুতে 'পাঠান' ছবিটি হাজার কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার পর এবার 'জওয়ান'ও এগিয়ে চলেছে সেই পথেই ৷ দু'টি ছবিতেই শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীপিকা পাড়ুকোন ৷ কিন্তু এই দীপিকার কারণেই নাকি এবার ক্ষুব্ধ শাহরুখের 'জওয়ান' ছবির নায়িকা নয়নতারা ৷ এমনকী তিনি নাকি এও জানিয়েছেন, শীঘ্রই আর বলিউডি কাজ করবেন না তিনি ৷

ঠিক কী অভিযোগ নয়নতারার? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ঘনিষ্ঠ মহলে অ্যাটলির প্রতি ক্ষুব্ধ হয়েছেন নয়নতারা ৷ তিনি নাকি দাবি করেছেন, ছবিতে দীপিকার চরিত্রটির স্ক্রিন টাইম কম ঠিকই তবে তার গুরুত্ব অনেক বেশি ৷ এই ধরনের চরিত্রকে স্ক্রিনটাইমের ভিত্তিতে 'ক্যামিয়ো' বলা হলেও আদতে তা ক্যামিয়ো নয় ৷ অন্যদিকে তাঁর চরিত্রটি ছবির মুখ্য নায়িকা হলেও তা তেমন গুরুত্ব পায়নি পরিচালকের কাছে ৷

সূত্রের খবর অনুযায়ী, অ্যাটলির ওপর নায়িকার রাগের কারণ মূলত একটাই ৷ তাঁর বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য় নাকি এডিটিংয়ে ছেঁটে ফেলেছেন পরিচালক ৷ অন্যদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, দীপিকার গুরুত্ব নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে ছবিতে ৷ নয়নতারা দক্ষিণের একজন পরিচিত মুখ ৷ স্বাভাবিকভাবেই পরিচালকের এই আচরণ তাঁর ভালো লাগেনি ৷ আর তাই আগামিদিনে হয়তো বলিউডে নাও দেখা যেতে পারে অভিনেত্রীকে ৷ সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছে দক্ষিণী অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল ৷

আরও পড়ুন: নতুন ছবি মুক্তির আগে 'লালবাগ চা রাজা' র কাছে পুজো দিলেন ভিকি কৌশল

গল্পের দিকে তাকালে দেখা যায় দীপিকার চরিত্রটির সম্পর্ক তৈরি হয় মিলিটারি অফিসার বিক্রম রাঠোরের সঙ্গে ৷ তাঁদের বিবাহও হয় ৷ তবে এরই মাঝে বিক্রমকে শিকার হতে হয় বেশকিছু অনভিপ্রেত ঘটনার ৷ সে শত্রুদের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে যায় ৷ অন্যদিকে বিক্রমের স্ত্রীকেও লাঞ্ছনার সম্মুখীন হতে হত ৷ কিন্তু সে রুখে দাঁড়ায় ৷ নিজের হাতে শাস্তি দেয় তার সম্মান ছিনিয়ে নিতে আসা কিছু নরপিশাচকে ৷ ফলত শাস্তির মুখে পড়তে হয় দীপিকার চরিত্রটিকে ৷ জেলেই জন্ম হয় তার পুত্র আজাদের ৷ মোটামুটি এভাবেই এগিয়েছে গল্প ৷ দীপিকার চরিত্রটির গল্পে এতখানি গুরুত্বের বিষয়টি নাকি ভালো লাগেনি নয়নতারার ৷ যদিও সরাসরি কোথাও এই ক্ষোভ ব্যক্ত করেননি নায়িকা ৷

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই ব্যাক টু ব্যাক দু'টি 1000 কোটির ছবি উপহার দিতে চলেছেন শাহরুখ খান ৷ বছরের শুরুতে 'পাঠান' ছবিটি হাজার কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার পর এবার 'জওয়ান'ও এগিয়ে চলেছে সেই পথেই ৷ দু'টি ছবিতেই শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীপিকা পাড়ুকোন ৷ কিন্তু এই দীপিকার কারণেই নাকি এবার ক্ষুব্ধ শাহরুখের 'জওয়ান' ছবির নায়িকা নয়নতারা ৷ এমনকী তিনি নাকি এও জানিয়েছেন, শীঘ্রই আর বলিউডি কাজ করবেন না তিনি ৷

ঠিক কী অভিযোগ নয়নতারার? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ঘনিষ্ঠ মহলে অ্যাটলির প্রতি ক্ষুব্ধ হয়েছেন নয়নতারা ৷ তিনি নাকি দাবি করেছেন, ছবিতে দীপিকার চরিত্রটির স্ক্রিন টাইম কম ঠিকই তবে তার গুরুত্ব অনেক বেশি ৷ এই ধরনের চরিত্রকে স্ক্রিনটাইমের ভিত্তিতে 'ক্যামিয়ো' বলা হলেও আদতে তা ক্যামিয়ো নয় ৷ অন্যদিকে তাঁর চরিত্রটি ছবির মুখ্য নায়িকা হলেও তা তেমন গুরুত্ব পায়নি পরিচালকের কাছে ৷

সূত্রের খবর অনুযায়ী, অ্যাটলির ওপর নায়িকার রাগের কারণ মূলত একটাই ৷ তাঁর বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য় নাকি এডিটিংয়ে ছেঁটে ফেলেছেন পরিচালক ৷ অন্যদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, দীপিকার গুরুত্ব নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে ছবিতে ৷ নয়নতারা দক্ষিণের একজন পরিচিত মুখ ৷ স্বাভাবিকভাবেই পরিচালকের এই আচরণ তাঁর ভালো লাগেনি ৷ আর তাই আগামিদিনে হয়তো বলিউডে নাও দেখা যেতে পারে অভিনেত্রীকে ৷ সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছে দক্ষিণী অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল ৷

আরও পড়ুন: নতুন ছবি মুক্তির আগে 'লালবাগ চা রাজা' র কাছে পুজো দিলেন ভিকি কৌশল

গল্পের দিকে তাকালে দেখা যায় দীপিকার চরিত্রটির সম্পর্ক তৈরি হয় মিলিটারি অফিসার বিক্রম রাঠোরের সঙ্গে ৷ তাঁদের বিবাহও হয় ৷ তবে এরই মাঝে বিক্রমকে শিকার হতে হয় বেশকিছু অনভিপ্রেত ঘটনার ৷ সে শত্রুদের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে যায় ৷ অন্যদিকে বিক্রমের স্ত্রীকেও লাঞ্ছনার সম্মুখীন হতে হত ৷ কিন্তু সে রুখে দাঁড়ায় ৷ নিজের হাতে শাস্তি দেয় তার সম্মান ছিনিয়ে নিতে আসা কিছু নরপিশাচকে ৷ ফলত শাস্তির মুখে পড়তে হয় দীপিকার চরিত্রটিকে ৷ জেলেই জন্ম হয় তার পুত্র আজাদের ৷ মোটামুটি এভাবেই এগিয়েছে গল্প ৷ দীপিকার চরিত্রটির গল্পে এতখানি গুরুত্বের বিষয়টি নাকি ভালো লাগেনি নয়নতারার ৷ যদিও সরাসরি কোথাও এই ক্ষোভ ব্যক্ত করেননি নায়িকা ৷

Last Updated : Sep 21, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.